দুর্গাপুরে শুরু হচ্ছে বর্ধমান জেলা বই মেলা
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
২৬ তম বর্ধমান জেলা গ্রন্থমেলা প্রথমবারের মত অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপুরের গাঁধী মোড় ময়দানে। চলবে আগামি ২৬ ডিসেম্বর পর্যন্ত। মেলা চলাকালীন প্রতিদিনই থাকছে আলোচনা চক্র, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও নানান অনুষ্ঠান। প্রথম দিন দুপুর ১ টা নাগাদ দুর্গাপুর পুরসভা ভবনের সম্মুখ থেকে বইয়ের জন্য হাঁটুন শীর্ষক একটি র্যালি বের হয়। ছিল আদিবাসী নৃত্যও। সিটি সেন্টার বাসস্ট্যান্ড হয়ে বইমেলা প্রাঙ্গন পর্যন্ত যায় সেটি। গান, নাচ সহযোগে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পর ছিল এক গুচ্ছ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মেয়র অর্পূব মুখোপাধ্যায় ও অন্যান্যরা। |
হল অনুষ্ঠান। —নিজস্ব চিত্র। |
মেলায় খুব বেশি ভীড় হয়নি। বিভিন্ন জায়গা থেকে নানা ধরণের মানুষেরা এসেছিলেন। পড়ুয়ারাও এসেছিল বাবা মায়ের হাত ধরে। মেলার অনুষ্ঠান দেখার পাশাপাশি অনেকেই ঘুরে ঘুরে দেখছিলেন বইয়ের স্টলগুলি। আসানসোলের থেকে এসেছিলেন কবি নিবেদিতা আচার্য। তিনি বলেন, “দুর্গাপুরে এই প্রথমবারের মত জেলা গ্রন্থ মেলায় এলাম। এখানকার আন্তরিক একটা পরিবেশ মনকে ছুঁয়ে গেল।”
|
সময়ে টাকা মেলেনি, ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
মাসিক আয় প্রকল্পে সময় মতো টাকা না মেলার অভিযোগে কাজোড়া ডাকঘর কার্যালয়ের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন আমানতকারীরা। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভ দেখান তাঁরা। আমানতকারীদের অভিযোগ, কিষাণ বিকাশপত্র ও জাতীয় বিমা প্রকল্পের মেয়াদ উত্তীর্ণ হওয়ার দীর্ঘ দিন পরে টাকা পেয়েছেন তাঁরা। ডাকঘর অধিকর্তা জানান, ডাকঘরে তিনি ছাড়া আর একজন কর্মী আছেন। এত কম সংখ্যক কর্মী এত মানুষের কাজ সময় মতো করতে পারছেন না। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বার বার জানানো হয়েছে বলে দাবি করেন তিনি। কিন্তু কোনও ফল হয়নি। যা করবার ঊর্ধ্বতন অধিকর্তাই করবেন। তাঁদের কিছু করার নেই বলে জানান তিনি।
|
উল্টাল অ্যাসিড ভর্তি ট্যাঙ্কার
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
গড়িয়ে এল অ্যাসিড। —নিজস্ব চিত্র। |
অ্যাসিড ভর্তি ট্যাঙ্কার উল্টে গিয়ে অ্যাসিড বের হয়ে গড়িয়ে গেল রাস্তার পাশে থাকা ঝুপড়ির ভিতর। শুক্রবার দুপুরে দুর্গাপুরের খয়রাশোলের কাছে জাতীয় সড়কের ধারে ওই ট্যাঙ্কারটি উল্টে যায়। দমকল এবং দুর্যোগ মোকাবিলা দফতরের কর্মীরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দমকল সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল সাড়ে ১১টা নাগাদ আসানসোলের দিকে যাচ্ছিল ট্যাঙ্কারটি। সেই সময় ২ নম্বর জাতীয় সড়কের ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায়। বেশ খানিকটা সালফিউরিক অ্যাসিড বেরিয়ে গড়িয়ে যায় রাস্তার পাশের একটি ঝুপড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকল পৌঁছয়। ক্রেনে করে ট্যাঙ্কারটি তোলা হয়।
|
ভস্মীভূত সাত ঝুপড়ি
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
আগুন লেগে ভস্মীভূত হল সাতটি ঝুপড়ি। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কাদা রোডে। কী ভাবে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হবে জানিয়েছে পুলিশ। |