টুকরো খবর
মিজোরামে কিছু কেন্দ্রে ফের ভোট
মুখ্যমন্ত্রী জিতেছেন দু’টি কেন্দ্রে, রাজ্যের স্বায়ত্ত্বশাসিত পরিষদগুলির একাধিক সদস্য বিধায়ক হয়েছেনএমন পরিস্থিতিতে ফের ভোটগ্রহণ জরুরি হয়ে পড়েছে মিজোরামের একাধিক স্তরের আসনে। মুখ্যমন্ত্রী লাল থানহাওলা সেরচিপ ও রাংতুরজো কেন্দ্র থেকে ভোটের ময়দানে লড়েন। দু’টিতেই জেতেন তিনি। কোনটি তিনি রাখবেন, কোনটি ছাড়বেনতা ঠিক হওয়ার পর ফাঁকা আসনে ফের ভোট করতে হবে। তা ছাড়া, রাজ্যের তিনটি স্বশাসিত পরিষদ থেকে এক জন করে সদস্য বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিন জনই জিতেছেন। লাওংত্লাই স্বাশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সি গুংলিয়ানচুঙ্গা জিতেছেন পশ্চিম লাওংত্লাই কেন্দ্রে। পাশাপাশি, আইজল পুরসভার কাউন্সিলর লালথানলিয়ানা বিধানসভা ভোটে জিতেছেন। ফলে, তাঁর পুরসভাতেও ভোটগ্রহণ হবে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করছে নির্বাচন কমিশন।

পুরনো খবর:
ট্রাকে বাড়তি মাল তুললে টোল করের দশগুণ জরিমানা
ছাড়পত্রের তুলনায় ট্রাকে বেশি মাল তুললে এ বার টোলের দশ গুণ জরিমানা দিতে হবে। ট্রাক থেকে বাড়তি ওজনের মালও নামিয়ে ফেলতে হবে। না হলে টোল গেট পার হতেই দেওয়া হবে না। জাতীয় সড়কে যানবাহন চলাচল মসৃণ করার জন্য কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে। এত দিন কোনও ট্রাক বাড়তি ওজন তুললে বেশি শুল্ক মিটিয়ে দিলেই ছাড় পেয়ে যেত। তিন-অ্যাক্সেল ট্রাককে চার-অ্যাক্সেল ট্রাকের নির্দিষ্ট শুল্ক দিতে হত। কিন্তু ওই সামান্য জরিমানায় বেশি মাল চাপানোর প্রবণতা কমেনি। প্রায়ই ওইসব ট্রাক রাস্তায় উল্টে যেত। ২০১২ সালেই এই ধরনের এক লক্ষ দুর্ঘটনা ঘটেছে। মারা গিয়েছেন ৩০,৫০০ জন। বাড়তি মাল তোলা বন্ধ করতে এবার তাই দশ গুণ শুল্ক দিতে হবে জরিমানা হিসেবে। বাড়তি পণ্যও টোল গেটের আগেই নামিয়ে ফেলতে হবে। ট্রাকের মালিক বা চালককে নিজের দায়িত্বে রাস্তা থেকে সেই পণ্য সরিয়ে নিয়ে যেতে হবে।

ধর্ষণে অভিযুক্ত আত্মঘাতী
এক স্বেচ্ছাসেবী সংস্থার ডিরেক্টরের নামে ধর্ষণের অভিযোগ এনে থানায় অভিযোগ জানিয়েছিলেন এক তরুণী। পর দিন আত্মহত্যা করলেন অভিযুক্ত ওই ডিরেক্টর। দক্ষিণ দিল্লির বসন্তকুঞ্জের ঘটনা। পুলিশের বক্তব্য, খুরশিদ আনোয়ার নামে ওই ব্যক্তি এক জন সমাজকর্মী। বৃহস্পতিবার সকালে নিজের ফ্ল্যাটের বারান্দা থেকে লাফ দেন। পুলিশের ধারণা, অপমানেই আত্মঘাতী হয়েছেন তিনি। খুরশিদের শিক্ষিকা স্ত্রী জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের দেওয়া ফ্ল্যাটে থাকেন। দক্ষিণ দিল্লির বসন্তকুঞ্জের এই ফ্ল্যাটে একাই থাকতেন খুরশিদ। ওই দম্পতির একটি ছেলে রয়েছে।

সেনাপ্রধানকে নোটিস
সেনাপ্রধান বিক্রম সিংহ এবং কেন্দ্রীয় সরকারকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। ভারতীয় সেনায় নিয়োগের ক্ষেত্রে পক্ষপাতের অভিযোগ তুলে আদালতে আবেদন জানিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল রবি দাস্তানে। সেই আবেদনের ভিত্তিতেই এই নোটিস। লেফটেন্যান্ট জেনারেল দলবীর সিংহ ও সঞ্জীব ছাছড়ার কম্যান্ডার হিসেবে নিয়োগে পক্ষপাতিত্ব করা হয়েছে বলে অভিযোগ করেছেন দাস্তানে।

