টুকরো খবর
নন্দীগ্রাম মামলায় চার্জগঠন হবে আজ
তমলুক জেলা আদালতে লক্ষ্মণ শেঠ।
আজ, শনিবার নন্দীগ্রাম নিখোঁজ মামলার চার্জগঠনের দিন ধার্য করল পূর্ব মেদিনীপুর জেলা আদালত। শুক্রবার পূর্ব মেদিনীপুরের জেলা ও দায়রা আদালতের বিচারক মধুমতী মিত্র চার্জগঠন সংক্রান্ত বিষয়ে শুনানির পর শনিবার অভিযুক্ত প্রত্যেককে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। সরকার পক্ষের আইনজীবী আবদুল মোহিত বলেন, “গত ১০ ডিসেম্বর অভিযুক্তদের পক্ষে আদালতে যে চারটি আবেদন করা হয়েছিল, তার সবগুলিই বিচারক খারিজ করে দিয়েছেন। শনিবার অভিযুক্তদের বিরুদ্ধে চার্জগঠন হবে।” জেলা আদালত সূত্রে জানা গিয়েছে, নন্দীগ্রাম নিখোঁজ মামলার বিচার পর্বের শুনানি শুরুর জন্য ৮৮ জন অভিযুক্তের মধ্যে জামিনে থাকা ৬৭ জন ও জেল হেফাজতে থাকা ৪ জন মিলিয়ে ৭১ জনের বিরুদ্ধে চার্জগঠন হবে আপাতত। গত ১০ ডিসেম্বরই চার্জগঠন হয়ে যেত। কিন্তু ওই দিন অভিযুক্তপক্ষের তরফে জেলা আদালতে চারটি আবেদন নিয়ে শুনানি হওয়ায় শেষ পর্যন্ত চার্জগঠন হয়নি। শুক্রবার ফের মামলা ওঠে জেলা আদালতে। সেই মতো হাজির হন জামিনে থাকা সিপিএম নেতা লক্ষ্মণ শেঠ, অমিয় সাহু, অশোক গুড়িয়া, সুকুর আলি-সহ ৬৭ জন। জেল হেফাজতে থাকা ৪ জনের মধ্যে তিন জনকে আনা হলেও ঝাড়গ্রাম উপ-সংশোধানাগারে থাকা তপন ঘোষ অন্য একটি মামলার কারণে এদিন হাজির হতে পারেননি। জেলা ও দায়রা বিচারক তপন ঘোষ-সহ অন্যদের শনিবার জেলা আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন।

নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩
দশ বছরের এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার সাগরবাড় গ্রাম পঞ্চায়েত এলাকার বাড় মিহিটিকিরি গ্রামে। বৃহস্পতিবার বিকেলের ঘটনা। গণধর্ষণে যুক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম তাপস মিশ্র, বাসুদেব মাইতি ও ভরত দাস। তাপস তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই খাদানে শ্রমিকের কাজ করে, বাসুদেব মুদি ব্যবসায়ী, ভরত গাড়ি চালক। ধৃতদের শুক্রবার তমলুক মহকুমা আদালতে হাজির করানো হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। হাসপাতালে শারীরিক পরীক্ষার পর আদালতে ওই নাবালিকার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র উপনগরী লাগোয়া মিহিটিকিরি গ্রামের বাসিন্দা বাসুদেব মাইতির একটি মুদি-দোকান রয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় এক নাবালিকাকে চকোলেট দেওয়ার লোভ দেখিয়ে দোকানঘরে এনে অভিযুক্তরা ধর্ষণ করে বলে অভিযোগ। পরে বাড়ি ফিরে ওই নাবালিকা পরিজনদের কাছে শারীরিক অত্যাচারের কথা জানায়। গ্রামবাসী অভিযুক্ত তাপস মিশ্রকে ধরে ফেলেন। বাকি দু’জনকে পরে পুলিশ ধরে। নাবালিকার পরিবার কোলাঘাট থানায় তিন জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছে। তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক পারিজাত বিশ্বাস বলেন, “নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে।”

পূর্বে ৬৫টি নতুন উচ্চ প্রাথমিক স্কুল
আগামী শিক্ষাবর্ষে পূর্ব মেদিনীপুর জেলায় আরও ৬৫টি উচ্চ প্রাথমিক বিদ্যালয় চালু হতে চলেছে। জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামুদ হোসেন এই খবর জানিয়ে বলেন, “জেলার কোনও কোনও প্রাইমারি স্কুলকে আপার প্রাইমারি স্কুলে উন্নীত করা হবে। আবার কোথাও নতুন আপার প্রাইমারি স্কুল তৈরি করা হবে।” জেলা পরিষদ সূত্রে খবর, যে সব আপার প্রাইমারি স্কুল তৈরি করা হবে, তাতে প্রথমে পঞ্চম ও ষষ্ঠ এই দুটি ক্লাস চালু করা হবে। তারপর পর্যায়ক্রমে সপ্তম ও অষ্টম শ্রেণি চালু করা হবে। জেলায় বতর্মানে ২৪৯টি আপার প্রাইমারি স্কুল চালু রয়েছে। জানা গিয়েছে, নতুন করে আরও ৬৫টি স্কুল খোলা হবে। সম্প্রতি রাজ্য সবর্শিক্ষা মিশন ‘রিদ্ধি’ নামে এক সংস্থাকে দিয়ে জেলায় প্রাথমিক-উচ্চ প্রাথমিক স্কুল ক’টি, নতুন করে কতগুলি খোলা দরকার তা জানতে সমীক্ষা করায়। রিপোর্টে তারা নতুন করে ৭২টি উচ্চ প্রাথমিক স্কুল খোলার কথা জানায়। সেই মতো উদ্যোগী হয় জেলা পরিষদ। বুধবার জেলা পর্যায়ে এক বৈঠকে আপাতত ৬৫টি স্কুল খোলার সিদ্ধান্ত হয়।

মেধা পুরস্কার
মাধ্যমিক, মাদ্রাসা ও কেন্দ্রীয় বোর্ডের পরীক্ষায় সফল তফসিলি জাতি ও উপজাতি ছাত্রছাত্রীদের বি আর অম্বেডকর মেধা পুরস্কার প্রদান করা হল তমলুকে। শুক্রবার জেলা প্রাশসনিক অফিসের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার মোট ২৬ জন ছাত্রছাত্রীকে এই পুরস্কার দেওয়া হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.