ভর্তিতে দু’বার টাকার নালিশ, ঘেরাও অধ্যক্ষ
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
অনার্সে ভর্তি হওয়া পড়ুয়াদের থেকে দু’বার ভর্তি হওয়ার টাকা নেওয়া হয়েছে, এমন অভিযোগে রানিগঞ্জে ত্রিবেনীদেবী ভলোটিয়া কলেজে অধ্যক্ষকে ঘণ্টাখানেক ঘেরাও করে বিক্ষোভ দেখানো হল। সোমবার টিএমসিপির নেতৃত্বে পড়ুয়ারা বিক্ষোভ দেখান। অভিযোগ, অনার্স নিয়ে ভর্তি হওয়া পড়ুয়াদের দু’বার করে ভর্তির টাকা দিতে হয়েছে। প্রথমে পাস পাঠ্যক্রমে ভর্তি হওয়ার সময় টাকা দিতে হয় তাঁদের। এর পরে অনার্সে ভর্তির সময়ও টাকা দিতে হয় তাঁদের। ওই সমস্ত পড়ুয়াদের দাবি, পাস পাঠ্যক্রমে ভর্তির সময় যে টাকা দিয়েছিলেন তাঁরা, তা ফেরত দিতে হবে। পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ণের টাকা কমিয়ে দিতে হবে। এ ছাড়া, অনুত্তীর্ণদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া যাবে না। অধ্যক্ষ নেপঙ্কর হাজরা জানান, অনার্স প্রাপকদের পাস পাঠ্যক্রমের সময় নেওয়া টাকা দ্রুত ফেরত দেওয়া হবে। তবে অন্য দাবিগুলি মানা সম্ভব নয়।
|
উৎপাদন বন্ধ করে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ভূগর্ভস্থ খনি থেকে কয়লা কেটে তুলে নেওয়ার পর ফাঁকা অংশ ঠিক মতো ভরাট হচ্ছে না, এই অভিযোগে আসানসোলের কালিপাহাড়ি কয়লা খনিতে উৎপাদন বন্ধ করে বিক্ষোভ দেখাল আইএনটিইউসি। সোমবার প্রায় ঘণ্টা তিনেক বিক্ষোভ চলে। সংগঠনের নেতা বাদল মিশ্র অভিযোগ করেন, যে ঠিকাদারি সংস্থাকে বালি ভরাটের বরাত দেওয়া হয়েছে সেই সংস্থাটি নিয়ম মেনে ঠিক মতো এই কাজ করছে না। কোলিয়ারি কর্তৃপক্ষের দেখভালের অভাবেই এই ঘটনা ঘটছে বলে তাঁদের অভিযোগ। প্রায় তিন ঘণ্টা বিক্ষোভের পরে খনি কর্তৃপক্ষের তরফে কড়া পদক্ষেপ করার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ উঠে যায়। চালু হয় উৎপাদন।
|
তৃণমূলের মিছিল
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
এলাকায় দীর্ঘ দিন উন্নয়ন হয়নি, এই অভিযোগে সোমবার একটি মিছিল করল তৃণমূলের রানিগঞ্জ চার নম্বর ওয়ার্ড কমিটি। রানিগঞ্জ পুর এলাকায় উন্নয়ন চালু করার দাবিতে রানিসায়র মোড় থেকে ওই মিছিল বেরোয়। ওই ওয়ার্ডের তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এলাকায় সাফাই কর্মীদের দেখা মেলে না। কয়েকটি রাস্তা বেহাল অবস্থায় পড়ে থাকলেও, তা সংস্কারে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ওই ওয়ার্ডের তৃণমূল নেতা কাঞ্চন তিওয়ারি জানান, প্রয়োজনে পুর কার্যালয় অবরোধ করে বিক্ষোভ দেখানো হবে।
|
বধূ নির্যাতনে ধৃত
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বধূ নির্যাতনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। সোমবার আসানসোল মহিলা থানার পুলিশ পুরুলিয়া থেকে ফাগু ঠাকুর নামে ওই ব্যক্তিকে ধরে। রানিগঞ্জের গিরমিট এলাকার বাসিন্দা অনিতা দেবী পুলিশের কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন, ১৯৯৮ সালে তাঁর সঙ্গে ফাগু ঠাকুরের বিয়ে হয়। দিন কয়েক আগে তাঁকে শ্বশুরবাড়ি থেকে নির্যাতন করা হয় ও তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
|
রাস্তা সংস্কার শুরু
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
দীর্ঘ দিন ধরে খারাপ হয়ে পড়ে ছিল রানিগঞ্জের চার নম্বর ওয়ার্ডে শীতলদাস কলোনি এলাকার একটি রাস্তা। এই নিয়ে ক্ষোভ ছিল এলাকাবাসীর মধ্যে। কয়েক বার মোরাম ফেলা হলেও কাজের কাজ কিছুই হয়নি, এমন অভিযোগ স্থানীয়দের। অবশেষে সোমবার রানিগঞ্জের বিধায়ক সোহরাব আলি ওই রাস্তা সংস্কারের কাজের উদ্বোধন করলেন। বিধায়ক জানান, রাস্তা নির্মাণের জন্য বিধায়ক তহবিল থেকে ২ লক্ষ ২৫ হাজার টাকা খরচ করা হয়েছে।
|
ট্রান্সফর্মারের দাবি
নিজস্ব সংবাদদাতা • বুদবুদ |
গ্রামে একটি অতিরিক্ত ট্রান্সফর্মার বসানোর দাবি করলেন এলাকাবাসীরা। বুদবুদ থানার দেবশালা গ্রামের বাসিন্দারা এর জন্য পানাগড়ে বিদ্যুৎ দফতরের কার্যালয়ে স্মারকলিপিও জমা দিয়েছেন। গ্রামবাসীরা জানান, বর্তমানে গ্রামে রয়েছে একটি ট্রান্সফর্মার। কিন্তু গ্রামে গ্রাহক সংখ্যা বেড়ে যাওয়ায় বেশির ভাগ সময়ই সঠিক বিদ্যুৎ পরিষেবা মেলে না। গরমকালে পরিস্থিতির অবনতি হয়।
|
শুরু ছাত্র-যুব উৎসব
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ছাত্র-যুব উৎসব শুরু হল আসানসোলে। সোমবার বার্নপুরের সম্প্রীতি প্রেক্ষাগৃহে উৎসবের সূচনা করেন ডেপুটি মেয়র অমরনাথ চট্টোপাধ্যায় ও ক্রীড়া দফতরের মেয়র পারিষদ অভিজিৎ ঘটক। |