খেলার টুকরো খবর

স্কুল অ্যাথলেটিক্সে পদক আনল বর্ধমান
রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে ৭টি সোনা, ৭টি রূপো ও ৪টি ব্রোঞ্জ পেল বর্ধমান। গতবারে তারা ৪টি সোনা ও ৪টি রূপো সহ মোট ১১টি পদক জিতেছিল। ১৯ থেকে ২১ ডিসেম্বরে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে এই প্রতিযোগিতা হয়। অনূর্ধ্ব ১৭ বালিকা বিভাগে লং জ্যাম্পে সোনা জেতে সোমা কর্মকার। একই বিভাগে শটপাটে সোনা পেয়েছেন স্মৃতি মণ্ডল। ৩০০০ মিটার দৌড়ে সোনা পেয়েছেন আশ্রিতা মণ্ডল। অনূর্ধ্ব ১৯ এর মেয়েদের বিভাগে লং জাম্প ও ৪০০ মিটার হার্ডলসে সোনা পেয়েছেন গৌরীরানি হাঁসদা। অনূর্ধ্ব ১৯ এর ছেলেদের বিভাগের ১০০ ও ২০০ মিটার দৌড়ে সোনা জিতেছেন সৌমদীপ সাহা। স্কুল আথলেটিক্সের জাতীয় স্তরের প্রতিযোগিতা হবে রাঁচিতে ৮ জানুয়ারি থেকে। রাজ্য স্কুল দলে ডাক পেয়েছেন বর্ধমানের সাত সোনাজয়ী।

ফুটবলে জয়ী বাঁকুড়া
বর্ধমান বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ফুটবলে চ্যাম্পিয়ন হল বাঁকুড়া ক্রিষ্টান কলেজ। ফাইনালে তারা টাইব্রেকারের মাধ্যমে ৪-২ গোলে হারিয়েছে দুর্গাপুর গর্ভরমেন্ট কলেজকে। ম্যাচের সেরা হয়েছেন ক্রিষ্টান কলেজের গোলকিপার ইন্দনীল লোহার। বিশ্ববিদ্যালয়ের যুগ্ম রেজিষ্ট্রার দেবীদাস মন্ডল ফুটবলারদের হাতে পুরষ্কার তুলে দেন। প্রতিযোগিতায় ৩৯টি কলেজ যোগ দিয়েছিল। বর্ধমান বিশ্ববিদ্যালয় আন্তঃছাত্রাবাস ফুটবলে খেতার জিতেছে অরবিন্দ। তারা ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলা হারিয়েছে রবীন্দ্রকে। এই প্রতিযোগিতায় উদ্যোক্তা ছিল বর্ধমান বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ।

রানার্স বান্ধব সমিতি
কালনা মহকুমা ফুটবল লিগে রানার্স হল সমুদ্রগড় বান্ধব সমিতি। শনিবার শহরের শ্যামগঞ্জ স্পোর্টিং ও বান্ধব সমিতির খেলা গোলশূন্য হয়। চার পয়েন্ট পেয়ে রানার্স হয় বান্ধব সমিতি। আগেই সুপার লিগের তিনটি খেলায় জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয়েছে দীপালি সঙ্ঘ। দিন সাতেক আগে গণ্ডগোলের জেরে বন্ধ হয়ে গিয়েছিল বান্ধব সমিতি ও শ্যামগঞ্জের খেলা। রবিবার একটি অনুষ্ঠানে দু’দলের হাতে পুরস্কার তুলে দেয় মহকুমা ক্রীড়া সংস্থা।

বিনোদিমাধবের জয়
জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৪ আন্তঃকোচিং ক্যাম্প ক্রিকেটে চ্যাম্পিয়ন হল বিনোদীমাধব সামন্ত কোচিং ক্লাব। ফাইনালে জগন্নাথ পালচৌধুরী স্মৃতি কোচিং কেন্দ্রকে ১০ উইকেটে হারায় তারা। প্রথমে ব্যাট করে জগন্নাথ ১৮.৫ ওভারে ৬৩ রান করে। জবাবে বিনোদীমাধব ১৪.৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয়ের রান তুলে নেয়। জয়ী দলের সুব্রত চক্রবর্তী ম্যাচ ও প্রতিযোগিতার সেরা হয়েছেন।

হারল নজরুল
রবীন স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতার রবিবারের একপেশে খেলায় জয়ী হয় সোহেল ক্লাব। তারা হিজলগড়া মাঠে দুর্গাপুর নজরুল একাদশকে ৭৮ রানে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে সোহেল নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান করে সোহেল ক্লাব। জবাবে দুর্গাপুরের ইনিংস ৯৫ রানে শেষ হয়ে যায়।

জিতল যাদবপুর
বিএউসি আয়োজিত ইস্কো চ্যালেঞ্জ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল যাদবপুর এফএ। তারা বার্নপুর ফুটবল স্টেডিয়ামে রবিবার আয়োজক সংস্থাকে ৫-১ গোলে হারায়। পুরস্কার বিতরণ করেন প্রাক্তন জাতীয় খেলোয়াড় সুরজিত সেনগুপ্ত এবং অশোক চন্দ।

ফাইনালে দুর্গাপুর
বীজনগর তালবাগান ফুটবল ক্লাব পরিচালিত ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠল দুর্গাপুরের পলাশডিহা আদিবাসী স্পোর্টিং। রবিবার তাঁরা সন্দীপ সোরেনের করা একমাত্র গোলে মুর্শিদাবাদের বাজারসৌ বিবাদি ক্লাবকে হারিয়ে দেয়।

হারল রেলওয়ে
সবুজ মেলা আয়োজিত ফুটবল প্রতিযোগিতার রবিবারের খেলায় জয়ী হয় ভবানীপুর ক্লাব। তারা শ্রীলতা মাঠে রেলওয়ে এফসিকে একপেশে খেলায় ৩-০ গোলে হারায়।

চ্যাম্পিয়ন সিএলডব্লু
মিহির দে স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সিএলডব্লু। তারা শ্রীলতা মাঠে বর্ধমান সাইকে ১-০ গোলে হারিয়ে দেয়।

দুর্গাপুর আদিবাসী জনকল্যাণ সমিতির উদ্যোগে সাঁওতালী ভাষা স্বীকৃতি দিবস
উপলক্ষে মহিলা ফুটবল ম্যাচের মুহূর্ত। রবিবার বিকালে তোলা নিজস্ব চিত্র।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.