আরটিআই আন্দোলনের কর্মীকে অপহরণ করে সিগারেটের ছেঁকা

১৯ ডিসেম্বর
থ্যের অধিকার আন্দোলনের কর্মীকে অপহরণ করে অকথ্য অত্যাচারের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের দানকাউরে।
১৩ ডিসেম্বর অনুপ সিংহ নামে ওই ব্যক্তিকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। অভিযোগ, গরম লোহার রড দিয়ে বেধড়ক মারা হয়েছিল তাঁকে। কখনও গোপনাঙ্গে সিগারেটের ছ্যাঁকা। চার দিন এই ভাবে চলার পরে একটা পেট্রোল পাম্পের ধারে তাঁকে ফেলে রেখে যায় দুষ্কৃতীরা।
উত্তরপ্রদেশের দানকাউর সরকারি হাসপাতালের রিপোর্ট অনুযায়ী, ২৯ বছরের অনুপের দেহের বিভিন্ন অংশ পুড়ে গিয়ে তৈরি হয়েছে ৪০টি ক্ষত। দানকাউর থানার স্টেশন হাউস অফিসার প্রতাপ সিংহ জানিয়েছেন, “অনুপের গোপনাঙ্গে অপহরণকারীরা সম্ভবত সিগারেটের ছ্যাঁকা দিয়েছে। এটা সাধারণ ঘটনা। আমরা তদন্ত করছি।” এমন একটা গুরুতর ঘটনা সম্পর্কে পুলিশের এই মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এই ঘটনায় এফআইআর দায়ের করায় অনুপের পরিবারের উপরে স্থানীয় পঞ্চায়েতের তরফে চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ।
অনুপ বিজেপির দানকাউর শাখার প্রথম সারির নেতা। অতীতেও তিনি বিভিন্ন পরিকাঠামোগত প্রকল্প নিয়ে তথ্য জানার অধিকার আইনে (আরটিআই) নানা প্রশ্ন তুলে প্রশাসনের বিরাগভাজন হয়েছিলেন। দানকাউরের প্রতিবেশী গ্রাম সিক্কায় রাস্তা তৈরি হচ্ছে। সেই কাজের মান নিয়ে যমুনা এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে অক্টোবরে আরটিআই-এ জানতে চান অনুপ।
তাঁর পরিবারের দাবি, এর জন্য গত মাস থেকে তাঁকে হুমকি দেওয়া হয়। ওই আরটিআইয়ের কোনও জবাবও কেউ দেয়নি।
এর পরে অনুপ গৌতম বুদ্ধ নগরের সিনিয়র পুলিশ সুপার, জেলাশাসক এবং রাজ্যের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের কাছে চিঠি লেখেন। পরিবারের অভিযোগ, এর জেরে অনুপকে ১৩ ডিসেম্বর অপহরণ করা হয়।
কী হয়েছিল সে দিন?
হাসপাতালে শুয়ে অনুপ বলেছেন, “ওই দিন মোটরবাইকে সিক্কা গ্রাম থেক দানকাউরে ফিরছিলাম। আমি যখন বাড়ি থেকে মাত্র এক কিলোমিটার দূরে, তখন হঠাৎ একটা বড় গাড়িতে চার পাঁচ জন সশস্ত্র দুষ্কৃতী চড়াও হয়।” অনুপ জানান, তারা তাঁকে ধাক্কা মেরে জোর করে তুলে নেয় গাড়িতে। তার পর চার দিন ধরে চলে অকথ্য অত্যাচার। অনুপের কথায়, “খাবার দিত না ওরা। শুধু গরম লোহার রড দিয়ে মারধর। আর সিগারেটের ছ্যাঁকা।” অপহরণকারীরা তাঁকে নানা জায়গায় নিয়ে গিয়েছিল বলে জানান তিনি। “যখনই তাঁর জ্ঞান ফিরত, জোর করে ঘুমের ওষুধ খাওয়াত আমায়,” বলেছেন অনুপ।
দুষ্কৃতীরা আবার অপহরণ করতে পারে এই আশঙ্কায় অনুপের বাড়ির লোক তাঁকে হাসপাতালেও রাখতে চাননি। কিন্তু তাঁর যা শারীরিক অবস্থা, তাতে অনুপকে দিল্লি নিয়ে যাওয়া হতে পারে।
গত সোমবারই মুম্বইয়ে ৩২ বছরের আর এক আরটিআই কর্মী আব্রার শেখকে খুন করে চার দুষ্কৃতী। বেআইনি নির্মাণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। তাঁকে ডেকে নিয়ে গিয়ে মারধর করে পা ভেঙে দেয় দুষ্কৃতীরা। হাসপাতালে মৃত্যু হয় আব্রারের। খুনিরা এখনও নিখোঁজ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.