টুকরো খবর
মা ঐশ্বর্যার প্রশংসায় পঞ্চমুখ অভিষেক
অভিনেতা হিসেবে তো প্রিয় ছিলেনই এ বার মা-ঐশ্বর্যার প্রশংসা শোনা গেল স্বয়ং অভিষেকের মুখে। রবিবার তিনি জানালেন, “ও সুপার মম। আরাধ্যার খেয়াল রাখায় ঐশ্বর্যার জুড়ি মেলা ভার।” তবে লাইট-ক্যামেরা-অ্যাকশনের এই দুনিয়া থেকে মেয়েকে শত যোজন দূরে রাখতে চান অভিষেক-ঐশ্বর্যা দু’জনেই। তাঁদের ইচ্ছে, ছেলেবেলাটা আর পাঁচটা বাচ্চার মতো মজা করেই কাটাক আরাধ্যা। “প্রথম যখন একটা ফিল্মি পত্রিকা পড়ি তখন আমার বয়স আঠারো। ওই সব পত্রিকা তো বাবা-মা বাড়িতে রাখতেই দিতেন না” মেয়ের প্রসঙ্গ ধরেই নিজের ছোটবেলার কথাও উঠে এসেছিল অভিষেক বচ্চনের মুখে। সংবাদমাধ্যমে আরাধ্যা নিয়ে তাই এত মাতামাতিও না-পসন্দ তাঁর। এ দিকে গুঞ্জন, বিজ্ঞাপন নির্মাতা প্রহ্লাদ কক্করের একটি ছবিতে না কি মিঁয়া-বিবি আবার এক সঙ্গে জুটি বাঁধছেন। এ নিয়ে প্রশ্ন করা হলে অভিষেক জানান, এ নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি তাঁরা।

যৌন হেনস্থা, ধৃত সম্পাদক
প্রাক্তন কর্মীর যৌন হেনস্থার অভিযোগে রবিবার চেন্নাইয়ের ক্যাপ্টেন টিভির সম্পাদককে গ্রেফতার করল পুলিশ। ধৃত সম্পাদকের নাম দীনেশ কুমার। অভিযোগকারী মহিলা চ্যানেলটির সাব-এডিটর ছিলেন। কিছু দিন আগে তাঁকে চ্যানেল থেকে বরখাস্ত করা হয়। চ্যানেল কর্তৃপক্ষ অবশ্য দীনেশের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের অভিযোগ, কিছু দিন আগে এক সাংবাদিকের উপর হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে খবর করেছিলেন দীনেশ। সেই জন্যই তাঁকে এ ভাবে হেনস্থা করা হচ্ছে। সম্প্রতি মহিলা কর্মীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার হয়েছেন তহেলকার প্রাক্তন সম্পাদক তরুণ তেজপাল।

হাইকোর্টে লতা
কোলাপুরে তাঁরই জমিতে তৈরি জয়প্রভা ফিল্ম স্টুডিওটিকে সম্প্রতি ঐতিহ্যবাহী ঘোষণা করেছিল মহারাষ্ট্র সরকার। এ বার তারই বিরুদ্ধে মুম্বই হাইকোর্টর দ্বারস্থ হলেন লতা মঙ্গেশকর। লতার এ হেন আবেদনে সাড়া দিয়ে মহারাষ্ট্র সরকারকে জবাব দিতে বলেছেন বিচারপতি অভয় ওকা। কোলাপুর পুরসভাকেও এ বিষয়ে নোটিস পাঠিয়েছে কোর্ট। লতার অভিযোগ, সরকার আদতে তাঁর জমিটির দখল করতে চায়। পুরসভা বা স্থানীয় প্রশাসন কেউই স্টুডিওটিকে ঐতিহ্যবাহী ঘোষণা করা নিয়ে তাঁকে আগাম সচেতন করেনি।

আটক আট
অপহরণ করে নিয়ে গিয়ে এক ছাত্রী এবং তাঁর পুরুষবন্ধুকে জোর করে যৌনাচার করতে বাধ্য করার অভিযোগে আট ব্যক্তিকে আটক করল ম্যাঙ্গালোর পুলিশ। শুধু তাই নয়, ২৫ লাখ টাকা না দিলে তাঁদের এই যৌনাচারের ভিডিও ইন্টারনেটে পোস্ট করার পাশাপাশি তাঁদের বাবা-মা এবং কলেজের অধ্যক্ষের কাছে পাঠিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। ভয় পেয়ে দুই বন্ধু তিন লাখ টাকা দিতে রাজি হয়। যদিও ভিডিওটিও ইতিমধ্যেই উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে দুই বন্ধু পার্টি থেকে ফেরার সময় এই ঘটনা ঘটে।

মন্ত্রীর আশ্বাস
দেবযানীকে নিয়ে তাড়াতাড়িই কোনও রফাসূত্র খুঁজে পাওয়া যাবে বলে জানালেন বিদেশমন্ত্রী সলমন খুরশিদ। ভারত-আমেরিকা দু’দেশই রাজনৈতিক-কূটনৈতিক ভাবে বিষয়টা মিটিয়ে ফেলার চেষ্টা করছে। দেবযানী খোবরাগাড়ে যাতে পূর্ণ কূটনৈতিক রক্ষাকবচ পান তাই রাষ্ট্রপুঞ্জের স্থায়ী কমিশনে তাঁকে বদলিও করেছে ভারত। তবে বর্তমান পদমর্যাদার সুবাদে আগের অভিযোগের ক্ষেত্রে বিশেষ কোনও সুবিধে পাবেন কি না, তা স্পষ্ট হয়নি আজও।

পুরনো খবর:
থামল স্পন্দন
চিকিৎসার জন্যই শিশুটিকে চেন্নাই নিয়ে যাওয়া হচ্ছিল বিমানে। কিন্তু কলকাতা থেকে বিমান ছাড়ার পরেই গুরুতর অসুস্থ হয়ে পড়ে স্পন্দন বড়ুয়া (৮)। কলকাতায় জরুরি অবতরণ করেও তাকে বাঁচানো যায়নি। বিমানবন্দর সূত্রের খবর, রবিবার বিকেলে স্পাইসজেটের বিমান ফিরে আসার পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্পন্দনকে। তত ক্ষণে মারা গিয়েছে সে। স্পন্দনের বাড়ি বাংলাদেশে। অনেক দিন ধরেই হৃৎপিণ্ডের সমস্যায় ভুগছিল।

গণধর্ষণ
বছর সতেরোর এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল জয়পুরে। পুলিশকে কিশোরীর মা জানিয়েছেন, গত ২৩ নভেম্বর ফুলচাঁদ মীনা নামে এক যুবক কিশোরীটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তার পর ফুলচাঁদ ও তার দুই বন্ধু দৌলতাবাদের একটি হোটেলে নিয়ে গিয়ে মেয়েটিকে ধর্ষণ করে।

ঝুলন্ত দেহ
প্রাক্তন টেস্ট ক্রিকেটার সলিল আঙ্কোলার প্রাক্তন স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। রবিবার রাত আটটা নাগাদ পুণের গীতা সোসাইটির ফ্ল্যাট থেকে পরিণীতার দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের অনুমান, পরিণীতা আত্মহত্যা করেছেন। একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে।

দুর্ঘটনায় মৃত ৯
খাদে গাড়ি উল্টে মৃত্যু হল ন’জনের। জখম ২। রবিবার জম্মুর ওয়ারওয়ান থেকে কিস্তওয়ার যাওয়ার পথে আফতি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.