টুকরো খবর |
মেদিনীপুর হোমে ক্রীড়া
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুরের ‘বিদ্যাসাগর বালিকা হোম’-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। বুধবার থেকে প্রতিযোগিতা শুরু হয়। শেষ দিন ছিল শুক্রবার। এ দিনই সফল প্রতিযোগিতাদের পুরস্কৃত করা হয়। মেদিনীপুরের এই হোমটি সরকার পরিচালিত। ২০৮ জন রয়েছেন। মূলত, আদালতের নির্দেশেই তরুণীদের এখানে রাখা হয়। যারা অনাথ, তাদেরও এখানে রাখা হয়। ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে আবাসিকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শুক্রবার ছিল ‘যেমন খুশি সাজো’ প্রতিযোগিতার আয়োজন। আবাসিকদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে এ দিন হোমে আসেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ, অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) পাপিয়া ঘোষ রায়চৌধুরী, সমাজকল্যাণ দফতরের জেলা আধিকারিক প্রবীর সামন্ত, মেদিনীপুরের (সদর) মহকুমাশাসক অমিতাভ দত্ত প্রমুখ। ছিলেন হোম সুপার ভারতী ঘোষও। ‘যেমন খুশি সাজো’ প্রতিযোগিতায় কেউ সাজে কৃষ্ণ, কেউ মিকি মাউস। |
শ্লীলতাহানির নালিশ
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
শ্বশুরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুললেন বৌমা। বৃহস্পতিবার রাতে ডেবরা থানায় অভিযোগ দায়ের করেছেন ডেবরার বালিচকের বছর পঁয়ত্রিশের এক বধূ। অভিযোগ, শ্বশুরের ওই আচরণে বাধা দেওয়ায় শাশুড়ি, ননদের ছেলে ওই বধূর স্বামীকে মারধর করেছেন। |
আন্দোলনের আগে ভোট
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
রেলের কর্মচারীদের বেতন কাঠামো পুনর্গঠন, শূন্যপদে রেল কর্মীদের ছেলেদের নিয়োগ-সহ নানা দাবিতে আন্দোলনে যেতে চলেছে রেলের সারা ভারত মেনস ইউনিয়ন। তার আগে রেলকর্মীদের সমর্থন পেতে ভোটাভুটির আয়োজন করল তাঁরা। আজ, শনিবার পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। |
সাধারণ সভা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ওয়েস্ট বেঙ্গল প্রিন্সিপ্যাল কাউন্সিলের জেলা শাখার ২৪তম সাধারণ সভা হল শুক্রবার। ডেবরা কলেজ ক্যাম্পাসে সভার উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী। কাউন্সিলের জেলা শাখার সভাপতি হয়েছেন কানাইলাল পড়িয়া, সম্পাদক মণিশঙ্কর মাইতি, কোষাধ্যক্ষ গোপালচন্দ্র বেরা। |
যুবদের মিছিল |
|
মেদিনীপুরে প্রতিবাদ মিছিল। |
এ বার পথে নামল ডিওয়াইএফআই। ভারতীয় ডেপুটি কলসাল জেনারেল দেবযানী খোবরাগাড়েকে গ্রেফতারের প্রতিবাদে শুক্রবার মেদিনীপুর শহরে মিছিল করে এই যুব সংগঠন। মিছিল থেকে আমেরিকার এই পদক্ষেপের নিন্দা করা হয়। |
|