টুকরো খবর |
নতুন লাইনে ট্রেন আজ
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-মেদিনীপুর শাখার গিরিময়দান ও গোকুলপুরের মধ্যে নবনির্মিত লাইনের সিগন্যাল ব্যবস্থার কাজও শেষের পথে। আজ, শুক্রবার সকাল থেকেই নতুন ওই লাইনে ট্রেন চলতে পারে বলে রেল সূত্রে খবর। গিরিময়দান থেকে গোকুলপুর এতদিন একটি লাইন ছিল। ফলে গোকুলপুর স্টেশনে ট্রেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকত। ২০১২ সালের ১২ জানুযারি থেকে ওই দুই স্টেশনের মাঝে দ্বিতীয় লাইনের কাজ শুরু হয়। সম্প্রতি ৪০ কোটি টাকা ব্যয়ে সেই কাজ শেষ হয়েছে। গত ৩ ডিসেম্বর নতুন লাইন পরিদর্শন করেন রেলের সেফটি কমিশনার সুদর্শন নায়েক। খড়্গপুরের ডিআরএম গৌতম বন্দ্যোপাধ্যায় জানান, বৃহস্পতিবার রাতের মধ্যে সিগন্যাল ব্যবস্থার কাজ শেষ হওয়ার কথা রয়েছে। শুক্রবার সকালের ট্রেন চলতে পারে। তবে প্রাথমিকভাবে মালগাড়ি চালানো হবে।
|
বিক্ষুব্ধদের বিরুদ্ধে ব্যবস্থা কংগ্রেসে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দলবিরোধী কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কংগ্রেস। বৃহস্পতিবার জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে দলের জেলা সহ- সভাপতি শম্ভুনাথ চট্টোপাধ্যায় বলেন, “দলবিরোধী কাজ যাঁরা করেছেন, তাঁদের চিহ্নিত করা হয়েছে। প্রদেশ নেতৃত্ব এঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।” দলের নতুন জেলা সভাপতি হিসেবে বিকাশ ভুঁইয়ার নাম ঘোষণার পরেই কংগ্রেসের কোন্দল প্রকাশ্যে এসেছে পশ্চিম মেদিনীপুরে। বিকাশবাবু বিধায়ক মানস ভুঁইয়ার ভাই। বিক্ষুব্ধরা জেলা কার্যালয়ে ‘মানস কংগ্রেস কার্যালয়’ ফ্লেক্স টাঙান। সেই প্রেক্ষিতেই বিক্ষুব্ধদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
|
প্রতিবাদ মিছিল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ভারতীয় ডেপুটি কনসাল জেনারেল দেবযানী খোবরাগাড়েকে গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার মেদিনীপুর শহরে মিছিল করে এসএফআই। মিছিল থেকে আমেরিকার এই পদক্ষেপের নিন্দা করা হয়। নেতৃত্ব দেন এসএফআইয়ের জেলা সম্পাদক সৌগত পণ্ডা, জেলা সভাপতি সোমনাথ চন্দ প্রমুখ। |
|