টুকরো খবর
ধৃত ৪ ‘মাওবাদী’র পুলিশ হেফাজত, জেলহাজতে ১
মাওবাদী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে ধৃত পাঁচ জনের মধ্যে দুই স্কুল পড়ুয়া-সহ চার জনকে আট দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার ঝাড়গ্রাম এসিজেএম আদালতের ভারপ্রাপ্ত বিচারক সুপর্ণা রায় ওই নির্দেশ দেন। অপর এক অভিযুক্তকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন বিচারক। বুধবার ওই পাঁচ জনকে ধরে ঝাড়গ্রাম জেলা পুলিশ। ধৃতেরা হল ঝাড়গ্রাম থানার কুলডিহা গ্রামের বছর কুড়ির ভবেশ মাহাতো, বিনপুর থানার মাহালাগুড়ির বছর কুড়ির চন্দন মাহাতো, লালগড় থানার শিলাপাড়া গ্রামের বছর আঠারোর রঞ্জন মণ্ডল, লালগড়ের কুরকুটশোল গ্রামের বছর তিপ্পান্নোর প্রৌঢ় বুদ্ধেশ্বর মাহাতো ও খড়্গপুর গ্রামীণ থানার সনমান্ডিপুরের বছর আঠারোর গোপাল ধল। বুদ্ধেশ্বরবাবুকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। অভিযুক্তদের আইনজীবী কৌশিক সিংহ এ দিন আদালতে অভিযোগ করেন, “রাজ্যে সরকারের ক্ষমতার পরিবর্তন হলেও জঙ্গলমহলের মানুষজনকে মিথ্যা মামলায় জড়ানোর প্রবণতা কমেনি।” কৌশিকবাবুর আরও দাবি, ওই পাঁচ জনকে বেআইনি ভাবে দীর্ঘ দিন আটক রাখার পরে গ্রেফতার দেখানো হয়েছে।

খুলবে ৬৫টি নতুন উচ্চ প্রাথমিক স্কুল
আগামী শিক্ষাবর্ষে পূর্ব মেদিনীপুর জেলায় আরও ৬৫টি উচ্চ প্রাথমিক বিদ্যালয় চালু হতে চলেছে। জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামুদ হোসেন এই খবর জানিয়ে বলেন, “জেলার কোনও কোনও প্রাইমারি স্কুলকে আপার প্রাইমারি স্কুলে উন্নীত করা হবে। আবার কোথাও নতুন আপার প্রাইমারি স্কুল তৈরি করা হবে।” জেলা পরিষদ সূত্রে খবর, যে সব আপার প্রাইমারি স্কুল তৈরি করা হবে, তাতে প্রথমে পঞ্চম ও ষষ্ঠ এই দুটি ক্লাস চালু করা হবে। তারপর পর্যায়ক্রমে সপ্তম ও অষ্টম শ্রেণি চালু করা হবে। জেলায় বতর্মানে ২৪৯টি আপার প্রাইমারি স্কুল চালু রয়েছে। জানা গিয়েছে, নতুন করে আরও ৬৫টি স্কুল খোলা হবে। সম্প্রতি রাজ্য সবর্শিক্ষা মিশন ‘রিদ্ধি’ নামে এক সংস্থাকে দিয়ে জেলায় প্রাথমিক-উচ্চ প্রাথমিক স্কুল ক’টি, নতুন করে কতগুলি খোলা দরকার তা জানতে সমীক্ষা করায়। রিপোর্টে তারা নতুন করে ৭২টি উচ্চ প্রাথমিক স্কুল খোলার কথা জানায়। সেই মতো উদ্যোগী হয় জেলা পরিষদ। বুধবার জেলা পর্যায়ে এক বৈঠকে আপাতত ৬৫টি স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত হয়। বৈঠকে ছিলেন সর্বশিক্ষা মিশনের জেলা আধিকারিক পুস্পেন্দু সরকার, জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) পূবরী নন্দী, শিক্ষা কর্মাধ্যক্ষ মামুদ হোসেন প্রমুখ।

