রায়গঞ্জের দেবীনগর এলাকায় ব্যবসায়ী খুনের ঘটনার তদন্তে নেমে ধন্দে পড়ে গিয়েছে পুলিশ। কী কারণে দুষ্কৃতীরা ওই ব্যবসায়ীকে খুন করল তা পুলিশের কাছে এখনও স্পষ্ট নয়। নিহতের স্ত্রীও পুলিশকে সুনির্দিষ্ট কোনও তথ্য দিতে পারেননি। দুষ্কৃতীর গ্রেফতার, পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ এবং নিরাপত্তার দাবিতে কাল, রবিবার রায়গঞ্জের দেবীনগর থেকে কসবা পর্যন্ত ২৪ ঘন্টার ব্যবসা বন্ধের ডাক দিয়েছে পশ্চিম দিনাজপুর চেম্বার অব কমার্স। পশ্চিম দিনাজপুর চেম্বার অব কমার্সের সম্পাদক শঙ্কর কুন্ডু বলেছেন, “গত বুধবার রায়গঞ্জের মোহনবাটি বাজারে এক ব্যবসায়ীর উপরে হামলার ঘটনা ঘটল।
বৃহস্পতিবার শহরের আর এক ব্যবসায়ীকে খুন হলেন। পুলিশের নিষ্ক্রিয়তায় এখনও দুষ্কৃতীরা অধরা। নিরাপত্তার দাবিতে আমরা রবিবার ব্যবসা বন্ধের ডাক দিয়েছি।”
শুক্রবার রায়গঞ্জের জেলা সদর হাসপাতালে ওই ব্যবসায়ীর মৃতদেহের ময়না তদন্ত হয়েছে। জেলা পুলিশ সুপার অখিলেশ চতুর্বেদী বলেন, “ঠিক কী কারণে খুন তা এখনও স্পষ্ট নয়। ওই ব্যবসায়ীর স্ত্রী দুষ্কৃতীদের চিনতে পারেননি। পুরানো শত্রুতার জেরে ওই ব্যবসায়ীকে খুন করা হতে পারে। তদন্ত চলছে।” স্থানীয় কাউন্সিলর তথা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পবিত্র চন্দের সন্দেহ, “তোলাবাজির প্রতিবাদ করার কারণে ওই ব্যবসায়ীকে খুন করা হতে পারেন। দেবীনগরের বেশ কিছু এলাকায় দীর্ঘ দিন দুষ্কৃতীরা তোলাবাজি করছে। একাধিক বার পুলিশকে জানিয়েও লাভ হয়নি। বিষয়টি পুলিশের খতিয়ে দেখা দরকার।”
পুলিশ জানিয়েছে, স্থানীয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত কর্মী তপন রাহা (৬২) নামে ওই ব্যবসায়ী বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা নাগাদ দোকান বন্ধ করার পর বাড়িতে আসেন। বাড়ির ঠিক সামনেই তাঁর স্টেশনারি ও ফাস্ট ফুডের দোকান রয়েছে। সেই সময়ে এক দুষ্কৃতী আচমকা বাড়িতে ঢুকে পড়ে তপনবাবুর বুকে, পেটে, পিঠে এবং গলায় ছুরি দিয়ে এলোপাথারি ভাবে কোপাতে শুরু করে বলে অভিযোগ। বাঁধা দিতে গেলে তাঁর স্ত্রী মঞ্জুদেবীও ধারালো অস্ত্রের আঘাতে জখম হন। মঞ্জুদেবীর চিৎকারে বেগতিক বুঝে বাড়ির পিছনে পাঁচিল টপকে ওই দুষ্কৃতী পালিয়ে যায় বলে অভিযোগ। বাসিন্দার তপনবাবুকে একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মঞ্জুদেবী আপাতত রায়গঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
তপনবাবু ও মঞ্জুদেবীর একমাত্র ছেলে মানসিক ও শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তিনিও পুলিশকে কিছু জানাতে পারেননি। তপনবাবুর পৈতৃক বাড়ি আলিপুরদুয়ারে। তাঁর আত্মীয়স্বজনেরা সেখানেই থাকেন। এ দিন মঞ্জুদেবী বলেন, “স্বামীর সঙ্গে কারও শত্রুতা ছিল বলে শুনিনি। উনি অন্যায় দেখলে চুপ করে থাকতেন না। আলো কম থাকায় দুষ্কৃতীকে চিনতে পারিনি।”
দুর্ঘটনায় মৃত্যু। ট্রাকের ধাক্কায় এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে তুফানগঞ্জ থানার রামহরি চৌপথী এলাকায় ওই ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, মৃতের নাম মন্টু দাস (৪৫)। |