স্ত্রীকে খুনের দায়ে যাবজ্জীবন
নিজস্ব সংবাদদাতা • ডায়মন্ড হারবার |
স্ত্রীকে খুনের দায়ে যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিলেন বিচারক। শুক্রবার ডায়মন্ড হারবার আদালতের ফাস্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারক বিভাস চট্টোপাধ্যায় রায়দিঘির বাসিন্দা বছর পঁয়ত্রিশের উত্তম কয়ালকে ওই সাজা শোনান। পুলিশ সূত্রের খবর, ২০০৬ সালের ৪ মার্চ রায়দিঘির দক্ষিণ কঙ্কনদিঘি গ্রামের বাসিন্দা উত্তমের স্ত্রী করুণা কয়াল নিখোঁজ হন। দু’দিন পরে একটি পুকুরে তাঁর দেহ মেলে। করুণার বাবা গুণধর গায়েন পুলিশের কাছে লিখিত অভিযোগে জানান, বাড়তি পণ না পাওয়ায় তাঁর মেয়েকে শ্বসরোধ করে খুন করার পরে দেহটি পানাপুকুরে ডুবিয়ে দেয় উত্তম। পুলিশ উত্তমকে ধরে। ২০০৮ সালের ২২ ডিসেম্বর ডায়মন্ড হারবার আদালতের তৎকালীন ফাস্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারক উত্তম বেকসুর খালাস দেন। কিন্তু পরের বছর জানুয়ারিতে গুণধরবাবু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। ২০১১ সালের ১৪ সেপ্টেম্বর হাইকোর্ট মামলাটি পুনর্বিচারের জন্য ডায়মন্ড হারবার আদালতে নির্দেশ পাঠায়। |
উত্তরে কাল শুরু সুন্দরবন কাপ
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
উত্তর ২৪ পরগনায় সুন্দরবন কাপ শুরু হতে চলেছে আগামী ২২ ডিসেম্বর, রবিবার। ওই দিন হাসনাবাদ স্পোর্টিং অ্যাসোসিয়েশনের মাঠে উপস্থিত থাকার কথা রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী মদন মিত্র, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা-সহ বিশিষ্টদের। ২০১২ সালে সুন্দরবন কাপে জিতেছিল উত্তর ২৪ পরগনার সন্দেশখালির মহিলাদের ফুটবল দল। হাসনাবাদের পুরুষদের ফুটবল দলও জয়ী হয়।
|
গাড়ি উল্টে পলাতক বন্দি
নিজস্ব সংবাদদাতা • উস্তি |
প্রিজন ভ্যান উল্টে পালাল তিন বন্দি। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় কাকদ্বীপ আদালত থেকে ৪ বন্দিকে নিয়ে আলিপুর সেন্ট্রাল জেলে ফিরছিল পুলিশ। উস্তির আধারমনি মোড়ের কাছে উল্টে যায় ভ্যানটি। দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশ সুপার প্রবীন ত্রিপাঠী জানান, ইব্রাহিম শেখ, রুহুল আমিন এবং সওকত গাজি নামে তিন বন্দি পলাতক। এক জন জখম হয়েছেন। গাড়ির চালক ও কয়েক জন পুলিশ কর্মীও চোট পেয়েছেন। তাঁদের ভর্তি করা হয় ডায়মন্ড হারবার হাসপাতালে।
|
ঘরে আটকে রেখে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল মামাতো দাদার বিরুদ্ধে। রবিবার উত্তর ২৪ পরগনার বড়বাঁকড়া গ্রামের ঘটনা। অভিযোগ, ওই ছাত্রীকে পরে নিজের বাড়িতে নিয়ে যায় রেজাউল সর্দার নামে ওই যুবক। সেখানে ঘর বন্ধ করে মেয়েটিকে কীটনাশক খাইয়ে, গায়ে কেরোসিন ঢেলে দেয় রেজাউলেরমা মমতাজমিরা। বুধবার থানায় অভিযোগ করেন কিশোরীর বাবা-মা। অভিযুক্তরা পলাতক। |