মাঝপথে থমকে থাকার পর ফের শুরু হল কান্দি অডিটোরিয়াম তৈরির কাজ। জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলা পরিষদের উদ্যোগে কান্দি পুরসভা সংলগ্ন এলাকায় ২০০৫ সালে ওই অডিটোরিয়াম তৈরির কাজ শুরু হয়। সেই সময় জেলা পরিষদ ছিল কংগ্রেসের দখলে। অভিযোগ, এরপর জেলা পরিষদ সিপিএমের দখলে যাওয়ার পর নতুন করে আর টাকা বরাদ্দ না হওয়ায় ওই কাজ থমকে যায়। এ বার আবার জেলা পরিষদে ক্ষমতায় এসেছে কংগ্রেস। তারপর ওই অসমাপ্ত অডিটোরিয়ামের জন্য অর্থ বরাদ্দ করে কাজ শুরু করেছে জেলা পরিষদ। দিন কয়েক আগে রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী ও জেলা পরিষদের সভাধিপতি কংগ্রেসের শিলাদিত্য হালদার কান্দির ওই অসমাপ্ত অডিটোরিয়াম পরিদর্শনে গিয়েছিলেন। অধীরবাবু বলেন, “কান্দির মানুষের দাবিতেই এই অডিটোরিয়ামের কাজ শুরু করা হয়েছিল। কিন্তু পরে সিপিএম ক্ষমতায় থাকার সময় কোনও টাকা না দেওয়ায় কাজ হয়নি। ফের কংগ্রেস ক্ষমতায় এসে ওই কাজ শুরু করেছে।” জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি সিপিএমের পূর্ণিমা দাস বলেন, “কান্দির ওই অডিটোরিয়ামের জন্য ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু বাজেট পাশ না হওয়ায় সেই টাকা আর দেওয়া যায়নি।”
স্থানীয় সংস্কৃতি সমন্বয় কমিটির অন্যতম সদস্য অপরেশ চট্টোপাধ্যায় বলেন, “কান্দিতে প্রতি বছর শীতকালে নাট্যোৎসব হয়। কিন্তু স্থায়ী কোনও মঞ্চ না থাকায় খোলা আকাশের নিচে নাটক মঞ্চস্থ করতে হয়। অডিটোরিয়ামটি তৈরি হয়ে গেলে সেটি ব্যবহার করা যাবে।” জেলা সভাধিপতি শিলাদিত্যবাবু বলেন, “কাজ সম্পূর্ণ করতে ৬৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। দ্রুত কাজ শেষ করে আমরা চাইছি নতুন বছরের প্রথম দিকেই ওই অডিটোরিয়ামটি এলাকার বাসিন্দাদের হাতে তুলে দিতে।” |