টুকরো খবর
ভেড়ি-মালিককে ডেকে নিয়ে ডেকে গিয়ে খুন
ফোন করে বাড়ি থেকে ডেকে এনে মেছো ভেড়ির মালিককে খুনের অভিযোগ উঠল বসিরহাট তিন নম্বর কলোনিতে। বুধবার বিকেলে ফোম পেয়ে বাড়ি থেকে স্কুটি নিয়ে বেরোন নিহত ভুবন দেবনাথ (৪৫)। ঘণ্টাখানেক পরে স্থানীয় ঝিনকা এলাকায় তাঁরই মাছের ভেড়ির পাশে তাঁর গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় এক মহিলা। পুলিশ এসে দেহ উদ্ধার করে। নিহতের স্ত্রী চায়না দেবী দেবনাথের অভিযোগের ভিত্তিতে দু’জনকে আটক করেছে পুলিশ। মূল অভিযুক্তদের গ্রেফতার করা যায়নি। চায়না দেবী জানান, বুধবার বিকেল সাড়ে তিনটে নাগাদ তাঁর একটি ফোন আসে। তিনি বলেন, “জরুরি প্রয়োজন বলে ফোনে ডাকছে। ওদের সঙ্গে দেখা করে এখনই ফিরছি।” তারপরেই এই ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বসিরহাটে জমির দাম অতিরিক্ত বেড়ে যাওয়ায় প্রমোটারির ব্যবসা নিয়ে সমস্যা শুরু হয়েছে। মাছের ব্যবসার পাশাপাশি জমি কেনাবেচাতেও জড়িয়ে পড়েছিলেন তিনি। বিভিন্ন সময়ে টাকা নিয়ে গণ্ডগোলে জড়িয়েছেন ভুবন। চায়নাদেবী জানান, টাকা নিয়ে তাঁর স্বামীকে হুমকি দিচ্ছিল দুষ্কৃতীরা। দুপুর তিনটের সময়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে বিকেল সাড়ে চারটে নাগাদ মেছোভেড়ির জলের কাছে তাঁর দেহ মাটিতে পড়ে থাকতে দেখেন ঘাস কাটতে আসা এক মহিলা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

কৃষি সরঞ্জাম বিতরণ
দেগঙ্গার দু’টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তুলে দেওয়া হল আধুনিক কৃষি সরঞ্জাম। বৃহস্পতিবার বিকেলে দেগঙ্গার সিএসিডি প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে বেড়াচাঁপা-১ পঞ্চায়েত এবং চাকলা পঞ্চায়েতের দু’টি স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের ওই সমস্ত যন্ত্রপাতি তুলে দেওয়া হয়। এ দিনে তুলে দেওয়া যন্ত্রপাতির মধ্যে ছিল আট লাখ টাকা মূল্যের দু’টি পাওয়ার টিলার, চারটি স্প্রেয়ার, চারটি ধান ঝাড়া মেশিন এবং পাম্পসেট-সহ অন্যান্য সরঞ্জাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেগঙ্গার বিধায়ক নুরুজ্জামান, বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাস, সিএডিসি-র ভারপ্রাপ্ত আধিকারিক রাজর্ষি সাহা, দেগঙ্গা ব্লকের কৃষি আধিকারিক দীপক বিশ্বাস-সহ বিশিষ্ট ব্যক্তিবৃন্দ। কৃষি সরঞ্জামের আধুনিকীকরণের মাধ্যমে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এই সমস্ত যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন বিধায়ক নুরুজ্জামান।

জমি নিয়ে বিবাদে বৃদ্ধকে গুলি
জমি নিয়ে বিবাদে গুলিবিদ্ধ হলেন এক বৃদ্ধ। বুধবার রাতে আগারহাটি-সরবেরিয়া পঞ্চায়েতের ১৪ নম্বর বামনঘেরির ওই ঘটনায় আহত সন্তোষ সর্দারকে ক্যানিং হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর পায়ে আঘাত লেগেছে। অভিযোগের তির বিজেপির দিকে। তৃণমূলের দাবি, সন্তোষবাবু ও তাঁর ছেলে তপন তাদের সমর্থক। বিজেপির অবশ্য বক্তব্য, এটি পারিবারিক বিষয়। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। বৃহস্পতিবার পুলিশ গ্রামে তদন্তে গেলে নারায়ণ পাইক, বিমল সর্দার-সহ কয়েকজনের নামে অভিযোগ করা হয়।

গির্জাকে সাহায্য
মধ্যমগ্রামের একটি গির্জার দরিদ্র ছেলেমেয়েদের সরকারি শিক্ষা ব্যবস্থার সুযোগ করে দিতে উদ্যোগী হচ্ছে রাজ্যের শিক্ষা দফতর। বৃহস্পতিবার আবদালপুরে ‘বিলিভার্স চার্চে’র এক অনুষ্ঠানে এ কথা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সাংসদ তহবিলের টাকা থেকে ওই গির্জাকে সাহায্য করার কথা জানান স্থানীয় সাংসদ কাকলি ঘোষদস্তিদার।

বাঁশ মেরে খুন
খড়দহ থানার পাতুলিয়া-সন্তোষপুরে মাথায় বাঁশের আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, তাঁর নাম তপন দাস (২৭)। তিনি বৃহস্পতিবার রাতে সন্তোষপুর স্কুলের সামনে আব্দুল ফারুক নামে এক যুবকের সঙ্গে কথা বলছিলেন। হেরোইন সেবনের ফলে ফারুক তখন নেশায় আচ্ছন্ন ছিল বলে অভিযোগ। সেই অবস্থায় সে হঠাৎই একটি বাঁশ দিয়ে তপনের মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তপনের। ফারুককে ধরে পেটায় জনতা। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। নিষিদ্ধ মাদক সেবন এবং নানা ধরনের অপরাধের অভিযোগে ফারুক আগেও গ্রেফতার করা হয়েছিল বলে পুলিশি সূত্রের খবর।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.