রায়গঞ্জের দেবীনগর এলাকায় ব্যবসায়ী খুনের তিন দিন পরেও দুষ্কৃতীরা অধরা। পুলিশি নিষ্ক্রিয়তা, নিরাপত্তা ও দুষ্কৃতী গ্রেফতারের দাবিতে আন্দোলনে নামল ব্যবসায়ীদের সংগঠন পশ্চিম দিনাজপুর চেম্বার অব কমার্স। রবিবার সংগঠনের ডাকে রায়গঞ্জের দেবীনগর থেকে কসবামোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় ২৪ ঘণ্টা ব্যবসা বন্ধ পালন করা হয়। ৩০০ দোকান বন্ধ রাখার পাশাপাশি দেবীনগর ও কসবার দুটি বড়মাপের বাজারও বন্ধ রাখেন তাঁরা। দুপুরে শতাধিক ব্যবসায়ী দেবীনগর থেকে বকুলতলা মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। পথসভা করা হয়। দুষ্কৃতীদের গ্রেফতার করা না হলে জেলা জুড়ে অনির্দিষ্ট কাল জন্য ব্যবসা বনধের হুমকি দিয়েছেন ব্যবসায়ীরা।
পশ্চিম দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত সোম বলেন, “তিনদিন হয়ে গেল দুষ্কৃতীদের ধরা দূরের কথা কোনও সূত্র পায়নি পুলিশ। ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অবিলম্বে পুলিশ দুষ্কৃতীদের গ্রেফতার না করলে নিরাপত্তার স্বার্থে জেলা জুড়ে ব্যবসা বনধের ডাক দেওয়া হবে। সংগঠনের সভাপতি শঙ্কর কুণ্ডু জানান, বুধবার রায়গঞ্জের মোহনবাটি বাজারে এক ব্যবসায়ীর উপর হামলার ঘটনা ঘটেছে। দুমাসে শহরের একটি অলঙ্কার ও একটি মোবাইল ফোনের দোকানে ৫০ লক্ষেরও বেশি টাকার জিনিস চুরি হয়েছে। দুষ্কৃতীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। ব্যবসায়ীরা পুলিশে আস্থা হারাচ্ছেন। তবে অতিরিক্ত পুলিশ সুপার ডেভিড ইভান লেপচা অবশ্য নিষ্ক্রিয়তার অভিযোগ মানতে চাননি। তাঁর দাবি, “প্রতিটি ঘটনারই তদন্ত চলছে। শীঘ্র দুষ্কৃতীদের গ্রেফতার করা হবে।” পুলিশ জানিয়েছে, দেবীনগর এলাকার বাসিন্দা তথা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত কর্মী তপন রাহা (৬২) নামে ওই ব্যবসায়ীকে গত বৃহস্পতিবার রাতে বাড়িতে ঢুকে এক দুষ্কৃতী কুপিয়ে পালিয়ে যায়। বাধা দিতে গিয়ে ওই ব্যবসায়ীর স্ত্রী গুরুতর জখম হন। তাঁকে কলকাতায় রেফার করা হয়েছে। |