মহিলা বিডিওকে হেনস্থা, অভিযুক্ত যুব তৃণমূল কর্মী
নিজস্ব সংবাদদাতা • কোতুলপুর |
যাত্রার আসর বসানোর অনুমতি নিতে গিয়ে বাঁকুড়ার কোতুলপুরের মহিলা বিডিও-কে হেনস্থা করার অভিযোগ উঠল এক যুব তৃণমূল সদস্যের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে বিডিও অভিনন্দা মুখোপাধ্যায়ের কাছ থেকে খবর পেয়ে আতাউর রহমান নামে ওই যুবককে টেলিফোনে সতর্ক করেন জেলাশাসক বিজয় ভারতী। তবে স্থানীয় কোয়ালপাড়া গ্রামের ওই যুব তৃণমূল কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়নি। আতাউরের সঙ্গে এ দিন যোগাযোগ করা যায়নি। স্থানীয় সূত্রের খবর, এলাকায় যাত্রার আসর বসানোর অনুমতি নিতে আতাউর এ দিন সঙ্গীদের নিয়ে কোতুলপুর ব্লক অফিসে যান। বিডিও-র দাবি, “পদ্ধতি না মেনে ওই যুবক সেই মুহূর্তেই যাত্রার আসর করার অনুমতি দেওয়ার জন্য চাপাচাপি করছিলেন। পদ্ধতি না মানলে অনুমতি দেওয়া যাবে না বলার পরেই উনি হুমকি দিতে থাকেন। এ ভাবে জোর করা বেআইনি বলাতেও ওঁকে থামানো যায়নি। আমাকে হেনস্থা করা হয়। জেলাশাসককে ঘটনাটি জানাই।” তৃণমূলের কোতুলপুর ব্লক সভাপতি প্রবীর গরাই বলেন, “এ রকম অভিযোগ ওঠা অভিপ্রেত নয়। আতাউর যুব তৃণমূলের সদস্য। ঘটনাটি খোঁজ নেব।” জেলাশাসক বলেন, “ওই যুবক কোতুলপুরের বিডিও-কে তাঁর অফিসে ঢুকে হেনস্থা করেছেন বলে শুনেছি। যুবকটিকে সতর্ক করে দিয়েছি। এখনই পুলিশের সাহায্য নেওয়ার মতো ঘটনা ঘটেনি। তেমন হলে ব্যবস্থা নিতাম।”
|
ঝালদা পুরসভা নিজেদের দখলে নিল তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্যে দলবদলের চলতি ধারায় বৃহস্পতিবার নতুন সংযোজন পুরুলিয়ার ঝালদা পুরসভা। ঝালদা পুরসভার চেয়ারম্যান প্রদীপ কর্মকার-সহ কংগ্রেসের তিন জন এবং চার জন নির্দল কাউন্সিলর তাঁদের দলে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়।
ওই ৭ জন যোগ দেওয়ায় ১২ কাউন্সিলরের ঝালদা পুরবোর্ড নিরঙ্কুশ ভাবে তৃণমূলের দখলে এল বলে মুকুলবাবুর দাবি। তবে সদ্য কংগ্রেস-ত্যাগী প্রদীপবাবুর বক্তব্য, “কংগ্রেসের তিন কাউন্সিলর এখন তৃণমূলে যোগ দিলেন। আমরা ফিরে যাওয়ার পরে আরও চার জন যোগ দেবেন।” একের পর এক পুরসভা এবং নেতাদের ভাঙিয়ে তৃণমূল ‘ঘৃণ্য রাজনীতি’ করছে বলে এ দিনই অভিযোগ করেছেন কংগ্রেস নেতা মানস ভুঁইয়া। তাঁর বক্তব্য, “তৃণমূল যে ভাবে দলবদলের রাজনীতি করছে, তা একনায়কতন্ত্রের সামিল! গণতান্ত্রিক পরিবেশে আলোচনা, বিরোধিতা কিছুই যেন এ রাজ্যে থাকবে না! থাকবে শুধুই শাসক দল!” জবাবে মুকুলবাবুর বক্তব্য, “আমরা দল ভাঙাভাঙি করি না! যাঁরা উন্নয়নে সামিল হতে চাইছেন, তাঁরাই তৃণমূলে আসছেন। মানসবাবুও উন্নয়ন করতে চাইলে আমাদের দলে আসতে পারেন!”
|
ধর্ষণের নালিশ, গ্রেফতার যুবক
নিজস্ব সংবাদদাতা • ইন্দাস |
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগে তাঁরই পড়শি এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ইন্দাস থানার যশদিঘি গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম পিন্টু কুমার মাঝি। তেইশ বছরের ওই যুবকের বাড়ি যশদিঘি গ্রামে। বুধবার রাতে বাড়ি থেকে তাকে ধরা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৮ ডিসেম্বর ১৯ বছরের তরুণী থানায় পিন্টুর বিরুদ্ধে তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। তরুণীর দাবি বর্তমানে তিনি অন্তঃসত্ত্বা। কিন্তু পিন্টু এখন তাঁকে বিয়ে করতে অস্বীকার করছে। এর পরেই তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। ধৃতকে এ দিন বিষ্ণুপুর আদালতে হাজির করানো হলে বিচারক তাকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন।
|
ট্রাক আটক
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
বৈধ নথি না থাকার অভিযোগে পাথর বোঝাই ৫৪টি ট্রাক আটক করল ভূমি ও ভূমি সংস্কার দফতর। বৃহস্পতিবার বাঁকুড়া ২ ব্লকের হেভিরমোড় এলাকায় বোল্ডার, মোরাম, পাথরবাহী ট্রাকগুলি আটক করা হয়। বাঁকুড়া ২ ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক শুভেন্দু ভট্টাচার্য বলেন, “বৈধ কাগজ দেখাতে না পারায় ট্রাকগুলি আটক করা হয়েছে। গাড়ি মালিকদের জরিমানা করা হবে। না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।” এই জেলার বিভিন্ন খাদান থেকে অবৈধ ভাবে পাথর, মোরাম ও বোল্ডার পাচার করার অভিযোগ আগেও উঠেছে।
|
সিআরপিএফ শিবির থেকে বাসিন্দাদের সৌর লন্ঠন, জলের ট্যাঙ্ক, মশারি প্রভৃতি বিলি করা হল। বুধবার বান্দোয়ানের কুচিয়া শিবিরের এই অনুষ্ঠানে ছিলেন বান্দোয়ানের ওসি রজত চৌধুরী, সিআরপিএফের আধিকারিক জয়ন্ত মজুমদার, পরিমল দত্ত প্রমুখ ছিলেন।
|
ডাম্পার উল্টে মৃত্যু হল খালাসির। বুধবার রাতে মানবাজার-পায়রাচালি রাস্তায় দুর্ঘটনায় মৃত্যু হয় দশরথ সর্দার (২০) নামে বেলপাহাড়ি থানার পচাপানি গ্রামের ওই বাসিন্দা। তাঁর দেহ ডাম্পারের তলায় চাপা পড়েছিল। |