টোলগে নিয়ে সিদ্ধান্ত শনিবার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
টোলগে ওজবেকে ছাঁটাই করার সিদ্ধান্ত শনিবার পর্যন্ত ঝুলে রইল। শো-কজের যে জবাব দিয়েছেন অস্ট্রেলীয় স্ট্রাইকার, তাতে অবশ্য সন্তুষ্ট নন মহমেডান কর্তারা। বুধবার ফুটবল সাব কমিটির সভায় সব সদস্যের টোলগে-বিরোধী মনোভাব দেখে প্রেসিডেন্ট সুলতান আমেদ বললেন, “আর একটু ভেবে শনিবার যা সিদ্ধান্ত নেওয়ার নেব।” শুক্রবার জর্জ টেলিগ্রাফের সঙ্গে কলকাতা লিগ ম্যাচ খেলতে নামছে মহমেডান। ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে কোচহীন মহমেডান চোট সমস্যায় জেরবার। চোটের জন্য শুক্রবার ম্যাচে সম্ভবত খেলতে পারবেন না পেন, জোসিমার, অজয় সিংহ ও জেরি। বিদেশিদের মধ্যে প্রথম দলে থাকবেন লুসিয়ানো সাব্রোসা। ফলে ফরোয়ার্ডে অসীম বিশ্বাস ও রহিম নবিকে নিয়েই প্রথম দল সাজাতে পারেন সহকারী কোচ ফুজা তোপে। ফুজা বললেন, “জয় পেলেই দলের আত্মবিশ্বাস বেড়ে যাবে।” এ দিকে বৃহস্পতিবার বারাসতে অনুশীলনে চোট পেলেন মোহনবাগানের মণীশ ভার্গব। শনিবার পুণে ম্যাচে তিনি অনিশ্চিত।
পুরনো খবর: টোলগের পরিবর্ত খোঁজা শুরু করে দিল মহমেডান
|
ঘটনাবহুল জীবন। কখনও আইসিসি-র নিয়ম ভেঙে নির্বাসনে যাচ্ছেন। কখনও বার-এ মারামারি করে কোমায়। আশ্চযের্র ব্যাপার, এত ঝড়ঝঞ্ঝার পরেও জেসি রাইডার বিশ্ব ক্রিকেটের মূলস্রোতে স্বমহিমায় ফিরছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অনুষ্ঠেয় পাঁচ একদিনের ম্যাচের প্রথম দু’টির জন্য নিউজিল্যান্ড দল ঘোষণা করা হল এবং সবাইকে অবাক করে সে দলে রাখা হল রাইডারকে। প্রায় দু’বছর পরে জাতীয় দলে সুযোগ পেয়ে রাইডার স্বয়ং বলছেন, “বছরের শুরুতেই ফেরার একটা চেষ্টা করেছিলাম। পারিনি। ভাবিনি বছর শেষে সুযোগটা এসে যাবে। আমি সাঙ্ঘাতিক উত্তেজিত। দেশের জন্য আবার আমাকে দারুণ কিছু করতে হবে।”
|
সম্পর্ক শেষ শেন ওয়ার্ন-লিজ হার্লির? অস্ট্রেলিয়ার এক সেলিব্রিটি ম্যাগাজিন সে রকমই দাবি করেছিল মঙ্গলবার। দু’জনের এনগেজমেন্টও নাকি ভেস্তেছে। ম্যাগাজিনের খবরের স্বপক্ষে পরদিন ঘটল যথেষ্ট ইঙ্গিতপূর্ণ ঘটনা। মেলবোর্নে ওয়ার্নের বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখা গেল তাঁর প্রাক্তন স্ত্রী সিমোনে কালাহানকে, তাও হাসিখুশি মেজাজে, খোলামেলা জামাকাপড়ে। গতকালই আবার পারথ থেকে অ্যাসেজে ধারাভাষ্যকারের কাজ সেরে ওয়ার্ন মেলবোর্নে পৌঁছন। সেখানে তাঁর সঙ্গীর নাম? ছোট মেয়ে সামার। আর লিজ হার্লি? তিনি লন্ডনে, পরের পর বিরহের টুইট করছেন।
|
সাপ-লুডোর খেলা চলছে ক্রিকেট র্যাঙ্কিংয়ে। খারাপ খবর চেতেশ্বর পূজারার জন্য। আইসিসি জানাচ্ছে, তাদের সাম্প্রতিকতম টেস্ট র্যাঙ্কিং অনুযায়ী সাতে নেমেছেন পূজারা। বোলারদের মধ্যে রবিচন্দ্রন অশ্বিন এখনও পাঁচ। ব্যাটম্যানদের প্রথম কুড়িতে ভারতীয়দের হাল খুব খারাপ। পূজারা ছাড়া তালিকায় শুধু ওয়ান্ডারার্সে সেঞ্চুরি করা বিরাট কোহলি। তবে কুড়ি জনের মধ্যে তাঁর জায়গা সবার শেষে। ব্যাটম্যানদের শীর্ষে এখনও দুই দক্ষিণ আফ্রিকান হাসিম আমলা এবং এবি ডে’ভিলিয়ার্স।
|
হালফিলে খেলছেন বেশ খারাপ। স্বভাবত র্যাঙ্কিংও ক্রমশ খারাপ হচ্ছে সাইনা নেহওয়ালের। বৃহস্পতিবার প্রকাশিত হওয়া বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার ক্রমতালিকায় দু’ধাপ নেমে আটে চলে গেলেন অলিম্পিক ব্রোঞ্জজয়ী ভারতীয় মেয়ে। মেয়েদের ব্যাডমিন্টনে নতুন সম্ভাবনা পি ভি সিন্ধু তাঁর আগের জায়গা এগারো নম্বরটা ধরে রেখেছেন। আর ছেলেদের র্যাঙ্কিংয়ে ১৪ নম্বরেই থাকলেন পারুপল্লি কাশ্যপ।
|
তাঁদের ক্লাব রাজা কাসাব্লাঙ্কা ৩-১ হারিয়েছে আটলেটিকো মিনেইরোকে। তবু ম্যাচ শেষ হতেই বিপক্ষের মহাতারকা রোনাল্ডিনহোর বুট খুলে দিতে ব্যস্ত হয়ে পড়লেন কাসাব্লাঙ্কার ফুটবলাররা। মরক্কোর মারাকেক স্টেডিয়ামে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালের পর।
|
ইডেনে বৃহস্পতিবার আচমকাই হাজির হতে দেখা গেল বাংলার কিংবদন্তি স্পিনার ও প্রাক্তন অধিনায়ক উৎপল চট্টোপাধ্যায়কে। প্র্যাকটিসে শুধু যাওয়াই নয়, সৌরাশিস লাহিড়ীদের সঙ্গে স্পিনের একটা সেশনও করেন উৎপল। পরে জানা যায়, বাংলার টিম ম্যানেজমেন্ট থেকেই তাঁকে আমন্ত্রণ করা হয়েছিল। |