|
|
|
|
ঝড়ে বিধ্বস্ত ব্রিটেন, স্তব্ধ রেল ও বিমান
সংবাদ সংস্থা • লন্ডন
৫ ডিসেম্বর |
শীতের শুরুতেই বিপর্যয়।
প্রবল ঝড় আর বৃষ্টির জেরে বিধ্বস্ত ব্রিটেনের বিস্তীর্ণ এলাকা। জাভের ঝড় আজই আছড়ে পড়েছে স্কটল্যান্ড ও ইংল্যান্ডের উপকূলবর্তী এলাকায়। ঘণ্টায় ১১৪ মাইল বেগে বইছে ঝোড়ো হাওয়া। সুমেরু থেকে ঠান্ডা হাওয়ার দাপটে হু হু করে নামছে তাপমাত্রা। কোথাও কোথাও শুরু হয়েছে তুষারপাত। তার উপর দেশের বিভিন্ন এলাকায় বন্যা সতর্কতা জারি করেছে প্রশাসন। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন জানিয়েছেন, পরিস্থিতি খতিয়ে দেখতে আজই জরুরি বৈঠক করবেন পরিবেশ সচিব ওয়েন প্যাটেরসন। উদ্বিগ্ন প্রধানমন্ত্রী আজ সকালেই টুইট করেন, “পরিবেশ সচিবকে আমি কোবরা কমিটির সঙ্গে বৈঠকে বসতে বলেছি। দুর্গতদের সাহায্যে সব রকম ব্যবস্থা যাতে নেওয়া হয়, সে বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে।” জাভেরের গতিমুখ এখন উত্তর ইউরোপ। ইংল্যান্ডের আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার থেকে তাপমাত্রা আরও নামবে। |
|
বন্যার জলে ডুবেছে রাস্তা। বাসিন্দাদের উদ্ধারে তাই জলমগ্ন সড়কেই নৌকা
নামিয়েছেন
জরুরি পরিষেবা কর্মীরা। উত্তর ওয়েলসে। বৃহস্পতিবার। ছবি: রয়টার্স। |
যুদ্ধকালীন প্রস্তুতিতে ব্রিটেনের উপকূল এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। দক্ষিণ ল্যাঙ্কাশায়ার, গ্লাসগো, কেন্ট, স্যান্ডউইচের মতো এলাকার অবস্থা শোচনীয়। কোথাও বাড়ি ভেঙে পড়েছে। কোথাও গাড়ির উপর ভেঙে পড়েছে গাছ। কোথাও আবার বিস্তীর্ণ এলাকায় এক কোমর জল। পশ্চিম লোথিয়ানে লরি উল্টে মৃত্যু হয়েছে চালকের। ইতিমধ্যেই বিদ্যুৎহীন প্রায় দেড় লক্ষ বাড়ি। আরও অনেক এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হতে পারে বলে আগাম আভাস দিয়ে রেখেছে প্রশাসন।
জাভেরের জেরে ব্যাপক ভাবে ব্যাহত হচ্ছে ব্রিটেনের রেল ও বিমান পরিষেবা। বাতিল হয়েছে বহু উড়ান। স্কটল্যান্ডে রেল পরিষেবা পুরোপুরি স্তব্ধ। রেলের অফিসারেরা জানাচ্ছেন, হাওয়ার প্রবল গতির জন্য ট্রেন চালানো একেবারেই সম্ভব হচ্ছে না। আবওহাওয়ার উন্নতি না হলে রেল পরিষেবা চালু হওয়ার সম্ভাবনাও নেই। খুব প্রয়োজন ছাড়া বাসিন্দাদের গাড়ি নিয়ে বেরোতেও বারণ করেছে প্রশাসন। বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে লন্ডন শহরের জন্যও। বন্যার হাত থেকে শহরকে রক্ষার জন্য টেমস নদীর উপর যে বাঁধ তৈরি করা হয়েছিল, গত রাত থেকে তার গেট বন্ধ রাখা হয়েছে।
|
|
|
|
|
|