গঙ্গারামপুরের কালদিঘি অতিথি নিবাস তৈরিতে অনিয়মের অভিযোগ দায়ের হল এক স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে। অভিযুক্ত স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তারা প্রাক্তন সিপিএমের মন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচিত। শুক্রবার তৃণমুল পরিচালিত দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি ললিতা টিগ্গা স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক সহ সকল সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেন। জেলা পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “গঙ্গারামপুর কর্মোদ্যোগ সংস্থার কর্মকর্তাদের নামে লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে।”
অভিযুক্ত স্বেচ্ছাসেবী সংস্থা প্রাক্তন সিপিএম মন্ত্রী নারায়ণ বিশ্বাসের ঘনিষ্ঠ বলে দাবি করেছে তৃণমূলের নেতারা। জেলা পরিষদের তৃণমূলের দলনেতা তথা পূর্ত কর্মাধ্যক্ষ শুভাশিস পালের অভিযোগ,“প্রাক্তন প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রী নারায়ণ বিশ্বাসের দফতর থেকে ৪৫ লক্ষ টাকা জেলা পরিষদের মাধ্যমে ওই সংস্থাকে দেওয়া হয়েছিল। কিন্তু তার খরচের হিসেব জমা দেয়নি।” যদিও প্রাক্তন মন্ত্রী নারায়ণ বিশ্বাস বলেন, “প্রতিহিংসাপরায়ণ হয়ে এখন এ সব হচ্ছে। ওই স্বেচ্ছাসেবী সংস্থা তো জেলা পরিষদ থেকে ডাকাতি করে টাকা আনেনি। তৎকালীন জেলা পরিষদের আধিকারিকরা সব দেখেই তো টাকা মঞ্জুর করেছেন। নিরপেক্ষ তদন্ত হলে সব পরিষ্কার হয়ে যাবে।”
গঙ্গারামপুর ব্লক কর্মোদ্যোগ সমিতি সম্পাদক আব্দুল আজিজ বলেন, “জেলা পরিষদের কাছে নিজেদের কেনা ওই ২০ শতক জমিতে অতিথি নিবাস তৈরির আর্জি জানিয়ে, আর্থিক সহায়তা চাওয়া হয়। দুঃস্থ অনাথদের একটি আশ্রম চালানোর জন্য অতিথি আবাস তৈরি করে ভাড়া বাবদ টাকা সংগ্রহ করা হয়। জেলা পরিষদ নথিপত্র দেখেই ২০০৬-এ ১৫ লক্ষ ৯১ হাজার টাকা মঞ্জুর করেন। পরে জেলা পরিষদ টাকা দিয়েছিল কি না জানা নেই।” |