স্বামী খুন, গ্রেফতার স্ত্রী
নিজস্ব সংবাদদাতা • হিড়বাঁধ |
শ্বাসরোধ করে স্বামীকে খুনের অভিযোগ উঠল স্ত্রী-র বিরুদ্ধে। হিড়বাঁধ থানার মলিয়ান গ্রামের ঘটনা। মৃতের নাম কালীপদ দাস মহন্ত (৪০)। বৃহস্পতিবার রাতে বাড়ি থেকেই মৃত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়। তাঁকে খুন করা হয়েছে বলে দাদা আনন্দ দাস মহন্ত ভ্রাতৃবধূ সন্ধ্যা দাস মহন্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। রাতেই পুলিশ তাঁকে গ্রেফতার করে। খাতড়ার এসডিপিও কল্যাণ সিংহ রায় বলেন, “মৃতের গলায় কালশিটের দাগ ছিল।” এলাকায় নাম সংকীর্তন করে সংসার চালাতেন ওই মহন্ত দম্পতি। তাঁদের দশ বছরের এক মেয়ে ও আট বছরের এক ছেলে রয়েছে। মৃতের দাদা আনন্দ দাস মহন্তের কথায়, “প্রায় দিনই সাংসারিক নানা কারণে ভাইয়ের সঙ্গে ভ্রাতৃবধূর ঝগড়া হত। বৃহস্পতিবার দুপুরেও ওদের দু’জনের মধ্যে অশান্তি হয়। সন্ধ্যায় ঘরের ভিতরে ভাইকে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়।” তাঁর অভিযোগ, বৃহস্পতিবার দুপুরেই ভাইয়ের গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করেছে ওর স্ত্রী। সন্ধ্যাদেবীর দাবি, তাঁর স্বামী ঘরের কড়িকাঠ থেকে গলায় গামছার ফাঁস দিয়ে ঝুলে পড়েছিলেন। তিনি বঁটি দিয়ে গামছা কেটে দেহটি নামান। খাতড়া আদালত এ দিন ধৃতকে ১৪ দিন জেলহাজতে রাখার নির্দেশ দেয়।
|
অবৈধ ভাবে মদ বিক্রি রখতে অভিযান
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর |
অবৈধ ভাবে মদ বিক্রির অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে আবগারি দফতর। উদ্ধার করা হয়েছে প্রচুর মদ। বীরভূমে বিষমদ কাণ্ডে মৃত্যুক জেরে পুরুলিয়া জেলায় অবৈধ মদ বিক্রি রুখতে নড়েচড়ে বসেছে প্রশাসন ও আবগারি দফতর। বৃহস্পতিবার আবগারি দফতরের সঙ্গে রঘুনাথপুর ১ ব্লক এলাকার আড়রা, বেড়ো, গদিবেড়ো, বেলডাঙ্গা, রতনপুর গ্রামে অবৈধ মদের দোকানগুলিতে অভিযান চালান রঘুনাথপুরের মহকুমাশাসক সুরেন্দ্র কুমার মীনা। সেখান থেকে দু’জনকে ধরা হয়। রঘুনাথপুর আদালত তাদের ১৪ দিন জেলহাজতে রাখার নির্দেশ দেয়। আবগারি দফতর অভিযান চালায় বরাবাজার এলাকায়। সেখানেও একজনকে গ্রেফতার করা হয়। অভিযানে প্রায় ৮৬ লিটার অবৈধ মদ আটক করা হয়েছে।
|
আলোচনাসভা
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
পারিবারিক নির্যাতনের বিরুদ্ধে নারীদের সুরক্ষা আইন, ২০০৫ শীর্ষক একটি আলোচনাচক্র হল পুরুলিয়ায়। সম্প্রতি ওই সভার আয়োজন করেছিল জেলা পরিষদের নারী, শিশু ও ত্রাণ স্থায়ী সমিতি। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সুরক্ষা আধিকারিক সুমা ঘোষ, জেলা পরিষদের নারী, শিশু ও ত্রাণ কর্মাধ্যক্ষ নিয়তি মাহাতো প্রমুখ। নিয়তিদেবী বলেন, “এই আইনের সুফল যাতে প্রত্যন্ত অঞ্চলের মেয়েরা পেতে পারেন, সে জন্য আগামী দিনে পুরুলিয়া জেলার প্রতি ব্লকে আমরা এই ধরনের আলোচনাসভা করব।” |