বড়দিনের আগেই বড় ম্যাচ।
এক দিকে ‘একেবারে অজ পাড়াগাঁয়ের ছেলে’ শঙ্কর, অন্য দিকে মিস্টার পারফেকশনিস্ট। এক দিকে বিভূতিভূষণ, অন্য দিকে বলিউড। এক দিকে গহন আফ্রিকায় মৃত্যুর মুখোমুখি দেব, অন্যদিকে গতি-জাদুর ছু’মন্তরে ভিলেন আমির খান।
শেষ ডিসেম্বরে ‘চাঁদের পাহাড়’ আর ‘ধুম থ্রি’র এই টক্করে শেষ পর্যন্ত কে বাজিমাত করে তা সময়ই বলবে। তবে ছবি রিলিজের প্রথম দিনে জিতলেন দর্শকেরাই।
জেলার সদর সিউড়িতে মাত্র দু’টিই সিনেমা হল আছে। ‘ধুম থ্রি’ মুক্তি পেয়েছে ‘বীরভূম টকিজ’-এ। প্রথম দিন তিনটি শোতেই মানুষের উৎসাহে মুখে হাসি ফুটেছে বীরভূম টকিজের মালিক আবির চট্টোপাধ্যায়ের। “প্রথম শোতে ৬০০ দর্শক আসনের গুটি কয়েকটিই ভর্তি হতে বাকি ছিল। প্রথম দিনের যা সাড়া, তাতে বাকি সপ্তাহগুলো নিশ্চিন্তেই থাকব বলে মনে হচ্ছে,” বলছেন আবির। এ দিকে হল থেকে বেরিয়েও রেশ পুরোপুরো কাটেনি সিউড়ি মহাবিদ্যালয়ের ছাত্র রমা মণ্ডলের। রমা বলেন, “আমির খানের ডাবল অভিনয় দেখে আমি মুগ্ধ। দুটোতেই আমির জাস্ট ফাটিয়ে দিয়েছেন।” ‘ধুম’ সিরিজের আগের দুই ছবির ভিলেন জন অ্যাব্রাহাম আর হৃতিক রোশন দু’জনেই তার থেকে পিছিয়ে বলে মত দিয়ে দিলেন কলেজ পড়ুয়াদের একটি গ্রুপ। |
|
|
সিউড়ির হলে দর্শকদের ভিড়। |
‘চাঁদের পাহাড়’ দেখতে বোলপুরে দর্শকদের লাইন। |
|
তাঁদের কথায় সায় দিচ্ছেন সিউড়ির অরবিন্দ পল্লির বাসিন্দা, কলেজ ছাত্র চঞ্চল খয়রা, কলেজ ছাত্রী ইন্দিরা নস্করও। দু’জনেই বলছেন, “দারুণ গতির সিনেমা। আমিরের অভিনয়, গল্প, গান সব মিলিয়ে কমপ্লিট প্যাকেজ!” ছবি দেখার পরে আমির খানের প্রবল ফ্যান, স্থানীয় রিকশাচালক শেখ কামালও বলে দিচ্ছেন, “আমার খানের লুকটা আমার দারুণ লেগেছে।” বস্তুত, প্রথম দিনই সব বয়সের মানুষের কাছে সাড়া ফেলে দিয়েছে ৯০ কোটির ‘ধুম থ্রি’।
সিউড়ির ‘চৈতালি’ সিনেমা হলে মুক্তি পেয়েছে সুপারস্টার দেবের ‘চাঁদের পাহাড়’। ‘ধুম থ্রি’-র তুলনায় ততটা সাড়া না পেলেও প্রথম দিন যথেষ্ট সম্ভাবনা দেখিয়েছে ‘চাঁদের পাহাড়’ও। এই ছবির টানে তিরিশ বছর পরে একাদশ শ্রেণির ছাত্র সুদীপ্তকে নিয়ে হলে ঢুকেছেন তাঁর বাবা। হল থেকে বেরিয়ে সুদীপ্ত বলল, “দেবের অভিনয় খুব ভাল লেগেছে। আফ্রিকার জঙ্গলে ভরা অ্যাডভেঞ্চার দেখে রোমাঞ্চ হয়েছে। টিকেটের পুরো পয়সা উসুল হয়ে গিয়েছে!” হলের মালিক ইন্দ্রনীল চৌধুরী বলছেন, “প্রথম দিন তেমন ভিড় হয়নি ঠিকই। তবে তাতে নিরাশ হওয়ার কিছু নেই। এক বিশেষ অংশের দর্শকদের মধ্যে এই ধরনের সিনেমার যথেষ্ট চাহিদা রয়েছে। ‘চাঁদের পাহাড়’ হেসেখেলেই আগামী কয়েক সপ্তাহ ব্যাট করবে।” গ্রাম-মফস্সলে ছড়িয়ে থাকা দেবের ফ্যানেদের এ ছবি ছিটকে দেবে বলে মানছেন সকলেই।
এ দিকে, বোলপুরে হস্টেল থেকে পালিয়ে ‘চাঁদের পাহাড়’ দেখতে পৌঁছেছিল পাঠভবনের কয়েক জন খুঁদে পড়ুয়া। বুঁদ হয়ে ছবি দেখতে দেখতে তারা খেয়ালই করেনি তাদের খোঁজে হলে ঠিক পৌঁছে গিয়েছেন খোদ হস্টেল সুপার! অগত্যা মনখারাপ করে মাঝপথেই তাদের হল থেকে বেরিয়ে যেত হল। এ দিন স্থানীয় গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে তিনটি শোও জমিয়ে দিয়েছে ‘চাঁদের পাহাড়’। পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে পালিয়ে হলে এসেছিলেন অজয় আর সন্ধ্যা। সাত বন্ধুর সঙ্গে এসেছিল পাঠভবনের পড়ুয়া চন্দ্রিমা। শেষে বলল, “দেবকে হারিয়ে আসল হিরো কিন্তু সেই বিভূতিভূষণই।” বিগ বাজেটের ‘চাঁদের পাহাড়’ গ্রাম অঞ্চলের দর্শককে কতটা টানবে, তা নিয়ে ইতিমধ্যেই তর্ক শুরু হয়েছে। গীতাঞ্জলিতে কিন্তু আগামী তিন দিনের পঞ্চাশ শতাংশ আসনই আগ্রিম বুকিং হয়ে গিয়েছে। প্রিয়া এন্টারটেনমেন্টের পক্ষে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহের ম্যানেজার শিবপ্রসাদ চন্দ বললেন, “এ দিন মোট আসনের পঞ্চাশ শতাংশই সকাল সাড়ে ১১টার মধ্যে শেষ হয়ে গিয়েছে। শনি আর রবিবারের জন্যও তিনটি শোয়ের প্রায় ৫০ শতাংশ আসনই অগ্রিম বুকিং শেষ।” বোলপুরের চিত্রা সিনেমা হলে চলছে ‘ধুম থ্রি’। নায়ক আমির খলনায়কের চরিত্র কতখানি ফুটিয়ে তুলবেন, তা জানার একটা আগ্রহ ছিলই। সিনেমা দেখে দুই বন্ধু সাগ্নিক আর মোনালিসার মত, “আমিরের এখনও পর্যন্ত সেরা কাজ। ক্যাটও সমান প্রাণবন্ত।”
সব মিলিয়ে বছর শেষের উৎসব শুরু আগেই বলিউড আর টলিউডের টক্করে সিনেমাপ্রেমীরা ফুটছেন। |