|
|
|
|
নানা দাবিতে কাজ বন্ধ ঠিকা শ্রমিকদের
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
স্থায়ী বেতনক্রম, কাজের দিন বৃদ্ধি, ছাঁটাই বন্ধ-সহ ১০ দফা দাবিতে কাজ বন্ধ করল একটি নির্মাণ সহায়ক যন্ত্রাংশ প্রস্তুতকারক সংস্থার ঠিকা শ্রমিকরা। শুক্রবার সকাল থেকে খড়্গপুরের রূপনারায়ণপুরের ওই ঠিকা শ্রমিকেরা গেটের সামনে বিক্ষোভ দেখান। পরে পুলিশের উপস্থিতিতে নির্মাণ সংস্থার কর্তৃপক্ষ আগামী সপ্তাহে আলোচনার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। তবে শ্রমিকরা ওই আলোচনা না হওয়া পর্যন্ত, কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন।
শহরের অদূরে ৬ নম্বর জাতীয় সড়কের ধারে ওই আন্তর্জাতিক মানের সংস্থাটি মূলত মাটি কাটার যন্ত্র, লোডার, ডাম্পার-সহ নানা নির্মাণ যন্ত্রাংশ তৈরি করে। এই সংস্থাতেই ঠিকাদার সংস্থাগুলির আওতায় থাকা প্রায় ৩৫০ জন শ্রমিক দীর্ঘ দিন ধরেই নানা কাজে যুক্ত। তবে মূল উৎপাদনের কাজ করে সংস্থার স্থায়ী শ্রমিকরা। ঠিকা শ্রমিকদের অভিযোগ, মাঝে মধ্যেই ওই সংস্থাটি ঠিকাদার পরিবর্তনের পাশাপাশি শ্রমিক ছাঁটাই করছে। এতে প্রভিডেন্ট ফান্ডের টাকা পেতে সমস্যা হচ্ছে। তা ছাড়াও আগে যেখানে এক এক জন শ্রমিক ২৬ দিন কাজ পেতেন, সেখানে এখন ১৪-১৫ দিনের বেশি তাঁরা কাজ পাচ্ছেন না। এই পরিস্থিতিতে শ্রমিকরা কাজের দিন বৃদ্ধি করে স্থায়ী বেতন কাঠামো চালু করা, ছাঁটাই রোধ-সহ ১০ দফা দাবিতে বিক্ষোভ দেখান।
এ দিন বিক্ষোভ চলাকালীন কারখানা কর্তৃপক্ষ আগামী বৃহস্পতিবার বৈঠকে বসার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। নেতৃত্বে থাকা তৃণমূলের নগেন মাণ্ডি বলেন, ‘‘আমরা শ্রমিকদের পাশে রয়েছি।” এ দিকে কারখানা কর্তৃপক্ষের তরফে সিনিয়র ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশন অপূর্ব গঙ্গোপাধ্যায় বলেন, “এটা ঠিকাদার সংস্থার বিষয়। তবে আমরা আগামী সপ্তাহে ইউনিয়নগুলিকে নিয়ে বৈঠক ডেকেছি। দেখা যাক কী হয়।” তবে স্থায়ী শ্রমিকরা কাজ করায় ওই সংস্থার উৎপাদনে কোনও প্রভাব পড়েনি বলে ওই
কর্তার দাবি। |
|
|
|
|
|