হার চুরি, গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
গৃহকর্ত্রীর সোনার হার চুরি করে ধরা পড়ল এক পরিচারিকা। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রূপা নস্কর। সে মগরাহাট থানা এলাকার ধামুয়ার বাসিন্দা। শনিবার তাকে ধামুয়া থেকেই গ্রেফতার করা হয়। রবিবার আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রের খবর, গত শুক্রবার গরফা এলাকার এক বাসিন্দা অভিযোগ দায়ের করেন, তাঁর এক ভরি ওজনের সোনার হার চুরি গিয়েছে। অভিযোগে তিনি জানান, তাঁর বাড়িতে বছরখানেক ধরেই পরিচারিকার কাজ করে রূপা নস্কর। শুক্রবার রাতে রূপা কাজ সেরে বেরোনোর পর তিনি লক্ষ করেন,তাঁর সোনার হারটি চুরি গিয়েছে। চুরির কিনারা করতে নেমে পুলিশ রূপাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তদন্তকারীরা জানান, চুরির ঘটনাটি কোনওমতেই মানতে চাইছিল না ওই পরিচারিকা। পরে শনিবার সন্ধ্যায় আচমকা রূপার বাড়িতে হানা দেয় পুলিশ। বাড়িতে পুলিশ দেখে থতমত খেয়ে যায় সে। বলে ওঠে, তার উঠোনের তুলসী গাছে যেন কেউ হাত না দেয়। পুলিশ জানিয়েছে, এই কথাতেই সন্দেহ হয় তাঁদের। উঠোনের তুলসী গাছের নীচেই মাটি খুঁড়ে উদ্ধার করা হয় চুরি যাওয়া হারটি। |
সুন্দরবনে ডুবে মৃত্যু পর্যটকের
নিজস্ব সংবাদদাতা • গোসাবা |
সুন্দরবনে ঘুরতে এসে জলে ডুবে মৃত্যু হল পর্যটকের। শনিবার গোসাবার পাখিরালয়ের ঘটনা। পুলিশ জানায়, অশোক ঘোষ (৫২) নামে ওই ব্যক্তির বাড়ি বারুইপুরের পুরনো বাজারে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শনিবার বারুইপুরের একটি পর্যটক দলের সঙ্গে সুন্দরবনে এসেছিলেন অশোকবাবু। রাতে লঞ্চ থেকে জিনিসপত্র নিয়ে গোসাবার একটি লজে ওঠার কথা ছিল তাঁদের। সঙ্গীরা লঞ্চ থেকে নেমে লজে চলে গেলেও সকলের চোখের আড়ালে পুকুরে পড়ে যান অশোকবাবু। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মদ্যপান করেন অশোকবাবু। অসতর্ক অবস্থায় তলিয়ে যান জলে।
এ দিকে, লজে পৌঁছনোর পরে অশোকবাবুকে দেখতে না পেয়ে সঙ্গীরা তাঁর খোঁজ শুরু করেন। লজের কাছেই পুকুরে তাঁকে ভাসতে দেখা যায়। গোসাবা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা অশোকবাবুকে মৃত বলে ঘোষণা করেন। প্রশান্ত নস্কর নামে ওই পর্যটক দলের এক জন বলেন, “অশোকবাবু মদ্যপান করেছিলেন। লজে দেখতে না পেয়ে খুঁজতে বেরোই। তারপরে পুকুরে পড়ে থাকতে দেখি। বেড়াতে এসে এ ভাবে সঙ্গীকে হারাব, ভাবতে পারিনি।” রবিবার অশোকবাবুর ভাই অমিত ঘোষ গোসাবা থানায় এসে মৃতদেহ নিয়ে যান। এ দিন তিনি বলেন, “বেড়াতে এসে দাদা এ ভাবে চলে যাবেন, ভাবা যাচ্ছে না।” |
বসিরহাটে জোড়া খুনে গ্রেফতার ১
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
শহরের জোড়া খুনের ঘটনার দু’দিন পরে এক অভিযুক্তকে গ্রেফতার করল বসিরহাট থানার পুলিশ। শহরে বেড়ে চলা অপরাধমূলক কাজকর্ম রুখতে এ দিনই অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। শহরের আইনশৃঙ্খলা নিয়ে এ দিন বসিরহাট থানায় পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী উত্তর ২৪ পরগনার পুলিশকর্তাদের নিয়ে এক বৈঠক করেন। তন্ময়বাবু বলেন, “দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য বসিরহাটে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। অবিলম্বে বেআইনি কাজকর্ম বন্ধ করতে এবং অপরাধমূলক কাজকর্ম রুখে দুষ্কৃতীদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।” শুক্রবার সকালে বসিরহাট স্টেশনের কাছে একটি পুকুরের ধার থেকে পুলিশ গুলিবিদ্ধ এবং ক্ষতবিক্ষত অবস্থায় ইটভাটা কলোনির মাছ ব্যবসায়ী প্রিয়ব্রত হালদার এবং দণ্ডিরহাটের কাপড় ব্যবসায়ী সমীর বিশ্বাসের দেহ উদ্ধার করে। খুন সংগঠিত করার কাজে ব্যবহাত একটি গাড়ি শনিবার রাতে বসিরহাট স্টেশন এলাকা থেকে আটক করে পুলিশ। রবিবার সকালে সেই গাড়ির চালক, দণ্ডিরহাটের বাসিন্দা লৎফর মণ্ডলকে গ্রেফতার করা হয়। |
গাড়ির ধাক্কা, মৃত শিশু
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
গাড়ির ধাক্কায় মৃত্যু হল একটি শিশুর। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার ভগবানপুর এলাকায়। মৃত শিশুটির নাম পিঙ্কি বসাক (৩)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তায় খেলছিল পিঙ্কি। আচমকা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে ছিটকে কয়েক হাত দূরে গিয়ে পড়ে সে। গুরুতর জখম অবস্থায় বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা পিঙ্কিকে মৃত বলে ঘোষণা করেন। গাড়িটির খোঁজ চলছে।
|
কংগ্রেস ছেড়ে পুজালি পুরসভার কাউন্সিলর অলোক দাস যোগ দিলেন তৃণমূলে। পুজালির প্রাক্তন দুই কংগ্রেস কাউন্সিলরও রবিবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির উপস্থিতিতে দলবদল করেন। বেশ কিছু দিন আগেই কংগ্রেসের ঘর ভাঙিয়ে এই পুরসভা নিজেদের দখলে নিয়েছে তৃণমূল। |