গাছ বাঁচানোর ‘ফর্মুলা’
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ক্যামাক স্ট্রিট-সহ গোটা কলকাতার গাছ কাটা, লাগানো, অন্যত্র সরানো সব খতিয়ে দেখতে যে কমিটি হয়েছে, তাঁর প্রধান হলেন প্রাক্তন বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়। অন্য চার সদস্য হলেন কলকাতা পুরসভার দেবাশিস চক্রবর্তী, পরিবেশ দফতরের কান্হা তালুকদার, স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষে বনানী কক্কর এবং বন দফতরের লিপিকা রায়। ক্যামাক স্ট্রিট চওড়া করতে ৯টি গাছ কাটা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়। সেই মামলায় বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ক্যামাক স্ট্রিট চওড়া করার কাজ বন্ধ করে দেয়। শুক্রবার ডিভিশন বেঞ্চ আবার জানিয়েছে, কাজ চলবে। রাস্তা চওড়া করার সঙ্গে কী ভাবে গাছ বাঁচানো যায়, তুলে অন্যত্র বসানো যায় সব নিয়ে একটি ‘ফর্মুলা’ তৈরি করবে কমিটি।
পুরনো খবর: গাছ কাটা নিয়ে শুনানি হাইকোর্টে
|
ফের নোটিস
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
২৫ ডিসেম্বর -এর পর বাণিজ্যিক নম্বরের গাড়ি ছাড়া জঙ্গল সাফারির অনুমতি দেবে না বন দফতর। গত ২২ অক্টোবর কোদালবস্তি এলাকায় জঙ্গল সাফারির সময় দুর্ঘটনায় মৃত্যু হয় পর্যটকের। গাড়িগুলির বাণিজ্যিক লাইসেন্স নিয়ে কড়াকড়ি শুরু করে বন দফতর। গত মাসে জঙ্গল সাফারি বন্ধও করে দিয়েছিল বন দফতর। ৫ ডিসেম্বর থেকে ফের সাফারির অনুমতি দেয় বন দফতর। বন্যপ্রাণ ৩ বিভাগের চিলাপাতার রেঞ্জ অফিসার গোপাল সরকার শুক্রবার বলেন, “বন দফতর থেকে গত বুধবার ফের নোটিস দিয়ে ২৬ ডিসেম্বর থেকে হলুদ রঙের বাণিজ্যিক নম্বর প্লেট লাগানো গাড়ি ছাড়া জঙ্গল সাফারির অনুমতি দেওয়া হবে না বলে জানানো হয়েছে।”
|
বনরক্ষীদের হাতে ধৃত দুই চোরাশিকারি। ওরাং-এর ঘটনা। ওরাং রাজীব গাঁধী জাতীয় উদ্যানে তিনটি গন্ডারকে মেরেছে তারা। গত কালপাচনৈ এলাকায় গন্ডারের সন্ধানে আসা সইফুল ইসলামকে ধাওয়া করে বনরক্ষীরা ধরে ফেলেন। কুখ্যাত শিকারি আবুল হুসেনকেও চাপোরির একটি গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
|
ধুবুরির মানকাচরে খাবারের খোঁজে গ্রামে ঢুকে ৩০টি বাড়িতে ভাঙচুর চালাল একদল বুনো হাতি। জখম এক গ্রামবাসী। বৃহস্পতিবার রাতে মানকাচর থানার পানকাটা জঙ্গল লাগোয়া গ্রামে ঘটনাটি ঘটে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, রাত ১টা নাগাদ মেঘালয়ের জঙ্গল থেকে ৪০-৪৫ টি দাঁতালের দল ওই গ্রামে ঢোকে। প্রায় ৩ ঘন্টা গ্রামে হাতিরদল তাণ্ডব চালায়। এক গ্রামবাসীকে শুঁড়ে পেচিয়ে আছাড় মারে একটি দাঁতাল। তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। বাড়ি ভাঙচুরের পাশাপাশি জমি থেকে কাটা ধানও খেয়ে নেয় ওই দলটি। |
কাজিরাঙার দু’টি গন্ডার ব্রহ্মপুত্র পার হয়ে লখিমপুরে হাজির হয়েছে। বৃহস্পতিবার একটি গন্ডার নাওবৈচা বাজারে চলে আসে। তার গুঁতোয় ৫ জন জখম। বনরক্ষীরা বাগে আনতে পারেনি। শুক্রবার আরও একটি গন্ডার রঙানদীর ধারে চলে আসে। তার গুঁতোয় জখম ২ গ্রামবাসী।
|
ট্রেন-ধাক্কায় হাতির মৃত্যু |
গুয়াহাটির কাছে দীপর বিলে উজ্জ্বল দেবের তোলা ছবি। |
ট্রেনের ধাক্কায় গুয়াহাটিতে হাতির মৃত্যু হল। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা নাগাদ, একদল হাতি দীপর বিল সংলগ্ন রেললাইন পার হচ্ছিল। তখনই একটি মালগাড়ির ধাক্কায় ছিটকে পড়ে এক শাবক। পরে কামাখ্যা-রাঁচি এক্সপ্রেসের চালক কন্ট্রোল রুমে জানান। শুক্রবার সকালে স্ত্রী-শাবকটির দেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়। |