তৃণমূলের প্রতিবাদ মিছিল
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
শক্তিপুরের ঘটনার জেরে শুক্রবার বহরমপুরে প্রতিবাদ মিছিল বের করে বহরমপুর শহর তৃণমূল কংগ্রেস। এ দিন গোরবাজার তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে বের হয়ে মিছিল শহর পরিক্রমা করে। বহরমপুর পুরসভার বিরোধী দলনেতা প্রদীপ নন্দী বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেজিনগরে প্রশাসনিক বৈঠকের পরেই কংগ্রেসের নেতৃবর্গ ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে। শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মুর্শিদাবাদে কংগ্রেসের পায়ের তলার মাটি সরে যাওয়ায় তারা আতঙ্কিত হয়ে গুণ্ডামি শুরু করেছে। তার প্রতিবাদে আমাদের এই মিছিল।” জেলা কংগ্রেসের মুখপাত্র অশোক দাস পাল্টা বলেন, “শক্তিপুরের ঘটনার মোড় ঘুরিয়ে দিতেই তৃণমূলের এদিনের মিছিল। গত দু’দিন ধরে যারা শক্তিপুরে তাণ্ডল চালাল, যাদের আক্রমণে বিধায়ক থেকে জেলাপরিষদ সদস্য ও ব্লক কংগ্রেসের সভাপতি-সহ ৯ জন হাসপাতালে ভর্তি রয়েছেন, যাদের বিরুদ্ধে শক্তিপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে, তাঁরাই প্রতিবাদ মিছিল বের করছে। এর চেয়ে বড় হাস্যকর আর কিছু হয় নাকি!” তিনি বলেন, “মূল অভিযুক্ত সেই হুমায়ুন কবীর শক্তিপুর থানায় বসে থাকছেন। হুমায়ুন কবীরের মধ্যে দিয়ে তৃণমূল এই জেলায় অনুব্রত মণ্ডলের সংস্কৃতি আমদানি করছে। পুলিশ প্রশাসনের মদতে তৃণমূল গুণ্ডামি করে সংগঠন বাড়ানোর যে পরিকল্পনা করেছে, তা কোনও মতেই সফল হবে না।”
|
শ্বশুর খুনে ধৃত মেয়ে-জামাই
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
শ্বশুর ও তাঁর এক আত্মীয়কে খুনের অভিযোগে গোলোক দাস ও তাঁর স্ত্রী মীনাক্ষী দাসকে গ্রেফতার করল বেলডাঙা থানার পুলিশ। ধৃতদের শুক্রবার বহরমপুর সিজেএম আদালতে তোলা হলে বিচারক গোলোক দাসকে চার দিনের পুলিশ হেফাজত ও মীনাক্ষীদেবীকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছয় মাস আগে পরিবারের অমতে স্থানীয় কালীতলার বাসিন্দা মীনাক্ষী মণ্ডলকে বিয়ে করেছিলেন পলুইঘাটার গোলোক দাস। বুধবার রাতে মীনাক্ষীর বাবা মহাপ্রভু মণ্ডল এবং তাঁর আত্মীয় মহীতোষ মণ্ডল মীনাক্ষীকে বাড়িতে ফেরত নিয়ে যেতে এসেছিলেন। সেই সময় মহাপ্রভুবাবুর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন গোলোক। তর্কাতকি চলার সময় হঠাৎই মহাপ্রভুবাবু ও মহীতোষের উপর কাটারির কোপ মারে গোলোক। মৃত্যু হয় দু’জনেরই। এরপর মীনাক্ষীর ভাইয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে মীনাক্ষী ও তাঁর স্বামী গোলোক দাসকে।
|
যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
মহিলা খুনের ঘটনায় শাশুড়ি, স্বামী ও দেওরের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন লালবাগের অতিরিক্ত দায়রা বিচারক রবীন্দ্রনাথ মালিক। বৃহস্পতিবার শাশুড়ি কুসুম মণ্ডল, স্বামী সুনীল মণ্ডল ও দেওর সুকুমার মণ্ডলের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দেন তিনি। সরকারি আইনজীবী মহম্মদ নকিবুদ্দিন বলেন, “সাগরদিঘি থানার বিশ্বনাথপুরে বাসিন্দা মাধবী মণ্ডলের সঙ্গে জিয়াগঞ্জ থানার বরানগরের সুনীল মণ্ডলের বিয়ে হয়েছিল। বিয়েক কয়েক বছরের মধ্যেই ২০০৪ সালের সেপ্টেম্বরে গলায় গামছার ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করে শ্বশুরবাড়ির লোকজন মাধবীদেবীর মৃতদেহ বাড়ির পিছনে কলাবাগানে ফেলে দেয়। এমনকী মৃতদেহের দুটি চোখ উপড়ে নিয়েছিল ও কান কাটা অবস্থায় ছিল।” ওই ঘটনায় অভিযুক্তরা জামিনে মুক্ত ছিল। বিচারক বুধবার দোষী সাব্যস্ত করে বৃহস্পতিবার শাস্তি ঘোষণা করেন।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
মোটরবাইকের সঙ্গে বাসের সংঘর্ষে মৃত্যু হল মোটরবাইক চালকের। শুক্রবার সকালে বহরমপুর-সাঁইথিয়া রাজ্য সড়কের বড়ঞা থানার বেলগ্রাম মোড় সংলগ্ন এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে মৃত আজাদ শেখ (২৭) বড়ঞার বাউগ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক এ দিন বাইক চালিয়ে স্থানীয় কুলি বাজারের দিকে যাচ্ছিলেন। সেই সময় বেলগ্রাম মোড়ের কাছে উল্টো দিক থেকে আসা একটি বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন আজাদ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধাক্কা মারে ওই মোটরবাইকে। বাসটিকে পুলিশ আটক করলেও চালক পলাতক। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা কিছুক্ষণ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।
|
হেরোইন পাচারে ১০ বছরের জেল
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
হেরোইন পাচারের দায়ে শুক্রবার দু’জনকে ১০ বছরের জেল ও এক লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিলেন কৃষ্ণনগরের বিশেষ আদালতের বিচারক শম্পা দত্ত পাল। সরকারি আইনজীবী মিলন ঘোষ বলেন, “২০১২-র ২রা অগস্ট কালিগঞ্জের পানিঘাটা বটতলা থেকে নাজের আলি মণ্ডল ও মোজাম্মেল মণ্ডলকে সাতশো গ্রাম হেরোইন সহ ধরে পুলিশ। এ দিন বিচারক তার সাজা ঘোষণা করেন।”
|
ট্রাক্টর উল্টে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
ইট বোঝাই ট্রাক্টর উল্টে মৃত্যু হল এক কিশোরের। শুক্রবার দুপুরে ডোমকলের নরজপুর গ্রামের এই ঘটনায় মৃতের নাম রাসিকুল মণ্ডল(১৫)। ওই ঘটনায় মহবুল মণ্ডল নামের এক কিশোর জখম হয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। পুলিশ জানিয়েছে পেশায় ইটভাটার শ্রমিক ওই দুজনের বাড়ি ডোমকলের কামুড়দেয়াড় গ্রামে। |
|
কৃষ্ণনগরে হেলেন কেলার স্মৃতি বিদ্যামন্দিরে দৃষ্টিহীন পড়ুয়াদের
জন্য
পাঁচ দিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল।
শুক্রবার
ছিল শিবিরের শেষ দিন। ছবি: সুদীপ ভট্টাচার্য। |
লালবাগ বইমেলার উদ্বোধনে মনোজ মিত্র। ছবি: গৌতম প্রামাণিক। |
|
|