স্কুলছাত্রের অপমৃত্যু, তদন্তের দাবি |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
এক স্কুল ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবি তুলে প্রায় আড়াই ঘণ্টা পথ অবরোধ করল মৃতের সহপাঠীরা। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত আলিপুরদুয়ার থানার সোনাপুর চৌপথী এলাকায় ওই অবরোধ হয়। অবরোধ তুলতে গিয়ে ছাত্রদের গায়ে পুলিশ হাত তুলেছে এই অভিযোগে ক্ষুব্ধ হয়ে ওঠেন বাসিন্দারা। আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্কুল চলাকালীন ছাত্রছাত্রীদের এই অবরোধে স্কুল কর্তৃপক্ষ খানিকটা অস্বস্তিতে পড়েছেন। সোনাপুর বিকে হাইস্কুলের প্রধান শিক্ষক খগেন্দ্রনাথ রায় বলেন, “পথ অবরোধের বিষয়টি জানতাম না। পুলিশের কাছে জেনে ঘটনাস্থলে যাই।” আর সোনাপুর বিকে গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা রেখা দাস জানান, স্কুলে বার্ষিক পরীক্ষা চলছে। কিছু ছাত্রী বাইরে থেকেই পথ অবোরধে সামিল হয়েছে। স্কুল থেকে কেউ যাননি। |
পথ অবরোধে পড়ুয়ারা। বৃহস্পতিবার তোলা নিজস্ব চিত্র। |
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৪ নভেম্বর ভোরে সোনাপুর বিকে হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রকে বাড়ির কাছে খয়েরবাড়ি বাজারে মাঠে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। প্রথমে তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পরে কোচবিহার ও শিলিগুড়ি নিয়ে যায় পরিবারের লোকেরা। ১৯ নভেম্বর ছাত্রটি মারা যায়। গত ৫ ডিসেম্বর মৃত ছাত্রের বাবা নিত্যানন্দ রায় আলিপুরদুয়ার থানায় অভিযোগ জানান, তাঁর ছেলেকে খুন করা হয়েছে। তাঁর ছেলের এক বান্ধবী, বান্ধবীর বাবা ও ভাই এবং স্থানীয় এক যুবকের বিরুদ্ধে অভিযোগ করেন। ওই ছাত্রের পরিবারের দাবি, ওই বান্ধবীর সঙ্গে তার ঘনিষ্ট সম্পর্ক ছিল, তবে ওই বান্ধবীর অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল। পুলিশের বক্তব্য, ওই ছাত্রের দেহের ময়নাতদন্তের রিপোর্ট এখনও তাঁদের হাতে আসেনি। আলিপুরদুয়ারের মহকুমা পুলিশ আধিকারিক বিশ্বচাঁদ ঠাকুর বলেন, “খুনের মামলা রুজু করা হয়েছে। তদন্ত চলছে। অভিযুক্তেরা পলাতক। তাদের সন্ধানে তল্লাশি চলছে।” ওই ছাত্রের খুনে অভিযুক্তদের পরিবার থেকে অবশ্য সব অভিযোগই অস্বীকার করা হয়েছে। |