মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, কলকাতা গেলেন গুরুঙ্গ |
নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং |
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে বৃহস্পতিবার কলকাতায় গেলেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুঙ্গ। এ দিন সকালে বিমানে তিনি কলকাতায় যান। আজ শুক্রবার মুখ্যমন্ত্রীর সঙ্গে গুরুঙ্গদের কলকাতায় বৈঠকের কথা রয়েছে। মোর্চা সূত্রে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী নিজেই বৈঠক ডেকেছেন। বৈঠকের আলোচনার বিষয় নিয়ে মোর্চার তরফে সরাসরি কিছু না বলা হলেও দল সূত্রে জানা গিয়েছে, জেলবন্দি জিটিএ সদস্যদের মুক্তির দাবি বৈঠকে তোলা হবে। সেই সঙ্গে পাহাড়ের বাসিন্দাদের আদিবাসী মর্যাদা দেওয়া এবং জিটিএর হাতে আর বেশি অর্থ বরাদ্দ নিয়েও বিস্তারিত আলোচনা হবে।
এদিন গুরুঙ্গের সঙ্গে ছিলেন দার্জিলিঙের বিধায়ক ত্রিলোক দেওয়ান। মোর্চা জানিয়েছে, দলের সাধারণ সম্পাদক রোশন গিরি এবং জিটিএ সদস্য আর বি ভুজেল দিল্লি থেকে এসে শুক্রবারের বৈঠকে যোগ দেবেন। এ দিন গুরুঙ্গ জানিয়েছেন, বৈঠকের পরেও তিনি বেশ কিছু দিন কলকাতায় থাকবেন। তবে সে সময় তাঁর কর্মসূচি নিয়ে কিছু জানাননি তিনি।
দাজির্লিঙের বিধায়ক ত্রিলোক দেওয়ান বলেন, “সব বিষয় নিয়েই খোলা মনে আলোচনা হবে বলে আমরা আশাবাদী। মুখ্যমন্ত্রী এবং গুরুঙ্গের একান্তে বৈঠকের পরে, মোর্চার পুরো প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। বিকেল তিনটে নাগাদ বৈঠক হবে।’’ ত্রিলোকবাবু বলেন, “পাহাড়ের গোর্খা সম্প্রদায়কে আদিবাসীর মর্যাদা দেওয়ার দাবি এর আগে দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা হয়েছে। এই বিষয়ে কেন্দ্রকে চাপ দিতে মুখ্যমন্ত্রীকে আমরা আর্জি জানাব। পাশাপাশি ৮ জন জিটিএ সদস্য সহ জেলবন্দি মোর্চা সমর্থকদের দ্রুত মুক্তির দাবিও মুখ্যমন্ত্রীকে জানানো হবে। দার্জিলিংকে উত্তর-পূর্ব কাউন্সিলের অন্তর্ভুক্ত করার দাবিও জানাব।” |