ভাঙা হল মাটিগাড়া ব্লক কংগ্রেস কমিটি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ভেঙে দেওয়া হল মাটিগাড়া ব্লক কংগ্রেস কমিটি। বৃহস্পতিবার কমিটি ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেন দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার। আজ, শুক্রবার কংগ্রেসের দলীয় কার্যালয়ে এ বিষয়ে দলের পরবর্তী কর্মসূচি নিয়ে একটি দলীয় বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে জেলা নেতৃত্বের উপস্থিত থাকার কথা। এ দিন শঙ্করবাবু বলেন, “সাত দিনের মধ্যে নতুন কমিটি গঠন করা হবে। জেলার দুই শীর্ষ নেতা জীবন মজুমদার এবং সঞ্জয় পাঠককে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের নেতৃত্বেই পরবর্তী কমিটি বেছে নেওয়া হবে।” যদিও কমিটি ভেঙে দেওয়ার কথা কিছুই জানেন না বলে জানিয়েছেন বর্তমান সভাপতি নান্টু বিশ্বাস। তিনি বলেন, “কমিটি বরখাস্ত করা হয়েছে বলে আমার কাছে কোনও খবর নেই। উনি কমিটি ভাঙলে আমার সঙ্গে কয়েক হাজার লোক তৃণমূলে যোগ দেবে। তাহলে এলাকায় কংগ্রেস আর অবশিষ্ট থাকবে না।” কংগ্রেসের একাংশের তৃণমূল ‘ঘনিষ্ঠতাই’ কমিটি ভেঙে দেওয়ার কারণ বলে দল সূত্রে খবর। এ দিকে নতুন সভাপতির দৌড়ে চারজনে নাম উঠে আসছে। দলীয় সূত্রের খবর, তাঁরা হলেন একসময় সিপিএম থেকে কংগ্রেসে আসা পার্থ সেনগুপ্ত, প্রবীণ কংগ্রেস নেতা বাবলু সরকার, শিবমন্দিরের মাধব সিংহ রায় এবং সুব্রত কুণ্ডু। যদিও এখনই কিছু বলতে চাইছেন না শঙ্করবাবু। তিনি বলেন, “যা বলার, চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পরেই বলব।”
|
আজ সূর্যকান্ত শিলিগুড়িতে
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
এসজেডিএ-র দুর্নীতি, সারদা কাণ্ডে সিবিআই তদন্ত এবং অভিযুক্তদের কড়া শাস্তির দাবিতে আজ শুক্রবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কে সভা করবে দার্জিলিং জেলা বামফ্রন্ট। উপস্থিত থাকবেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। ওই সভা থেকেই দুনীর্তির অভিযোগ নিয়ে আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে বামফ্রন্ট। প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য-সহ জেলার অন্য নেতৃবৃন্দও থাকবেন। বামফ্রন্ট সূত্রে জানানো হয়েছে, এ দিনের সভা থেকে দুর্নীতির তদন্ত দাবি করে এসজেডিএ-এর দফতর ঘেরাও, বিক্ষোভ, এবং অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে। সিপিএম সূত্রে জানা গিয়েছে, এসজেডিএ-এর দুর্নীতি নিয়ে প্রাক্তন পুরমন্ত্রী অশোকবাবু একটি পুস্তিকা লিখেছেন। সভা মঞ্চ থেকে সূযর্কান্তবাবু ওই পুস্তিকা প্রকাশ করবেন। অশোকবাবু বলেন, “এসজেডিএ-এর দুর্নীতি নিয়ে উত্তরবঙ্গ জুড়ে যে জনমত গঠিত হয়েছে তার প্রতিফলন সভায় দেখা যাবে। জেলা তথা উত্তরবঙ্গ জুড়ে আন্দোলন গড়ে তোলা হবে। সেই কর্মসূচিও ঘোষণা করা হবে।”
|
সিপিএম নেতার উপরে ‘হামলা’
নিজস্ব সংবাদদাতা • ময়নাগুড়ি |
