টোলগে ওজবের পরিবর্ত খুঁজতে শুরু করে দিল মহমেডান। অস্ট্রেলীয় স্ট্রাইকারের পরিবর্তে ট্রায়ালে আসতে পারেন আর এক অস্ট্রেলীয়মাইকেল বেয়ার্ড।
টোলগের জায়গায় খেলানোর জন্য নতুন কোচ সঞ্জয় সেনকে দু’জন ফুটবলারের জীবনপঞ্জী দেখিয়েছেন মহমেডান কর্তারা। দুই বিদেশির মধ্যে অস্ট্রেলিয়ার মাইকেল বেয়ার্ডকেই পছন্দ হয়েছে সঞ্জয়ের। ত্রিশ বছরের মাইকেল প্রধানত অ্যাটাকিং মিডিও। তবে ফরোয়ার্ডেও খেলতে পারেন। পাঁচ ফুট এগারো ইঞ্চির এই ফুটবলারকেই ট্রায়ালে ডাকতে বলেছেন মহমেডানের নতুন কোচ। সঞ্জয় সেন মঙ্গলবার বললেন, “মাইকেলের কথা আমাকে বলেছেন কর্তারা। ট্রায়ালে ডাকতে বলেছি।”
অস্ট্রেলিয়ার সর্বোচ্চ টুর্নামেন্ট এ-লিগে খেলেছেন মাইকেল। কুইন্সল্যান্ডের জার্সি গায়ে। ২০০৪-এর আগে এ-লিগই ন্যাশানাল সকার লিগ নামে পরিচিত ছিল। নিউ সাউথ ওয়েলসের হয়ে ন্যাশানাল সকার লিগেও খেলেছেন মাইকেল। বর্তমানে খেলেন রোমের দ্বিতীয় ডিভিশনের ক্লাব ইউনিভার্সিতাতিয়া ক্রাইওভার হয়ে। |
রবিবার টোলগে ওজবেকে শো-কজ করেছিল মহমেডান। তিন দিনের মধ্যে উত্তর দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু মঙ্গলবার রাত পর্যন্ত অস্ট্রেলীয় স্ট্রাইকার কোনও উত্তর দেননি। শোনা যাচ্ছে, টোলগে না কি ময়দানের এক পরিচিত আইনজীবীর সঙ্গে পরামর্শ করছেন। তবে যা পরিস্থিতি তাতে টোলগে বিদায় নিশ্চিত। আজ বুধবার নতুন কোচ সঞ্জয়ের সঙ্গে সাদা-কালো ফুটবলারদের যে বৈঠক রয়েছে, সেখানেও ডাকা হয়নি টোলগেকে। এমনকী ওঁর ফোনও ধরছেন না মহমেডানের কোনও কর্তাই। মাঠ-সচিব কামারুদ্দিন বললেন, “ওর সঙ্গে নতুন করে আর কিছু বলার নেই। ও আগে শো-কজের উত্তর দিক।”
টোলগে সমস্যার মাঝেই আবার মহমেডানের সদ্য প্রাক্তন কোচ আবদুল আজিজকে নিয়ে বেকায়দায় পড়ে গেছেন কর্তারা। গোয়া থেকে ফেরার পর আজিজ কর্তাদের দাবি করেছেন, তাঁকে পুরো মরসুমের টাকা দিতে হবে। কর্তারাও প্রাক্তন কোচকে পাল্টা জানিয়ে দিয়েছেন, চুক্তি আছে ব্যর্থ হলেই যখন খুশি কোচকে সরিয়ে দিতে পারবে ক্লাব। আজিজকে কর্তারা জানিয়ে দেন, বেশি ঝামেলা করলে তাঁকেও শো-কজ করা হবে ফেডারেশনের নিয়ম ভাঙার জন্য। রাতে আজিজকে ফোনে ধরা হলে বললেন, “আমাকে ক্লাব সরিয়ে দিয়েছে। তাই পুরো বছরের টাকা তো ক্লাবের দেওয়া উচিত।”
আজিজ নিয়ে মাথা না ঘামালেও টোলগের ছাঁটাই নিশ্চিত করতে এখন মহমেডান কর্তারা ব্যস্ত।
এ দিকে মহমেডানের শেখ আজিম ও অ্যারোজের রাজিন্দরকে সই করাল ইউনাইটেড। কলকাতা লিগে আজ বুধবার খেলার জন্য তাদের ১৩ জনের বেশি ফুটবলার হচ্ছে না বলেই তড়িঘড়ি সই করান হল ওই দু’জনকে। |
বুধবারে কলকাতা লিগ
ইউনাইটেড স্পোর্টস : পুলিশ এসি
(বারাসত, ৪-০০)। |