গ্রামের ‘দখল’ নিয়ে সংঘর্ষ মঙ্গলকোটে
নিজস্ব সংবাদদাতা • মঙ্গলকোট |
দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মঙ্গলকোট। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত থেকেই মঙ্গলকোটের কল্যাণপুর গ্রামের ‘দখল’ নেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি হয়। শুক্রবার শুরু হয় সংঘর্ষ। স্থানীয় তৃণমূল নেতা শেখ মফিজুলের অনুগামীদের অভিযোগ, এ দিন দুপুরে বোমাবাজি ও গুলি চালিয়ে এক দল দুষ্কৃতী গ্রামের ভিতর ঢুকে লুঠপাট চালাতে শুরু করে। চারটি বাড়িতে লুঠপাট চালানো হয়। ধানের গোলায় আগুনও লাগিয়ে দেওয়া হয়। মফিজুল শেখের অভিযোগ, “বৃহস্পতিবার রাতেই আমাদের গ্রামছাড়া করে দেওয়া হয়। আজ সকালে সমাজবিরোধীরা জড়ো হয়ে গ্রাম আক্রমণ করে।” তৃণমূল সূত্রে খবর, লাখুরিয়া গ্রাম পঞ্চায়েতের কল্যাণপুর গ্রামের এক তৃণমূল সদস্য সম্প্রতি গোষ্ঠী বদল করেন। এর পর দুই গোষ্ঠীর মধ্যে মনোমালিন্য শুরু হয়। এ দিন মফিজুল গোষ্ঠীর সালাম শেখ খতিয়ার গ্রামে বাজার করতে এলে মার খান। তার পরই দুই গোষ্ঠীর মধ্যে কল্যাণপুর মাঠে বোমাবাজি শুরু হয়। পরে মঙ্গলকোট থানার ওসি সঞ্জয় কুণ্ডু ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গ্রামে পুলিশ পিকেট রয়েছে। মঙ্গলকোট ব্লকের তৃণমূলের সভাপতি অপূর্ব চৌধুরী বলেন, “নিজেদের মধ্যে ঘটনা। এর মধ্যে কোনও রাজনীতি নেই।” প্রসঙ্গত উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে প্রশাসনের কর্তারা মঙ্গলকোটের লাখুরিয়া গ্রামে গিয়ে সাধারণ মানুষের সমস্যার কথা শুনতে গিয়েও বোমার আওয়াজ শুনেছিলেন।
|
শুনানি স্থগিত
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ |
সাক্ষী গরহাজির। ফলে পূর্বস্থলীর তৃণমূল নেতা সজল ঘোষ হত্যা মামলার শুনানি স্থগিত হয়ে গেল শুক্রবার। নবদ্বীপের অতিরিক্ত জেলা জজ এবং সেশন জজ আদালতে ওই মামলায় এ দিন সাক্ষী দেওয়ার কথা ছিল হালিম শেখের। হালিম শেখও পূর্বস্থলী কলেজের গণ্ডগোলে আহত হয়ে সৌভিক আইচের সঙ্গে ঘটনার রাতে হাসপাতালে ভর্তি ছিলেন। এ দিন অবশ্য আদালতে অভিযুক্তদের প্রায় সব আইনজীবী এবং নবদ্বীপ আদালতের সরকারি কৌঁসুলি সনৎ কুমার রায় হাজির ছিলেন। মামলাটি ঘিরে সাধারণ মানুষের আগ্রহও ক্রমশ বাড়ছে। সোম, বুধ এবং বৃহস্পতিবার দীর্ঘক্ষণ শুনানি চলে। এ দিনও বহু মানুষ উৎসুক হয়ে মামলা শুনতে ভিড় জমিয়েছিলেন। আদালত সূত্রে জানা গিয়েছে, পরবর্তী শুনানি শুরু হবে জানুয়ারি মাসের ১৮ তারিখ থেকে।
|
মহিলার দেহ মিলল গঙ্গায়
নিজস্ব সংবাদদাতা • কেতুগ্রাম |
অস্বাভাবিক মৃত্যু হল এক অজ্ঞাতপরিচয় বিবাহিত মহিলার। ঘটনাটি ঘটেছে শুক্রবার কেতুগ্রামের শাঁখাই ঘাটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে গঙ্গায় ভেসে যাচ্ছিলেন বিবাহিত ওই মহিলা। সেই সময় কাছেই ছিলেন তিন যুবক। তাঁদের মধ্যে দু’জন গঙ্গায় ঝাঁপিয়ে ওই যুবতীকে উদ্ধার করে রাস্তায় তোলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই মহিলাটিকে বাঁচানোর জন্য এগিয়ে আসেন এলাকার মহিলারা। কিন্তু লাভ হয়নি। উদ্ধারের কিছুক্ষণ পরেই অজ্ঞাতপরিচয় ওই মহিলা প্রাণ হারান। পরে কেতুগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, এ দিন ওই বিবাহিত মহিলাকে শাঁখাই এলাকার কয়েকটি স্নানের ঘাটে দেখা গিয়েছিল।
|
গ্রন্থাগার দিবস
নিজস্ব সংবাদদাতা • কালনা |
গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনাসভা হয়ে গেল কালনা শহরের সত্যময় সাধারণ পাঠাগারে। শুক্রবার ওই অনুষ্ঠানে বই পড়ার নানা প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। ওই গ্রন্থাগারের গ্রন্থাগারিক অমিতাভ চক্রবর্তী জানান, বছর তিনেক আগেও বইয়ের পাঠক সংখ্যা তলানিতে ঠেকেছিল। এখন পরিস্থিতি অনেকটাই বদলেছে। নতুন প্রজন্মের অনের পাঠকই বইমুখী হচ্ছেন।
|
চোলাই মদ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • কেতুগ্রাম |
আটক জিনিসপত্র। —নিজস্ব চিত্র। |
চোলাই মদ তৈরির অভিযোগে কাটোয়ার কাঁটারি গ্রাম থেকে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে ২০০ লিটার চোলাই মদ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বিল্টু দাস। শুক্রবার তাকে কাটোয়া আদালত তোলা হলে বিচারক ধৃতের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। |