সিপিএম নেতার বাড়িতে হামলা এবং দলীয় দফতর দখলের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে ময়নাগুড়ির দোমহনি নতুনবাজার এলাকায়। অভিযোগ, ইট-পাথর ছুড়ে সিপিএমের ময়নাগুড়ি জোনাল কমিটির সম্পাদক অরুণ ঘোষের বাড়িতে ভাঙচুর চালানো হয় এবং ওই বাড়ি সংলগ্ন এলাকায় দলীয় দফতরের সামনে থাকা লাল পতাকা নামিয়ে তৃণমূলের পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। সিপিএমের জলপাইগুড়ি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বিজয়বন্ধু মজুমদার বলেন, “তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই ভাঙচুরের ঘটনায় জড়িত। পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে।” যদিও ময়নাগুড়ি ব্লক তৃণমূল সভাপতি মনোজ রায় অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। খোঁজ নিয়ে দেখেছি। ওই ঘটনার সঙ্গে আমাদের দলের কেউ জড়িত নেই। পুলিশের উচিত তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করা।” জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার জেমস কুজুর বলেন, “অভিযোগ পেয়েছি ঘটনার তদন্ত চলছে।” সিপিএমের ময়নাগুড়ি জোনাল কমিটির সম্পাদক অরুণ ঘোষ জানান, হামলার সময় বাড়িতে আমার ছেলে, মেয়ে অরিন্দম ছিল। ওরা ভয়ে দরজা বন্ধ করে ঘরে বসেছিল। প্রায় আধ ঘণ্টা ঢিল বৃষ্টি চলে। এ পরে দলীয় দফতরে চড়াও হয় চেয়ার টেবিল ভাঙচুর করে দলের দু’জন কর্মীকে ধরে পেটানো হয়। দলের পতাকা ফেলে দেওয়া হয়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাকে এলাকা ছাড়া করার হুমকিও দিয়েছে।
|
তৃণমূলে যোগ
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
তৃণমূলে যোগ দিলেন মালবাজারের লুকসান গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের সদস্যরা। বৃহস্পতিবার ডুয়ার্সের চেংমারি চা বাগানে ধুপগুড়ি এলাকার তৃণমূলের জেলাপরিষদ সদস্য অমরনাথ ঝা-র বাড়িতে এই দলবদল হয়। একইসঙ্গে নাগরাকাটা পঞ্চায়েত সমিতির কংগ্রেসের সদস্য সুষমা টোপ্পোও তৃণমূলে যোগ দিয়েছেন। ২৬ আসনের এই পঞ্চায়েতে সিপিএমের ১০টি আসন, ঝাড়খন্ড মুক্তি মোর্চার ৬টি এবং কংগ্রেস ৯টি আসন ছিল। সম্প্রতি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সমর্থকরা তৃণমূলে যোগ দেন। এর পরে লুকসান বোর্ডও তৃণমূলের হল বলে মনে করা হচ্ছে।
|
মূর্তি উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বিষ্ণু, শিব সহ ৮ টি মূর্তি উদ্ধার করল শুল্ক দফতর। বৃহস্পতিবার শিলিগুড়ির খড়িবাড়ির অধিকারী স্টেশন চত্বর থেকে মূর্তিগুলি উদ্ধার করে তারা। তিনটি ব্যাগে এই মূর্তিগুলি রাখা ছিল। আগে থেকে পাওয়া খবরের ভিত্তিতে শুল্ক দফতর অভিযান চালিয়ে মূর্তিগুলি উদ্ধার করলেও কাউকে গ্রেফতার করা যায়নি। মূর্তিগুলির মধ্যে ৫টি কষ্টিপাথরের, একটি বেলেপাথরের একটি টেরাকোটার মূর্তি।
|
পুলকার রুখতে
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বেআইনি পুলকারগুলি রুখতে জেলাশাসকের দ্বারস্থ হল স্কুল বাসমালিকদের সংগঠন। বৃহস্পতিবার জেলাশাসকের সঙ্গে দেখা করেন বাস মালিকরা। দার্জিলিঙের জেলাশাসক পুনীত যাদব অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। |