ইয়েমেনে গাড়িবোমা, নিহত ২০
সংবাদ সংস্থা • সানা |
সন্দেহভাজন আল কায়দা জঙ্গিরা বৃহস্পতিবার দুপুরে হামলা চালাল ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রকের সদর দফতরে। সরকারি সূত্রে খবর, রাজধানী সানার কেন্দ্রস্থলে ঘনবসতির মধ্যে প্রথমে এলোপাথাড়ি গুলিবৃষ্টি ও তার পরে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন।
ক্ষমতা দখলের লক্ষ্যে বছর দেড়েক ধরেই ইয়েমেনে একের পর এক হামলা চালাচ্ছে আল কায়দার সদস্য দু’তিনটি জঙ্গি সংগঠন। সরকারের অন্য দফতরে এর আগে হামলা হলেও নিরাপত্তার বলয়ে মোড়া প্রতিরক্ষা মন্ত্রকের দফতরে এই প্রথম হানা দিল জঙ্গিরা। সেনাদের জংলা পোশাক পরা কয়েক জন জঙ্গি এ দিন দুপুরে একটি গাড়ি থেকে প্রতিরক্ষা দফতরের সামনে নামে। নিরাপত্তা রক্ষীরা তাদের চ্যালেঞ্জ জানানো মাত্র তারা রাইফেল থেকে গুলি চালাতে থাকে। রক্ষীরাও জবাব দেয়। এর মধ্যেই প্রচণ্ড গতিতে একটি গাড়ি একের পর এক নিরাপত্তা বলয় ভেঙে বাড়িটির সামনে এসে বিস্ফোরিত হয়। তাতে বাড়িটির সামনের দিকটি উড়ে যায়। রক্ষীদের ছিন্নভিন্ন দেহ চার দিকে ছড়িয়ে পড়ে। স্বাস্থ্য মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, জঙ্গিরা এর পরে পাশের একটি হাসপাতালে ঢুকে পড়ে। সেখানেপশ্চিমি দেশের এক ডাক্তার ও ফিলিপিন্সের নাগরিক এক নার্সকে তারা গুলি করে খুন করে। প্রতিরক্ষা মন্ত্রক সুত্রে দাবি করা হয়েছে, রক্ষীরা দ্রুত বন্দুকবাজদের নিকেশ করে হাসপাতাল ও আশপাশের এলাকা মুক্ত করে। প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদ্দি বিকেলে ঘটনাস্থলে আসেন। পরে হাসপাতালেও যান তিনি।
|
ঝলসেই মারা যান পল
সংবাদ সংস্থা • লস অ্যাঞ্জেলেস |
নিছক দুর্ঘটনা নয়, আগুনে ঝলসে মৃত্যু হয়েছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর অভিনেতা পল ওয়াকারের। প্রাথমিক ময়নাতদন্তের পর এমনটাই জানিয়েছে লস অ্যাঞ্জেলেসের ‘কাউন্টি মেডিক্যাল এক্সামিনার অফিস’। ময়নাতদন্তের রিপোর্ট বলছে, শনিবার গাড়ি দুর্ঘটনার পরেও বেঁচে ছিলেন পল। বিদ্যুতের খুঁটি ও গাছের গুড়িতে ধাক্কা দেওয়ার মিনিট খানেক পর আগুন লাগে পোর্শে গাড়িটিতে। তখন আতঙ্কে এমনিতেই দিশাহারা ওই অভিনেতা। তার উপর গাড়ির স্বয়ংক্রিয় ‘লকিং সিস্টেম’-ও বিকল হয়ে যায়। ফলে কাচ ভেঙে বেরিয়ে আসার সময়টুকুও হাতে ছিল না তাঁর। অগত্যা গাড়ির ভিতরই দগ্ধে দগ্ধে মারা যান তিনি। বৃহস্পতিবার দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া একটি সিসিটিভি ফুটেজও ময়নাতদন্তের তথ্যকেই সমর্থন করছে। ঘটনার দিন গাড়িটিতে পলের সঙ্গে ছিলেন তাঁর বন্ধু রজার রোডাস। ওই ঘটনায় দু’জনেরই দেহ এতটা বীভৎসভাবে পুড়ে যায়
যে তা শনাক্তকরণে রীতিমতো বেগ পেতে হয়েছিল ফরেন্সিক বিশেষজ্ঞদের।
|
১৫ হাজার বার ফোন পুলিশকে, ধৃত মহিলা
সংবাদ সংস্থা • টোকিও |
এক বার, দু’বার নয়। ছ’মাসে পনেরো হাজার বার পুলিশকে ফোন করেছিলেন এক মহিলা। তা-ও আবার কোনও কারণ ছাড়াই। বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করল পুলিশ। জাপানের সাকাই শহরের ঘটনা। পুলিশ জানিয়েছে, মে মাস থেকে পুলিশকে অকারণে ফোন করতে শুরু করেন বছর চুয়াল্লিশের ওই মহিলা। এক অফিসার জানাচ্ছেন, এক দিনে ৯২৭ বার জরুরি ফোন করে পুলিশকে বিব্রত করেছিলেন। অথচ বাড়িতে আসার পর পুলিশকে সে অর্থে কোনও সমস্যার কথাই বলেননি। এমনকী, কোনও মিথ্যা সমস্যার গল্পও ফাঁদেননি। পুলিশ অবশ্য গ্রেফতারির আগে বহু বার তাঁকে সচেতন করে। কিন্তু তাতেও কাজ না হওয়ায় গ্রেফতার করা হয় তাঁকে। পুলিশের ধারণা, একাকীত্ব থেকেই এ রকম করতেন ওই মহিলা। |