টুকরো খবর |
পুরসভার জল প্রকল্প উদ্বোধন রায়গঞ্জে
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
রায়গঞ্জ পুরসভার উদ্যোগে পানীয় জল বিপণন প্রকল্পের উদ্বোধন হল শনিবার। এ দিন বিকেলে পুরভবনে ওই প্রকল্পের উদ্বোধন করেন পুরসভার চেয়ারম্যান তথা রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত। এ ছাড়াও অনুষ্ঠানে হাজির ছিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান রণজকুমার দাস, বিরোধী দলনেতা তৃণমূল কংগ্রেসের প্রিয়তোষ মুখোপাধ্যায়, উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা পুরসভার কাউন্সিলর পবিত্র চন্দ, সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য দিলীপনারায়ণ ঘোষ সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং শহরের বিশিষ্টজনেরা। পুরসভা সূত্রের খবর, মোহিতবাবুর বিধায়ক তহবিল এবং পুরসভার নিজস্ব তহবিল মিলিয়ে প্রায় ৭৭ লক্ষ টাকা বরাদ্দে পানীয় জল প্রকল্পটি চালু করা হয়েছে। ওই প্রকল্পে স্বয়ংক্রিয় গভীর পাম্পের সাহায্যে পুরসভার ২০ জন কর্মী ভূগর্ভস্থ জল তুলে আধুনিক মেশিনের সাহায্যে প্রথমে পরিশোধন করা হবে। পরে যন্ত্রের সাহায্যে ওই জলে মিনারেল মিশিয়ে তা ৫০০ মিলিগ্রাম, এক লিটার, দু’লিটার ও ২০ লিটারের বোতল এবং ড্রামে ভরে সিল করা হবে। ওই প্রকল্পে প্রতি ঘণ্টায় চার হাজার লিটার পানীয় জল বোতলে ভরার ব্যবস্থা থাকবে। পুরসভার তরফে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাছ থেকে আইএসআই লাইসেন্স, ভূগর্ভস্থ জল তোলার অনুমতি, দূষণ নিয়ন্ত্রণের ছাড়পত্র ও ব্যবসায়ীক অনুমতি নেওয়া হয়েছে। ভাইস চেয়ারম্যান রণজবাবু জানান, আপাতত উত্তরবঙ্গের ছয় জেলার ডিলারের মাধ্যমে বাসিন্দাদের মধ্যে লিটারপ্রতি ১০ টাকার কিছু বেশি খরচে পানীয় জল বিক্রি করা হবে। পরবর্তীতে আরও কম খরচে বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল সরবরাহের উদ্যোগ নেওয়া হবে। মোহিতবাবু বলেন, “উত্তরবঙ্গের বাসিন্দাদের কম খরচে পানীয় জল সরবরাহের পাশাপাশি পুরসভার আয় বাড়াতে এই উদ্যোগ। ভবিষ্যতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও ডিলার নিয়োগ করার পরিকল্পনা রয়েছে।”
|
জমি দখল নিয়ে মারধর দিনহাটায়
নিজস্ব সংবাদদাতা • দিনহাটা |
জমি দখলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের এক গ্রাম পঞ্চায়েত প্রধানকে মারধরের ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে শনিবার বিকালে দিনহাটার কাড়িশালে ওই ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, জখম ওই গ্রাম পঞ্চায়েত প্রধানের নাম রবিউল ইসলাম। তিনি পুঁটিমারি ১ গ্রাম পঞ্চায়েতের দায়িত্বে রয়েছেন। তাঁর সঙ্গী আরও দুইজনও জখম হয়েছেন বলে অভিযোগ। সকলেই দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিসাধীন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাড়িশাল এলাকায় দাবিদারহীন প্রায় ২ বিঘা জমি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এ দিন একদল যুবক ওই জমিতে বাঁশের খুঁটি পুঁতে