|
|
|
|
বকেয়া টাকার দাবিতে ঘেরাও
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
বকেয়া টাকার দাবিতে নেতাই গ্রামের রাস্তা তৈরির দায়িত্বপ্রাপ্ত দু’টি ঠিকাদার সংস্থার ৬ জন প্রতিনিধিকে শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত ঘেরাও করে রাখলেন একদল মালমশলা সরবরাহকারী। শুক্রবার বিকেল ৩ টা নাগাদ নেতাই গ্রামে যাওয়ার সময় ওই ৬ জনকে লালগড়ে ঘেরাও করা হয়। রাত পর্যন্ত লালগড়ের লাইব্রেরি-চক লাগোয়া একটি বাড়িতে তাঁদের আটক করে রাখা হয়। পরে খবর পেয়ে রাত আটটা নাগাদ ওই ৬ জনকে উদ্ধার করে লালগড় থানার পুলিশ। জেলা প্রশাসন কর্তাদের বক্তব্য, “এই অবাঞ্ছিত ঘটনাটি একান্তই ঠিকাদারি সংস্থাটির নিজস্ব বিষয়।”
রাজ্যের ক্ষমতায় আসার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় নেতাই গ্রামের কাঁচা রাস্তাটি পাকা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর ২০১১ সালের অক্টোবরে ওই রাস্তাটি (লালগড় ব্লক সদরের বাঘাকুলি থেকে নেতাই হয়ে ডাইনটিকরি পর্যন্ত ৬ কিমি) পিচের করা হবে বলে ঘোষণা করেছিলেন তিনি। গত বছরের মাঝামাঝি রাস্তার কাজ শুরু হয়। কাজের বরাতপ্রাপ্ত মূল সংস্থাটি অন্য একটি সংস্থাকে রাস্তার কাজটি করার দায়িত্ব দেয়। দায়িত্বপ্রাপ্ত দ্বিতীয় সংস্থাটি স্থানীয় সরবরাহকারীদের কাছ থেকে গুটি পাথর, মাটি কাটার যন্ত্র, মাটি বহনের জন্য ট্র্যাক্টর নিয়েছিল। অভিযোগ, ঠিকাদারি সংস্থাটি সরবরাহকারীদের কয়েক লক্ষ টাকা বকেয়া রেখেছে। এখনও নেতাই রাস্তার কাজ শেষ হয়নি।
এদিন মূল বরাতপ্রাপ্ত ও কাজের দায়িত্বপ্রাপ্ত দু’টি সংস্থার ৬ জন প্রতিনিধি নেতাই গ্রামে সরেজমিনে পরিদর্শনে যাওয়ার সময় বিক্ষোভের মুখে পড়েন। প্রশাসনের এক সূত্রের খবর, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারার জন্য মূল বরাতপ্রাপ্ত সংস্থাটি তৃতীয় একটি ঠিকাদার সংস্থাকে দিয়ে রাস্তার কাজ শেষ করাতে চাইছে। সরবরাহকারীদের দাবি, “বর্তমান দায়িত্বপ্রাপ্ত সংস্থাটি দায়িত্ব ছাড়ার আগে আমাদের সমস্ত বকেয়া টাকা মিটিয়ে দিক।” |
|
|
|
|
|