দু’দিন ব্যাপী বিবেক চেতনা উত্সব হয়ে গেল কালনা ১ ব্লকের সুলতানপুর তুলসীদাস বিদ্যামন্দিরে। শনিবার ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু। দিনভর গান, নাচ, আবৃত্তি-সহ নানা প্রতিযোগিতার আয়োজন ছিল। অনুষ্ঠানে ছিলেন কালনা ১ ব্লকের বিডিও সব্যসাচী রায়চৌধুরী, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল, জেলা পরিষদের সদস্য ছন্দা সিংহ রায়, শান্তি চাল, সুলতানপুর পঞ্চায়েতের প্রধান সুকুর আলি শেখ। সভাধিপতি জানান, জানুয়ারির গোড়ায় বৈদ্যপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠ স্কুলে শুরু হবে জেলা ছাত্র যুব উত্সব।
|
রবিবার বিকেলে কালনার ভারত সেবাশ্রম আশ্রমে হয়ে গেল সংস্কৃত সম্মেলন। আয়োজক ছিল সংস্কৃত ভারতীর কালনা শাখা। অনুষ্ঠানে পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত সংস্কৃতকে পাঠ্যক্রমের অর্ন্তভূত করার দাবি ওঠে। আয়োজক সংস্থার দক্ষিণবঙ্গ শাখার সম্পাদক পুরুষোত্তম ভট্টাচার্য বলেন, “সংস্কৃত ভাষার কদর রয়েছে সারা বিশ্বে। অথচ বাংলার সামাজিক অনুষ্ঠানগুলিতে সংস্কৃত শ্লোকের ব্যবহার ক্রমশই কমছে।” অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে একটি প্রর্দশনীরও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কালনার বিধায়ক বিশ্বজিত্ কুণ্ডু। |