দুবরাজপুরে দলবদল
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
নির্বাচিত দুই নির্দল সদস্যের সমর্থন নিয়ে ক্ষমতায় এলেও তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ভয় একটা ছিলই। যদি কোনও এক নির্দল সদস্য ভোল বদল করে? সেই চিন্তা অবশ্য দূর হল শুক্রবার। দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের দুই নির্বাচিত সিপিএম সদস্য-সহ বেশ কিছু দলীয় সমর্থক এ দিন তৃণমূলে যোগ দেন। সদ্য প্রাক্তন পঞ্চায়েত সদস্যরা হলেন রূপশিমূল গ্রামের নবী হোসেন ও ডাঙালপাড়ার লায়লা বিবি। তাঁদের দাবি, “উন্নয়নের স্বার্থে দল বদল করেছি।” এ দিন ওই পঞ্চায়েতের ডাঙালপাড়া গ্রামে মঞ্চ করে চলে দলবদলের অনুষ্ঠান। তৃণমূলের দাবি, সিপিএম ছেড়ে ৪০০ জন তাদের দলে যোগ দিয়েছেন। তৃণমূলের দুবরাজপুর ব্লক সভাপতি ভোলা মিত্র বলেন, “রাজ্য জুড়ে উন্নয়নের যে ঝড় চলছে, তাতে শরিক হতেই ওঁদের দলে আসা।” এ প্রসঙ্গে সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অরুণ মিত্র বলেন, “প্রথমত ওঁরা পার্টি সদস্য ছিলেন না। দ্বিতীয়ত সুবিধাবাদী মানসিকতার জন্যই তাঁদের এই দলবদল। তা ছাড়া, আমরা বিরোধী আসনে তো রয়েছি। কোথাও কোনও দুর্নীতি হলে প্রতিবাদ করার সুযোগ পাব।” এই পঞ্চায়েতের ১১টি আসনের মধ্যে সিপিএম ৫, তৃণমূল ৪ ও ২টি নির্দল ছিল। ওই দুই নির্দল সদস্য কোন দলের দিকে ঝোঁকে, তা নিয়ে দর কাষাকষি চলছিল দুই প্রধান দলের মধ্যে। শেষে তাঁরা তৃণমূলে যোগ দেন।
|
ফের শুরু হচ্ছে পুনর্মিলন উৎসব
নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন |
দীর্ঘ ১১ বছর বন্ধ থাকার পরে ফের অনুষ্ঠিত হতে চলেছে পাঠভবনের ঐতিহ্যবাহী পুনর্মিলন উৎসব। এ বারের বিশেষ অতিথি পাঠভবনের প্রাক্তনী তথা নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন। আজ, শনিবার গৌরপ্রাঙ্গনে বিশেষ আলোকসজ্জার উদ্বোধনের মধ্য দিয়ে ওই উৎসব শুরু হবে। রবিবার সকালে বকুলবীথিতে পুনর্মিলন উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। সন্ধ্যায় রয়েছে বর্তমান ও প্রাক্তনীদের বিশেষ অনুষ্ঠান। উৎসবের সভাপতি করা হয়েছে প্রবীণ আশ্রমিক তথা পাঠভবনের প্রাক্তন অধ্যক্ষ সুপ্রিয় ঠাকুরকে। সম্পাদক হয়েছেন পাঠভবনের অধ্যাপক অভীক ঘোষ। পাঠভবন পুনর্মিলন উৎসবের আহ্বায়ক রাজদীপ ঘোষ বলেন, “ইতিমধ্যেই আমরা প্রায় সাড়ে তিনশোরও বেশি প্রাক্তনীর সঙ্গে যোগাযোগ করেছি। ২০০১ সালের পর থেকে কোনও এক কারণে এই উৎসব বন্ধ ছিল। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে দেশ-বিদেশে ছড়িয়ে থাকা প্রাক্তনীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পুরনো দিনের মতোই আবার পুনর্মিলনে সামিল হব।”
|
দেশি মদ খেয়ে ৭ জনের মৃত্যুর ঘটনার দু’দিনের মধ্যেই সরানো হল তারাপীঠ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত অফিসারকে। শুক্রবার বীরভূমের পুলিশ সুপার সি সুধাকর বলেন, “ওই ফাঁড়িতে এখন এসআই এবং এএসআই পদমর্যাদার দুই অফিসারকে পাঠানো হয়েছে। সেই সঙ্গে পুলিশকর্মীর সংখ্যাও বাড়ানো হয়েছে।” এ দিনও জেলার বিভিন্ন প্রান্ত থেকে বেআইনি ভাবে বেশি মদ বিক্রির অভিযোগে আরও ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। হাজার লিটার দেশি মদ বাজেয়াপ্ত করা হয়েছে।
|
রেণু সরকার খুনের মামলায় তদন্তকারী অফিসার দেবাশিস ঘোষকে জেরার পর্ব শুক্রবার শেষ হল বোলপুর আদালতে। সরকারি আইনজীবী তপনকুমার দে জানান, আগামী ২৯ জানুয়ারি এই মামলায় সাক্ষীদের দেওয়া বয়ান অভিযুক্তদের সামনে পড়ে শোনানো হবে। তার পরেই তিন অভিযুক্তের বক্তব্য লিপিবদ্ধ করা হবে। ২০১২ সালের ১৩ জানুয়ারি রাতে শান্তিনিকেতনের বাড়িতে খুন হন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা রেণু সরকার।
পুরনো খবর: বিছানায় রক্তাক্ত দেহ দেখেছিলেন প্রতিবেশীরা
|