শিক্ষিকার সাহসিকতায় দুষ্কৃতীকে ধরল পুলিশ
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
এক স্কুল শিক্ষিকার সাহসিকতায় হার ছিনতাইকারী এক দুষ্কৃতীকে ধরল পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বালুরঘাটের উত্তমাশা এলাকার ঘটনা। পুলিশ জানায়, ধৃতের নাম গণেশ ঋষি। তার বাড়ি মালদহে। তিন জন দুষ্কৃতীর ওই দলটি একটি বাইকে চেপে পথচারী ওই শিক্ষিকার গলার সোনার হার ছিনিয়ে নেয়। ওই শিক্ষিকা পাল্টা ঘুরে ঝাঁপিয়ে পড়ে ওই ছিনতাইকারী যুবকের মাথার চুল ধরে হ্যাঁচকা টান মারেন। তাতে বাইক থেকে পড়ে যায় ওই দুষ্কৃতী। বাকিরা পালাতে পারলেও মাটিতে পড়ে যাওয়া ওই দুষ্কৃতীর বুকের উপর পা দিয়ে তিনি চেপে ধরেন। দুষ্কৃতীর হাত থেকে হার উদ্ধার হয়। এরপর এলাকার লোকজন ওই ছিনতাইকারীকে ধরে পুলিশের হাতে তুলে দেন। আইসি বিপুল বন্দ্যোপাধ্যায় বলেন, হার পেয়ে যাওয়ায় ওই শিক্ষিকা থানায় কোনও অভিযোগ করেননি। তবে আমরা দুষ্কৃতী দলের বাকিদের ধরতে তদন্ত চালাচ্ছি। উল্লেখ্য, গত তিনদিনে বালুরঘাট শহরে বাইক নিয়ে মহিলাদের গলার হার ছিনতাইয়ের পর পর তিনটি ঘটনা ঘটেছে।
|
তালা ভেঙে ব্যাঙ্কে চুরি দিনহাটায়
নিজস্ব সংবাদদাতা • দিনহাটা |
সমবায় সমিতির নিয়ন্ত্রণাধীন মিনি ব্যাঙ্কে তালা ভেঙে ঢুকে নগদ টাকা ও সোনার গয়না চুরি করে পালাল দুষ্কৃতীরা। বুধবার রাতে দিনহাটার বড় শোলমারি এলাকায় ওই ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে ওই ঘটনায় নগদ ৫ লক্ষ টাকা ছাড়াও আমানতকারীদের গচ্ছিত বেশ কয়েক লক্ষ টাকা মূল্যের সোনার গয়না নিয়েও দুষ্কৃতীরা চম্পট দিয়েছে বলে সমিতির তরফে পুলিশে অভিযোগ জানানো হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে ব্যাঙ্কের ঘর খুলতে এসে এক কর্মী দরজার তালা ভাঙা দেখে অন্যদের খবর দেন কোচবিহারের পুলিশ সুপার অনুপ জয়সওয়াল বলেন, “তদন্ত শুরু হয়েছে। সবই খতিয়ে দেখা হচ্ছে।” |