নেপাল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার সময় এক ব্যক্তিকে আটক করে নেপালেই ফেরত পাঠানো হল। শনিবার সকালে ঘটনাটি ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির কাছে পানিট্যাঙ্কি সীমান্তে। ওই ব্যক্তিকে নেপাল পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতে প্রবেশের উপর নিষেধাজ্ঞামূলক ‘লুক আউট’ নোটিশ জারি করা রয়েছে। জানা গিয়েছে ওই ব্যক্তির নাম স্কট ড্যানিয়েল। সে আমেরিকার মিনেসোতা এলাকার বাসিন্দা।
দার্জিলিং জেলার পুলিশ সুপার কুণাল অগ্রবাল বলে, “এ দিন বিকেলে ওই ব্যক্তি পানিট্যাঙ্কি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল। সে সময় আন্তজার্তিক অভিবাসন দফতরের চোখে পড়ে বিষয়টি। তাঁরাই পুলিশের নজরে আসেন ব্যাপারটি।” ওই ব্যক্তির কাছে একটি আমেরিকার পাসপোর্ট থাকলেও কোনও ভিসা ছিলনা। তবে ভারতীয় বংশোদ্ভুত হওয়ার পিআইও কার্ড ছিল। যার দৌলতে কোনও ব্যক্তি ভিসা ছাড়াই দুমাস ভারতে থাকতে পারে বলে পুলিশ সুপার জানান। ধৃত ব্যক্তি অসমের ডিমাপুরের ইলিনা টার্নার বলে এক মহিলাকে বিয়ে করেছেন বলে ওই ব্যক্তি পুলিশকে জানিয়েছে। জানা গিয়েছে ভারতীয় কাউকে বিয়ে করলে বা বাবা-মা কিংবা দাদু-ঠাকুরদাদের কেউ ভারতে জন্মে থাকলে পিআইও কার্ড পাওয়া যেতে পারে। পুলিশ সুপার আরও বলেন, “তাঁকে আটক করার পর লুক আউট নোটচিশে তার নাম দেখার পর স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হয়। কলকাতার বিদেশি নিথিভূক্তকরণ অফিস থেকে কাটমান্টুতে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সেই অনুযায়ী তাকে নেপাল পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।” |