|
|
|
|
সরকারি রিপোর্ট ভুল, বিক্ষোভ এসইউসি’র
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
সরকারি আর্থ সামাজিক সমীক্ষার রিপোর্টে ভুল তথ্য প্রকাশ-সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে নন্দীগ্রাম ব্লকের বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাল এসইউসি সমর্থকরা। বৃহস্পতিবার সকালে এসইউসি’র নন্দীগ্রাম লোকাল কমিটির দলীয় কর্মী-সমর্থকরা জড়ো হয়ে বিক্ষোভ দেখায়। প্রায় দু’ঘণ্টা ধরে বিক্ষোভ চলে। নেতৃত্ব দেন দলের লোকাল কমিটির সম্পাদক মনোজ দাস, অসিত প্রধান, আনসার হোসেন প্রমুখ। এসইউসি নেতৃত্ব বিডিও’র কাছে ১১ দফা দাবি সম্বলিত স্মারকলিপিও জমা দেন।
দলের লোকাল কমিটির সম্পাদক মনোজ দাসের অভিযোগ, “নন্দীগ্রাম-১ ব্লকের সরকারি পারিবারিক আর্থ সামাজিক সমীক্ষার যে খসড়া রিপোর্ট প্রকাশিত হয়েছে তা ভুলে ভরা। ওই সমীক্ষায় ব্লকের বহু পরিবারের সদস্যদের বাবার নামের জায়গায় কাকার নাম, স্বামীর নামের জায়গায় প্রতিবেশীর নাম উল্লেখ রয়েছে। |
নন্দীগ্রামে এসইউসির বিক্ষোভ। —নিজস্ব চিত্র। |
বহু পরিবারের আর্থিক অবস্থার বিষয়ে নানা ভুল তথ্য দেওয়া হয়েছে। এর ফলে সঠিক বিপিএল তালিকা তৈরির ক্ষেত্রে বিভ্রান্তি তৈরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।” এছাড়াও এ দিন বিক্ষোভ কর্মসূচিতে এসইউসি সমর্থকরা একশো দিনের কাজের প্রকল্পে জব কার্ডধারীদের বছরে ন্যূনতম ২০০ দিন কাজের ব্যবস্থা করা, প্রতিদিন ২৫০ টাকা মজুরি প্রদানের দাবিও জানানো হয়। ব্লকের যেসব বাসিন্দার রেশন কার্ড তৈরি হয়নি, তাঁদের দ্রুত রেশন কার্ড দেওয়া সহ ডিজিটাল রেশন কার্ড তৈরির জন্য অন্তর্ভুক্ত করার কথাও বলা হয়। আর্থ সামাজিক সমীক্ষা নিয়ে এসইউসি’র অভিযোগ অস্বীকার করে নন্দীগ্রাম-১ ব্লকের বিডিও অমর্ত্য চক্রবর্তী বলেন, “পারিবারিক আর্থ সামাজিক সমীক্ষার সময় পরিবারের সদস্যরা যেসব তথ্য দিয়েছিল তার ভিত্তিতেই ওই খসড়া রিপোর্ট প্রকাশিত হয়েছিল। ওই রিপোর্ট প্রকাশের পর তা সংশোধনের জন্য যেসব পরিবারের পক্ষ থেকে আবেদন পাওয়া গিয়েছে তা নিয়ে ইতিমধ্যে শুনিান হয়েছে। আর খসড়া সমীক্ষা রিপোর্টে প্রশাসনিকভাবে যে সব ত্রুটি ছিল তাও সংশোধন করে দেওয়া হয়েছে। এরপরে চুড়ান্ত তালিকাও প্রকাশিত হবে।” |
|
|
|
|
|