খেলার টুকরো খবর |
|
আগামীকাল শুরু জেলা প্রাথমিক ক্রীড়া
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কাল, শনিবার থেকে মেদিনীপুরে শুরু হবে জেলা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। চলবে রবিবার পর্যন্ত। পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের উদ্যোগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রাথমিকের প্রায় সাড়ে তিনশো জন পড়ুয়া যোগ দেবে। ইতিমধ্যে অঞ্চল, চক্র এবং মহকুমাস্তরের প্রতিযোগিতা হয়েছে। জেলায় ৬৯টি চক্র রয়েছে। চক্র-ক্রীড়া শেষে গত মঙ্গলবার মেদিনীপুর সদর এবং ঘাটাল মহকুমাস্তরের প্রতিযোগিতা হয়। গত বুধবার ঝাড়গ্রাম এবং খড়্গপুর মহকুমাস্তরের প্রতিযোগিতা হয়। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান স্বপন মুর্মু জানান, এ বার ক্রীড়া প্রতিযোগিতার ৩৫তম বর্ষ এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার নবম বর্ষ। সাংস্কৃতিক প্রতিযোগিতা হবে মেদিনীপুর কলেজ ক্যাম্পাসে। ক্রীড়া প্রতিযোগিতা হবে মেদিনীপুর অরবিন্দ স্টেডিয়ামে। জেলা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা। এ বার রাজ্যস্তরের প্রতিযোগিতা হবে পুরুলিয়ায়, ২৯-৩১ ডিসেম্বর।
|
বেলদায় প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
গঙ্গাধর অ্যাকাডেমির মাঠে তখন প্রতিযোগিতা চলছে।
বৃহস্পতিবার রামপ্রসাদ সাউয়ের তোলা ছবি। |
প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা হল বেলদায়। বেলদার গঙ্গাধর অ্যাকাডেমির মাঠে দু’দিন ধরে চলা খড়্গপুর মহকুমাস্তরের তৃতীয় বর্ষের ক্রীড়া প্রতিযোগিতা বৃহস্পতিবার শেষ হয়। বুধবার ক্রীড়া প্রতিযোগিতার প্রথম দিনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মহকুমাশাসক আর বিমলা, জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) কবিতা মাইতি, জেলা শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যাম পাত্র প্রমুখ। বৃহস্পতিবার খেলার মূল পর্বে মহকুমার ২৪টি চক্র থেকে ৩৬টি ক্রীড়াসূচিতে প্রথম হওয়া প্রায় ৮৬৪ জন পড়ুয়া অংশগ্রহণ করে। এ দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) উত্তম ত্রিপাঠি, বিডিও লীনা মণ্ডল ও গঙ্গাধর একাদেমির প্রধান শিক্ষক ননী শিট প্রমুখ। ২৪টি চক্রের মধ্যে সবক’টি ক্রীড়াসূচিতে যুগ্ম চ্যাম্পিয়ন হিসেবে ডেবরা পূর্ব ও পিংলা চক্রের নাম ঘোষণা করা হয়। এছাড়াও প্যারেডে প্রথম হয় বেলদা চক্র। আগামী ২১ ও ২২ ডিসেম্বর মেদিনীপুরে জেলাস্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
|
শীতে ক্রিকেট |
|
ছবি: কৌশিক মিশ্র। |
এগরার ১৪ নম্বর ওয়ার্ডে ঐক্যতানের পরিচালনায় শুরু হল ১৮তম নকআউট ক্রিকেট। বৃহস্পতিবার মংলামাড়ো ক্রিকেট একাদশকে হারিয়ে দেয় রামনগর আলাপন। |
|