দখল নিতে গিয়েছেন খবর পেয়ে এলাকার প্রধান রবিউল আলম ও তার কয়েকজন সঙ্গী সেখানে গিয়েছিলেন। দুই পক্ষের বচসা থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সে সময়েই প্রধান ও তার সঙ্গীদের উপর হামলা চালান হয় বলে অভিযোগ। পুঁটিমারি ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান রবিউল আলম বলেন, “ওই জমির মালিক বাংলাদেশে ফিরে গিয়েছেন বলে শুনেছি। বহিরাগত কিছু ছেলে বাঁশ পুঁতে জমির দখল নিতে গেলে প্রতিবাদ করায় আমাকে বাঁশ দিয়ে পেটান হয়েছে। মাথায় ও পায়ে আঘাত পেয়েছি।” জমি দখলের অভিযোগ যাদের বিরুদ্ধে তারা কোন দলের সমর্থক কিনা জানতে চাওয়া হলে প্রধান অবশ্য বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, “অনেকেই ছিলেন, কে কোন দলের তা বলা মুশকিল।” তৃণমূলেরই একটি সূত্রে অবশ্য দাবি করা হয়েছে, অভিযুক্ত ওই যুবকেরাও এলাকায় তৃণমূলের সমর্থক বলে পরিচিত। দিনহাটার তৃণমূল কংগ্রেস নেতা অসীম নন্দী অবশ্য কোনও গোষ্ঠী বিবাদের অভিযোগ মানতে চাননি। অসীমবাবুর কথায়, “কারা প্রধানের ওপর হামলা চালিয়েছেন তা খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।” জেলার পুলিশ সুপার অনুপ জয়সওয়াল বলেন, “গোলমালের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লিখিত অভিযোগ পেলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
|
খুনের নালিশ, কবর থেকে দেহ তুলল পুলিশ
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
মায়ের অভিযোগের ভিত্তিতে কবর থেকে শিশুকন্যার দেহ তুলে ময়নাতদন্তে পাঠাল পুলিশ। গ্রেফতার করা হয়েছে ওই শিশুর বাবাকে। শনিবার এই ঘটনা ঘটে জলপাইগুড়ির বাংলাদেশ সীমান্তবর্তী বড় কামাত এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৫ ডিসেম্বর রাতে ওই এলাকার বাসিন্দা হৃদয় রায় এবং বীণাদেবীর এক মাস ৮ দিন বয়সের এক শিশুকন্যার মৃত্যু হয়। এলাকার একটি শ্মশানে দেহ কবরও দেওয়া হয়। এক সপ্তাহ পরে, শুক্রবার রাতে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করে বীণাদেবী জানান, শ্বশুর, শাশুড়ি এবং তাঁর স্বামী হৃদয় রায় চক্রান্ত করেই ওই শিশুকন্যাকে খুন করেছে। তাঁর আরও অভিযোগ, কন্যা সন্তান জন্মানোর কারণেই তাকে খুন করা হয়ে থাকতে পারে। এই অভিযোগের পরে শনিবার দুপুরে কবর থেকে দেহ তুলে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই শিশুকন্যাই দম্পতির প্রথম সন্তান। শনিবার রাতে পেশায় চাষি হৃদয় রায়কে গ্রেফতার করে পুলিশ।
|
অবনীর ক্ষোভ
নিজস্ব সংবাদাদাতা • আলিপুরদুয়ার |
চা শ্রমিকদের সঙ্কট নিয়ে কেন্দ্র এবং রাজ্য, উভয় সরকারকেই বিধলেন আরএসপির সর্বভারতীয় সম্পাদক অবনী রায়। এমনকী বাম আমলেও ডুয়ার্সের বিভিন্ন বন্ধ চা বাগানে অপুষ্টি অর্ধাহারের মৃত্যুর অভিযোগ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর কথায়, “কোনও সরকারই শ্রমিকদের নিয়ে সে ভাবে চিন্তা ভাবনা করেনি। আন্দোলন গড়ে তোলা ছাড়া অন্য কোনও উপায় নেই।” এ দিন আরএসপি প্রভাবিত ডুয়ার্স চা বাগান ওয়ার্কাস ইউনিয়নের ৩২ তম কেন্দ্রীয় সম্মেলনে যোগ দিতে ডুয়ার্সে এসেছিসেন তিনি। ডুয়ার্সের হাসিমারার সুভাষিনী চা বাগানে শনিবার সম্মেলন শুরু হয়েছে। আজ রবিবারও সম্মেলন চলবে। এ দিন অনুষ্ঠানের সূচনা করেন আরএসপির শ্রমিক সংগঠন ইউটিইউসির রাজ্য সম্পাদক অশোক ঘোষ। উপস্থিত ছিলেন সর্বভারতীয় সম্পাদক অবনী রায়। আলিপুরদুয়ারের সাংসদ মনোহর তীরকে, নির্মল দাস, রামকুমার লামা-সহ অন্য নেতারাও উপস্থিত ছিলেন।
