|
|
|
|
ওবামার আস্থা ব্ল্যাকবেরিতেই
সংবাদ সংস্থা • ওয়াশিংটন
৫ ডিসেম্বর |
প্রতিদ্বন্দ্বীদের থেকে পিছিয়ে পড়লেও ‘হেভিওয়েট’ গ্রাহকটিকে এখনও ধরে রাখতে পেরেছে ‘ব্ল্যাকবেরি’। গ্রাহকের নাম? বারাক ওবামা। বুধবার ওবামাই জানালেন, স্রেফ নিরাপত্তার খাতিরে আইফোন ব্যবহার করতে পারেন না তিনি। আর তাই খুশি থাকেন পেল্লায় সাইজের ব্ল্যাকবেরিটি নিয়েই। তবে দুই কন্যা, সাশা এবং মালিয়া যে প্রায়শই আইফোনে মজে থাকে, সে কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট।
তথ্য বলছে, ২০০৯-এ হোয়াইট হাউসে আসার পর থেকেই ব্ল্যাকবেরি সঙ্গী তার। কিন্তু ব্ল্যাকবেরি কেন? বুধবার হোয়াইট হাউসে একদল তরুণ-তরুণীর সামনে সেই রহস্যই ভাঙলেন ওবামা। বললেন, “নিরাপত্তার জন্যই আমার আইফোন ব্যবহারের অনুমতি নেই।” আসলে, ফোনের অভ্যন্তরীণ নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রথম থেকেই তাতে শক্তিশালী ‘সিকিউরিটি এনক্রিপশন’ রেখেছে ব্ল্যাকবেরি। তার উপর মার্কিন প্রেসিডেন্টের ব্যবহারের জন্য তাতে আরও কিছু পরিবর্তন আনা হয়েছে। এবং সে কারণে ব্ল্যাকবেরিই ওবামার আস্থাভাজন। যদিও ওবামার সঙ্গে এ নিয়েই মতানৈক্য হয়েছিল গোয়েন্দা বিভাগের। কার্যত তাঁদের মতের বিরুদ্ধে গিয়েই ব্ল্যাকবেরি ব্যবহার করতে থাকেন ওবামা।
ঘনিষ্ঠদের মতে, হোয়াইট হাউসের কর্তা হিসেবে সবসময় নিরাপত্তার বিশেষ ‘বুদবুদ’ ওবামার গায়ে সেঁটে থাকে। কানাঘুষো শোনা যায়, এই ‘বন্দিত্ব’ নিয়ে ঘনিষ্ঠ মহলে ক্ষোভও উগরেছেন তিনি। সেই বন্দিত্ব থেকেই তাঁকে মুক্তির স্বাদ দেয় ব্ল্যাকবেরি।
যেমন খুব কাছের কয়েক জন বন্ধুবান্ধুবের সঙ্গে ওই ছোট্ট যন্ত্রটি দিয়েই যোগাযোগ সারেন ওবামা। এমনকী, হাতে গোনা ক’জন আমলার সঙ্গে ই-মেল যোগাযোগ থাকে ব্ল্যাকবেরির মাধ্যমেই। তবে নিরাপত্তা বাহিনী সূত্রে দাবি, ফোন থেকে যে তথ্য আদানপ্রদান হয়, তার সুরক্ষাও সুনিশ্চিত করা রয়েছে। অতএব ব্ল্যাকবেরিতেও নজরদারি এড়াতে পারছেন না ওবামা। এত কড়াকড়ি কেন? সম্প্রতি মার্কিন নজরদারি সংস্থা এনএসএ-র আড়ি-পাতা কাণ্ড ফাঁস হয়ে যাওয়ার পর দেশপ্রধানের তথ্যের গোপনীয়তা সুনিশ্চিত করতে তৎপর হয়েছিলেন গোয়েন্দা-কর্তারা। তখনই ওবামার ব্ল্যাকবেরি ব্যবহারের উপর নিষেধাজ্ঞা চাপানোর চেষ্টা করেন তাঁরা। তা মানেননি ওবামা। এখনও প্রায়ই পেল্লায় ব্ল্যাকবেরিতে খুটুরখুটুর করতে দেখা যায় তাঁকে।
পড়তি বাজারেও এমন একনিষ্ঠ ‘ভক্ত’ পেয়ে ব্ল্যাকবেরি ফের ঘুরে দাঁড়ানোর আশায় বুক বাঁধতে পারে বই কী।
|
|
|
|
|
|