টুকরো খবর
চালু অগম সিংহ গিরি পুরস্কার
পাহাড়ের জনপ্রিয় কবি অগম সিংহ গিরি পুরস্কার ফের চালু করতে চলেছে জিটিএ। ২৯ ডিসেম্বর কবির ৮৫ জন্মজয়ন্তীকে ওই পুরস্কার দেওয়া হবে। দার্জিলিং পার্বত্য পরিষদ ১৯৯৪ সালে এই পুরস্কার চালু করে। ২০০৬ সাল অবধি পুরস্কারটি চালু ছিল। তার পরে পাহাড়ের পরিস্থিতির জেরে সেটি বন্ধ হয়ে যায়। সংস্কৃতি, সাহিত্য এবং শিল্পকলার ক্ষেত্র বিশেষ অবদানে ওই পুরস্কার দেওয়ার রীতি রয়েছে। রবিবার জিটিএ-র তরফে তথ্যসংস্কৃতি বিভাগের সহকারি অধিকর্তা ভানুকান্ত ঘিসিং জানান, পুরস্কার বিতরণের অনুষ্ঠান ভানুভবনে হবে। এবার সাহিত্যে বিশেষ অবদানের জন্য বিন্দিয়া সুব্বা এবং সঙ্গীতে কর্মা ইয়নজনকে পুরস্কৃত করা হচ্ছে। মেডেল, মানপত্র ছাড়াও দুই জনকে ১ লক্ষ টাকা নগদও দেওয়া হচ্ছে। উল্লেখ্য, ২০০৩ সালে বিন্দিয়া সুব্বা সাহিত্য একামেডি পুরস্কার পান। তাঁর ১৮টির উপর উপন্যাসের বই রয়েছে। এরমধ্যে ‘অথা’ অসমিয়া, মারাঠি, ওড়িয়া-সহ বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে। অন্য দিকে, সিকিম এবং পাহাড়ের বিভিন্ন প্রান্তের পুরস্কার ছাড়াও কর্মা ইয়নজন ১৯৮৫ সালে ভানু পুরস্কার পেয়েছেন। তিনি ৫০০ উপর গান কম্পোজ করেছেন।

মেয়ে-খুনে বাবা জেল হেফাজতে
শিশু মৃত্যুর ঘটনায় অভিযুক্ত বাবা হৃদয় রায়কে ১৪ দিনের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিলেন বিচারক। রবিবার মেয়ে খুনের দায়ে অভিযুক্ত হৃদয়কে জেলা আদালতে তোলা হলে বিচারক এ নির্দেশ দেন। ১৫ ডিসেম্বর অভিযুক্তের ৩৮ দিনের শিশু কন্যার মৃত্যু হয়। তাঁর স্ত্রী বীনা রায় শুক্রবার জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেখানে তিনি জানান, তাঁর কন্যা সন্তানকে স্বামী হৃদয় রায়, শ্বশুরমশাই হৃষিকেশ এবং শাশুড়ি বসন্তী রায় খুন করেছেন। শনিবার কবর থেকে শিশুর দেহ তুলে ময়না তদন্তে পাঠানো হয়। তিন জনের মধ্যে হৃদয়কে পুলিশ গ্রেফতার করে। এ দিন তাঁকে আদালতে তোলা হয়। আদালতে তোলার পথে ধৃত হৃদয়ের বক্তব্য, “মেয়ের শরীর খারাপ ছিল। আশাকর্মীরা ওকে হাসপাতালে নিয়ে যেতে বলে। আমার কাছে টাকা ছিল না বলে যেতে পারিনি। রাতে মেয়ে, স্ত্রী ও আমি শুয়েছিলাম। রাত সাড়ে ১২টা স্ত্রী আমাকে ডেকে তুলে বলে মেয়ে মরে গিয়েছে। মেয়ের শোকে স্ত্রী এখন উল্টো পাল্টা ভাবছে। আর সেই মতো অভিযোগ করে বসেছে।”

