খেলার টুকরো খবর

মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা
বর্ধমান জেলা মাদ্রাসা ক্রীড়া অনুষ্ঠিত হল স্থানীয় সাই কমপ্লেক্সে। ৩১টি হাই মাদ্রাসা, তিনটি সিনিয়র মাদ্রাসা ও ১০টি মাদ্রাসা শিক্ষা পর্ষদের প্রায় ৫০০ প্রতিযোগী ৪৫টি ইভেন্টে যোগ দেন। উদ্বোধন করেন রাজ্যের কৃষি মন্ত্রী মলয় ঘটক। প্রতিটি বিভাগের স্থানাধীকারীদের পুরস্কৃত করা হয়। উল্লেখযোগ্য পুরস্কার প্রাপকদের মধ্যে রয়েছে তেঁতুলমুড়ি হাইমাদ্রাসার ছাত্রী জিন্নাতারা খাতুন। সে ১০০ ও ৪০০ মিটার দৌড়ে প্রথম হয়েছে। এ ছাড়া, কালনার মুসলেমা বাগ হাইমাদ্রাসার ছাত্র জামালুদ্দিন শেখ ১০০ ও ২০০ মিটার দৌড়ে প্রথম হয়। আগামী ২৭-২৯ জানুয়ারি কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত রাজ্য মাদ্রাসা ক্রীড়ায় বর্ধমানের ৪৫ জন যোগ দেবে বলে জানিয়েছেন প্রতিযোগিতার আয়োজক ফিরোজ আহমেদ ও আসিফ ইকবাল।

দ্বিতীয় ডিভিশনে জিতল অ্যাপোলো
দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগে অ্যাপোলো অ্যাথলেটিক ক্লাব ৭ উইকেটে হারিয়েছে আরএইউসি-কে। খেলাটি হয় বর্ধমানের রাধারানি স্টেডিয়ামে। প্রথমে আরএইউসি নির্ধারিত ৩৫ ওভারে ১৭১-৮ করে। দলের রাজু প্রসাদ ৪৬ রান করেন। অ্যাপোলো ৩১.৫ ওভারে ১৭৪-৩ করে। কৌশিক পাত্র ৮১ করে ম্যাচের সেরা হয়েছেন। আগের ম্যাচে তেজগঞ্জ ক্রীড়াচক্র ৫ রানে হারায় রথতলা প্রভাত প্রগতি সঙ্ঘকে।

জিতল বনমালীপুর
রবিন স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতার সোমবারের খেলায় জয়ী হয় বনমালীপুর এসি। তারা হিজলগড়া মাঠে শ্রীপুর ওয়াইসিকে ৬ উইকেটে হারিয়ে দেয়। শ্রীপুর প্রথমে ব্যাট করে ৫৮ রান করে। জবাবে বনমালীপুর ৪ উইকেটে জয়ের রান তুলে নেয়।

হারল বিবেকানন্দ
ফাইভস্টার আরসি আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার সোমবারের খেলায় জয়ী হয় আয়োজক সংস্থা। তারা এইচসিএলএইচএস মাঠে বিবেকানন্দ ক্লাবকে ২ উইকেটে হারিয়ে দেয়। বিবেকানন্দ ক্লাব প্রথমে ব্যাট করে সবক’টি উইকেট হারিয়ে ১২৮ রান করে। জবাবে আয়োজক সংস্থা ৮ উইকেটে জয়ের রান তুলে নেয়।

জিতল বনমালীপুর
রবিন স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতার সোমবারের খেলায় জয়ী হয় বনমালীপুর এসি।

হারল বিবেকানন্দ
ফাইভস্টার আরসি আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার সোমবারের খেলায় জয়ী হয় আয়োজক সংস্থা।

বর্ধমানের রথতলায় ১৬ দলের পিপিএস কাপ ক্রিকেট
প্রতিযোগিতা হল সোমবার। —নিজস্ব চিত্র।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.