|
সাইকেল বিলি করলেন দীপা
নিজস্ব সংবাদাদাতা • ইসলামপুর |
সংসদের এলাকা উন্নয়ন তহবিলের বরাদ্দ অর্থে ১৫৯ জন ছাত্রীকে সাইকেল বিলি করলেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রের নগর উন্নয়ন প্রতিমন্ত্রী দীপা দাশমুন্সী। শনিবার বিকেলে গোয়ালপোখর থানর নন্দঝাড় আদিবাসী তফশিলি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীদের সাইকেল দেওয়া হয়। দীপাদেবী বলেন, “গ্রামের একাংশ ছাত্রীর মাঝপথে পড়া ছাড়ার প্রবণতা থাকে। মেয়েদের মধ্যে পড়াশুনার প্রতি আগ্রহ বাড়াতে ও তাদের স্কুলে আসতে যাতে সমস্যায় না পড়তে হয় সে কারণে সাইকেল দেওয়া হয়েছে।” তিনি জানান, আগামী ২৩ ডিসেম্বর এলাকার আরও দুটি মেয়েদের স্কুলে সাইকেল বিলি করবেন।
|
চা বাগান থেকে উদ্ধার নিখোঁজ বধূর মৃতদেহ
নিজস্ব সংবাদাদাতা • মালবাজার |
আদিবাসী গৃহবধূর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। শনিবার মালবাজার থানার ডামডিম চা বাগান থেকে দেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে নিহতের নাম বাসন্তী ঝোরা (৪১)। গত শুক্রবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে পুলিশ জানিয়েছে। ডামডিম চা বাগানের তক্তি লাইনের বাসিন্দা ওই বধূর দেহ বাড়ির থেকে মাত্র ৫০মিটার দূরে এ দিন পাওয়া গিয়েছে। মুখে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। মালবাজারের মহকুমা পুলিশ আধিকারিক অরিন্দম সরকার জানিয়েছেন, অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।
|
জমি বিবাদে জখম পাঁচ
নিজস্ব সংবাদাদাতা • চাঁচল |
খাস জমির দখলকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর বিবাদের জেরে জখম হয়েছেন দু’পক্ষের অম্তত ৫ জন। ফুলহার নদীর ওপারে মালদহের হরিশ্চন্দ্রপুরের দক্ষিন ভাকুরিয়া এলাকায় শনিবার দুপুরে ঘটনাটি ঘটে। আহতদের মশালদহবাজারে হরিশ্চন্দ্রপুর-২ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। বিকালে তাঁদের মধ্যে তিন জনকে মালদহ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় চরের একটি খাসজমির দখল নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে বচসা বাধে।
|
প্রাক বড়দিন উৎসব
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
প্রাক বড়দিন উৎসব পালিত হল কোচবিহারে। শনিবার কোচবিহারের এনইএলসি দৃষ্টিহীন বিদ্যালয়ের হলঘরে ওই অনুষ্ঠান হয়। উদ্যোক্তারা জানান, নৃত্য, সংগীত সহ বিভিন্ন অনুষ্ঠানে জমজমাট ছিল ওই উৎসব। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে রাজ্যের পরিষদীয় সচিব রবীন্দ্রনাথ ঘোষ উপস্থিত ছিলেন। |
|