আজ শিলিগুড়িতে মুকুল
সোমবার শিলিগুড়িতে চা শ্রমিকদের সভায় যোগ দিতে শিলিগুড়ি আসছেন তৃণমূলের সর্ববারতীয় সভাপতি মুকুল রায়। বাঘাযতীন পার্কে দুপুর ১২টায় শুরু হওয়া সভায় তাঁর যোগ দেওয়ার কথা। রবিবার শিলিগুড়িতে তৃণমূলের দলীয় কার্যালয়ে এই ঘোষণা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। মুকুলবাবুর সঙ্গে উপস্থিত থাকার কথা আইএনটিটিইউসির রাজ্য সভানেত্রী দোলা সেন। এ দিনের বৈঠকে ফের পুরসভার সমালোচনা করেন তিনি। এমনকী মেয়র গঙ্গোত্রী দত্ত রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতরের চিঠির জবাব দিতেও গড়িমসি করেছেন বলে তিনি অভিযোগ করেন। যদিও মেয়রের দাবি তিনি সমস্ত চিঠিরই উত্তর দিয়েছেন। গৌতমবাবু এ দিন বলেন, “পুরবোর্ড বেআইনি বাড়ি থেকে নানা ভাবে আর্থিক লেনদেনে রেকর্ড করেছে। আমরা পুর এলাকায় প্রচুর অভিযোগের খবর পেয়েছি। রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতর তার তদন্ত করবে।” যদিও এ বিষয়ে মেয়র বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি। তিনি বলেন, “উনি মাঝেমধ্যেই নানা রকমের অভিযোগ আনেন। আমরা সমস্ত চিঠিরই উত্তর দিয়েছি। নিয়ম মেনেই কাজ করা হচ্ছে।”

মূলপর্বে উঠল রায়কতপাড়া
প্রীতনাথ মেমোরিয়াল চ্যাম্পিয়ন ও সাবিত্রী দেবী জাজোদিয়া রানার্স দিন-রাতের সাব জুনিয়র নক আউট ক্রিকেট টুর্নামেন্টের মূলপর্বে উঠল জলপাইগুড়ির রায়কতপাড়া স্পোর্টিং ক্লাব। আজ সোমবার থেকে মূলপর্বের খেলা অনুষ্ঠিত হবে। খেলা শুরু বিকেল চারটেয়। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করে দূর্গাপুর ক্রিকেট কোচিং সেন্টার। তারা নির্ধারিত ২৫ ওভারে তারা ৪ উইকেটে ১৪৫ রান তোলে। রায়কতপাড়া ২১.৩ ওভারে ৩ উইকেটে জয়ের রান তুলে নেয়।

কৃতী সংবর্ধনা
কলকাতার সল্টলেকে ১৯ থেকে ২১ ডিসেম্বর অনুষ্ঠিত রাজ্য স্কুল গেমসে চারটি সোনা চারটি রুপা ও দুটি ব্রোঞ্জ পেল শিলিগুড়ির ছাত্রছাত্রীরা। ১০০ মিটার, ২০০ মিটার, হাইজাম্প, ট্রিপল জাম্প ও রিলে দৌড়ে পুরস্কার গুলি জিতে এদিনই শিলিগুড়ি ফেরেন কৃতীরা। তাঁদের সম্বর্ধনাও দেওয়া হয় শিলিগুড়ি জেলা বিদ্যলায় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে। সংস্থার সভাপতি মদন ভট্টাচার্য বলেন, তাঁদের শীঘ্রই সকলকে ট্রাকস্যুট ও খেলার সরঞ্জাম দিয়ে উৎসাহিত করা হবে।”

ওয়ার্ড ক্রীড়ায়
শিলিগুড়ির ১৬ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত নৈশ ব্যাডমিন্টনে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হলেন উৎস চক্রবর্তী ও রানার্স হন কৌশিক পাল। ৪০ উর্ধ্ব বিভাগে সেরা বিপ্লব ঘোষ ও রানার্স রঞ্জিত ঘোষ বলে এই দিন আয়োজকদের তরফে জানানো হয়।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.