হাসপাতালে নয়, বরং প্রতিরক্ষা মন্ত্রকের অফিস চত্বরে হামলা চালানোর কথা ছিল। কিন্তু এক জেহাদি সেই আদেশ মানেনি। আর সেই ভুল মেনে নিয়ে প্রথা ভেঙে ক্ষমা চাইলেন আল কায়দার ইয়েমেন শাখার মিলিটারি কম্যান্ডার কাশিম আল রিমি। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতেও রাজি আল কায়দা। গত ৫ ডিসেম্বর ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রকের অফিস সংলগ্ন একটি হাসপাতালে আল কায়দা হামলা চালিয়েছিল। এই ঘটনায় ৬৫ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে অধিকাংশই হাসপাতালের কর্মচারী আর চিকিৎসক। অনেক বিদেশি চিকিৎসকও ছিলেন হতাহতের মধ্যে। এঁরা মূলত ফিলিপিন্স, জার্মানি, ভিয়েতনাম এবং ভারত থেকে এসেছিলেন। |
কিছু ক্ষণের জন্য বান্ধবীর পাঁচ মাসের ছেলেকে দেখভালের দায়িত্ব পড়েছিল তাঁর উপর। টিভিতে আবার তখন চলছিল ফুটবল ম্যাচ। শিশুটি কান্নাকাটি করায় বিরক্ত হয়ে তাকে মেরেই ফেলল ২২ বছরের ট্রেভিয়াস মার্কিস ওয়াকার। আমেরিকার ওকলাহোমার ঘটনা। পুলিশ জানিয়েছে, ট্রেভিয়াস এতটাই জোরে শিশুটিকে ধরেছিল যে তার মাথায় প্রচণ্ড চোট লাগে। শিশুটিকে দু’ফুট উঁচু থেকে ফেলেও দিয়েছিল ওই যুবক। |
হিংসা অব্যাহত সিরিয়ায়। আর তাতে ফের মৃত্যু হল ছয় শিশু-সহ ১২ জনের। রবিবার মধ্য সিরিয়ার হোম প্রদেশের ওম আল-আম্দ শহরের ঘটনা। ব্রিটিশ মানবাধিকার সংক্রান্ত পর্যবেক্ষক দলের তরফে জানানো হয়েছে, একটি প্রাথমিক স্কুলের সামনে বিস্ফোরক বোঝাই ট্রাক নিয়ে ঢুকে পড়ে এক জঙ্গি। বিস্ফোরণে মৃত্যু হয় ১২ জনের। |
বড়দিনের ঠিক আগেই ঝড়ের কবলে মধ্য ও দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল। প্রবল বৃষ্টি আর হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। বিদ্যুতের খুঁটির উপর গাছ উপড়ে পড়ায় হাজার হাজার বাড়ি আলোহীন। ঝড়ের জেরে শনিবারেই মৃত্যু হয়েছে দু’জনের। আগামী কয়েক দিনে ঝড়ের দাপট বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। |
লাইনচ্যুত মালগাড়ি হুড়মুড়িয়ে ঢুকে পড়ল বস্তিতে। কেনিয়ার রাজধানী নাইরোবির ঘটনা। দেশের পরিবহণমন্ত্রী জোসেফ কামাউ জানিয়েছেন, এই দুর্ঘটনায় ছ’জন আহত হয়েছেন। দমকলকর্মীরা জানাচ্ছেন, ক্ষতিগ্রস্ত ঘরগুলি বেশির ভাগই খালি ছিল। তাই বড় ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে। |