নন্দিনী মেলা রামনগরে
রামনগর ১ পঞ্চায়েত সমিতির উদ্যোগে আগামী ২৫ ডিসেম্বর থেকে রামনগর আরএসএ ময়দানে শুরু হচ্ছে ‘নন্দিনী মেলা ২০১৩’। ৫ দিন ব্যাপী ওই মেলার উদ্বোধন করার কথা রাজ্যের গ্রামোন্নয়ণ ও পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের। বুধবার রামনগর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে এক বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার জানান। নিতাইবাবু বলেন, “এত দিন নন্দিনী মেলা দিঘা সৈকতে অনুষ্ঠিত হলেও এ বার তা রামনগরে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” বৈঠকে ছিলেন রামনগরের বিধায়ক অখিল গিরি, বিডিও তমোজিৎ চক্রবর্তী, পঞ্চায়েত সভাপতি নিতাই সার ও পঞ্চায়েত সমিতির সদস্যরা।

পথ দুর্ঘটনায় মৃত্যু
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম মহীউদ্দিন বেগ (৩৫)। বৃহস্পতিবার সকালে হলদিয়া শহরের এইচপিএল লিঙ্ক রোডে ধানসিঁড়ি পেট্রোকেম লিমিটেডের সামনে এই ঘটনাটি ঘটে। এ দিন তিনি ট্রেকারে চেপে সিটি সেন্টার হয়ে মঞ্জুশ্রী আসার সময় একটি লরি ট্রেকারের পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মহীউদ্দিনের মৃত্যু হয়। আহত তাঁর সঙ্গে থাকা অন্য দুই সঙ্গীকে হাসপাতালে চিকিৎসাধীন।

স্ত্রীকে পিটিয়ে খুন, ধৃত স্বামী
স্ত্রীকে পিটিয়ে খুন করার অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। নয়াগ্রাম থানার গোপালপুর গ্রামের ঘটনা। গত মঙ্গলবার ওই গ্রামের বধূ টুডু (৩৫)-র অস্বাভাবিক মৃত্যু হয়। মৃতার দাদা সিদো সরেনের অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে বধূদেবীর স্বামী বছর পঞ্চাশের মঙ্গল টুডুকে ধরে পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার ঝাড়গ্রাম এসিজেএম আদালতে তোলা হলে চারদিন পুলিশ হেফাজতের নির্দেশ হয়।

পথ দুর্ঘটনায় মৃত্যু
পথ দুর্ঘটনায় মৃত্যু হল মহীউদ্দিন বেগ (৩৫) নামে এক ব্যক্তির। বৃহস্পতিবার হলদিয়ার এইচপিএল লিঙ্ক রোডে ধানসিঁড়ি পেট্রোকেম লিমিটেডের সামনে দুর্ঘটনাটি ঘটে। তিনি ট্রেকারে চেপে সিটি সেন্টার হয়ে মঞ্জুশ্রী আসার সময় একটি লরি ট্রেকারের পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মহীউদ্দিনের মৃত্যু হয়। তাঁর দুই সঙ্গী তমলুক জেলা হাসপাতালে ভর্তি।

প্রয়াত বিজুবাবু
ঝাড়গ্রামের বর্ষীয়ান আইনজীবী তথা প্রাক্তন সরকারি কৌঁসুলি বিজয়কুমার মিত্র (৯০) প্রয়াত হলেন। বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এলাকায় ‘বিজুবাবু’ নামে সুপরিচিত ছিলেন তিনি। ঝাড়গ্রাম প্লিডার্স বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি বিজুবাবুর মৃত্যুতে আজ, শুক্রবার ঝাড়গ্রাম মহকুমা আদালতের আইনজীবীরা এক দিনের কর্মবিরতি পালন করবেন।

প্রস্তুতিসভা
কলেজ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি সভা করল পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদ। বৃহস্পতিবার বিকেলে ঝাড়গ্রাম শহরের দেবেমোহন মঞ্চে ওই সভায় ছিলেন সংগঠনের জেলা সভাপতি রমাপ্রসাদ গিরি, তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায়, ঝাড়গ্রামের পুরপ্রধান দুর্গেশ মল্লদেব প্রমুখ।

যুবকের দেহ
রাস্তার ধারে এক যুবকের মৃতদেহ মিলল। পাশে পড়ে ছিল মোটর সাইকেল। বৃহস্পতিবার সকালে পটাশপুর ২ ব্লকের শুকাখোলা গ্রামের মোরাম রাস্তার ধারে দেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শশধর বারিক (৪৩)। বাড়ি ওই গ্রামেই। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.