চাষিদের বীজ বিলি
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
পূর্ব ভারতের সবুজ বিপ্লব প্রকল্পে কৃষকদের মধ্যে বোরো ধানের বীজ বিলি করল কৃষি দফতর। শুক্রবার জিরানপুর পলাশতলির এক অনুষ্ঠানে ওই বীজ তুলে দেওয়া হয় কৃষকদের হাতে। উপস্থিত ছিলেন পূর্ত দফতরের পরিষদীয় সচিব নাটাবাড়ির তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ, কোচবিহার জেলার সহ কৃষি অধিকর্তা বলরাম দাস। তাঁরা জানান, ২০০ কৃষককে ১০০ হেক্টর জমির বীজ দেওয়া হয়। |
আন্দোলনে মঞ্চ
নিজস্ব সংবাদদাতা • দিনহাটা |
অসামরিক প্রতিরক্ষা দফতরে মহকুমা অফিস চালু রাখার দাবিতে আন্দোলন শুরু নাগরিক উন্নয়ন মঞ্চ। শুক্রবার মঞ্চের আহ্বায়ক জয়গোপাল ভৌমিক জানান, এক জন কর্মী দিয়ে দফতর চলছে। তিনি এ মাসে অবসর নেবেন। |