পর্বতারোহণ নিয়ে একটি কর্মশালা হল দুর্গাপুরের রবীন্দ্রভবনে। রবিবার এই কর্মশালার আয়োজন করে দুর্গাপুর মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন। সংস্থার সম্পাদক সাগরময় চৌধুরী জানান, ১৯৭৩ সালে সংস্থাটি গড়ে ওঠে। এর পর থেকে দেশের নানা জায়গায় পর্বতারোহণ অভিযান পরিচালনা করে আসছেন তাঁরা। নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয় আগ্রহীদেরও। এ দিন দর্শকদের সামনে স্লাইড শো, ছবি ও ভিডিও-র মাধ্যমে পর্বতারোহণের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরা হয়। ছিলেন এভারেস্ট জয়ী পর্বতোরোহী দেবাশিস বিশ্বাস এবং পর্বতারোহী, লেখক রতনলাল বিশ্বাস।
|
এক লরি চালকের মৃতদেহ মিলল নিখোঁজ হওয়ার ৬ দিন পর। শনিবার রানিগঞ্জের আমরাসোতা সেতুর কাছে একটি ঘেরা জায়গা থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দীনেশ সিংহ (৩৫)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৫ ডিসেম্বর জামুড়িয়া থেকে চালক-সহ লোহা বোঝাই একটি লরি ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। ওই দিনই লরির মালিক জামুড়িয়া থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন। ১৭ তারিখ আসানসোলের কল্যাণপুরের কাছে লরিটি পাওয়া যায়। জামুড়িয়া পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।
|
বেপরোয়া মোটরবাইক চালানোর প্রতিবাদ করায় আরপিএফ জওয়ানের কাছে এক দম্পতির প্রহৃত হওয়ার অভিযোগ উঠেছে চিত্তরঞ্জন রেল শহরে। অভিযুক্ত পলাতক। শনিবারের ওই ঘটনায় আরপিএফের কম্যান্ডান্ট আরকে সিংহ জানান, অভিযুক্তের খোঁজ করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করা হবে।
|
দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগে একটি প্রতিবাদ মিছিল করল তৃণমূল। রবিবার কাঁকসার বামুনাড়ায় মিছিলটি বেরোয়। দলের জেলা শিল্পাঞ্চল সম্পাদক দেবদাস বক্সী অভিযোগ করেন, ১৪ ডিসেম্বর রাতে দুষ্কৃতীরা তাঁদের দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছিল। দোষীদের শাস্তির দাবি তোলা হয় মিছিলে।
|
তিন দিন ব্যাপী বরাকর উৎসব শেষ হল আজ, সোমবার। শনিবার শুরু হওয়া এই উৎসব এ বার ২২ বছরে পড়ল। শুধুমাত্র শিল্পাঞ্চল নয়, এই উৎসবকে ঘিরে আনন্দে মেতেছিল পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের মানুষও। এ বছর বরাকর উৎসবে ছিল নানা সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠান। |