বোল্ডার পাচারের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • জয়পুর |
বন দফতরের একটি পুকুর কেটে বোল্ডার পাচার করার অভিযোগ উঠল বাঁকুড়ার জয়পুর থানার বেনাচাপড়া গ্রামে। বোল্ডার তোলার যন্ত্র, ট্রাক্টর ও ট্রাক-সহ চালকদের আটক করা হল। রবিবার দুপুরের ঘটনা। বিষ্ণুপুর বন বিভাগের এডিএফও মধুসূদন মুখোপাধ্যায়ের দাবি, “বৈধ কাগজপত্র না থাকায় চালক ও গাড়িগুলিকে আটক করা হয়েছে। এই পাচার চক্রের সঙ্গে স্থানীয় বেনাচাপড়া দক্ষিণ বনসুরক্ষা কমিটির কিছু সদস্য যুক্ত আছে বলে জানতে পেরেছি। অভিযোগ জানাব।” বন সুরক্ষা কমিটির সদস্য কল্যাণ সিংহ দাবি করেন, “গ্রামে ওই একটিই পুকুর। জল ধরতে খোঁড়াখুঁড়ি হচ্ছিল। কিন্তু বোল্ডার পাচার করা হচ্ছে বলে জানতাম না।”
|
স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যদের অনুরোধে মানবাজারের পায়রাচালিতে একটি জুনিয়ার গালর্স হাইস্কুলের অনুমোদন দিয়েছিল শিক্ষা দফতর। রবিবার সেই স্কুলের শিলান্যাস হল। অনুষ্ঠানে ছিলেন রাজ্যের স্কুলশিক্ষা দফতরের কনসালটেন্ট (ইউনিসেফ) মেচবাহার শেখ, মানবাজার ১ বিডিও সায়ক দেব প্রমুখ। বিডিও বলেন, “স্কুল তৈরির জন্য ৪১ লক্ষ টাকার প্রকল্প নেওয়া হয়েছে। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ ও সাংসদ তহবিল থেকে টাকা চেয়ে আবেদন করা হয়েছে। শীঘ্রই কাজ শুরু হবে।”
|