তৈরি তেজস
বায়ুসেনার পাইলটদের হাতে হামলার ক্ষমতা পরীক্ষার জন্য তৈরি ভারতীয় যুদ্ধবিমান তেজস। অ্যারোনোটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির (এডিএ) তৈরি এই বিমান ‘লাইট কমব্যাট এয়ারক্রাফট’ শ্রেণির অন্তর্ভুক্ত। শুক্রবার আনুষ্ঠানিক ভাবে এই বিমানের পরীক্ষামূলক উড়ান শুরু করবেন পাইলটরা। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি। তেজস প্রকল্প নির্ধারিত সময়ে শেষ হয়নি।

খালি পায়ে ম্যারাথন জয় ৬১ বছরের বৃদ্ধার
বয়স ৬১। পরনে ন’হাত শাড়ি। খালি পা। এ ভাবেই বারামতী ম্যারাথন জিতে ফেললেন লতা ভাগবান কারে। পশ্চিম মহারাষ্ট্রের বারামতীতে গত সপ্তাহান্তে আয়োজন করা হয়েছিল ম্যারাথন দৌড়ের। সেখানে বিজয়ী হয়েছেন খেতমজুর লতা। বারামতীর কাছে পিম্পলির বাসিন্দা লতা জানান, প্রথমটায় পোশাকের কারেণে তিনি লজ্জাই পেয়েছিলেন। কিন্তু দৌড় শুরুর পরে আত্মবিশ্বাস পান। লতার কথায়, “সারা ক্ষণ ভেবেছি, আমায় জিততে হবে। আর আমি জিতেছি।” ভবিষ্যতেও এই ধরনের দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে চান লতা।

চুরি পেপসিকো-কর্ত্রীর বাড়িতে
চোরের হাত থেকে রেহাই পেলেন না পেপসিকো-র চেয়ারপার্সন এবং চিফ এগ্জিকিউটিভ অফিসার ইন্দ্রা নুয়ি-ও। পুলিশ জানিয়েছে, বুধবার অফিসের কাজে ইন্দ্রা চেন্নাইয়ে তাঁর টি নগরের বাড়িতে আসেন। ঢোকার মুখেই দেখেন বাড়ির বাইরের গেটের তালা ভাঙা। বাড়ির ভেতরের আলমারিগুলিও খোলা। ঘরের মধ্যে ছড়িয়ে রয়েছে বিভিন্ন দ্রব্য। নিখোঁজ বাড়ির নিরাপত্তা কর্মীটিও। তার পরই ইন্দ্রা তাঁর ম্যানেজারকে দিয়ে পুলিশের কাছে এফআইআর দায়ের করান। ইন্দ্রার মা ওই বাড়িতেই থাকতেন। ছ’মাস আগে তিনি আমেরিকা চলে যাওয়ার পর বাড়িটি খালি ছিল।

এডিএমকে-র দাবি
পরবর্তী প্রধানমন্ত্রী তামিলনাড়ু থেকে হওয়া উচিত বলে দলের সাধারণ সভায় প্রস্তাব পাশ করল এডিএমকে। প্রস্তাবে কারও নাম না করা হলেও এডিএমকে দলনেত্রী জয়ললিতার কথাই বলতে চেয়েছে বলে অনুমান। অনেকের মতে, রাহুল গাঁধী ও নরেন্দ্র মোদীর দ্বৈরথ হলেও লোকসভা ভোটের পরে আঞ্চলিক শক্তিগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সে ক্ষেত্রে তিন নেত্রী-মমতা বন্দ্যোপাধ্যায়, জয়ললিতা ও মায়াবতীর দিকে নজর রয়েছে সকলেরই। আঞ্চলিক শক্তিগুলিও এই বিষয়ে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে। সম্প্রতি দিল্লিতে মমতা বিভিন্ন দলের সঙ্গে কথা বলেন। এ বার একটি অবস্থান নিল এডিএমকেও। জোটে শরিক হওয়া নিয়ে সিদ্ধান্তের ভার জয়ললিতাকেই দিয়েছে দল।

ছবি-বিভ্রাট
দক্ষিণ আফ্রিকার প্রয়াত প্রাক্তন প্রেসিডেন্টকে শ্রদ্ধা জানাতে বিলবোর্ড লাগিয়েছিলেন কোয়ম্বত্তূরের এক কাপড় ব্যবসায়ী। তাতে ম্যান্ডেলার ছবি। সঙ্গে গাঁধী, মাদার টেরিজা, মার্টিন লুথার কিং-এর ছবিও। বিলবোর্ডে লেখা, “আমাদের গর্বিত হওয়া উচিত যে আমরা এমন এক যুগের, যাতে ওঁরা জন্মেছিলেন।” কিন্তু গড়বড় হল ম্যান্ডেলার ছবিতেই। তাঁর ছবির জায়গাতে লাগানো হয়েছে হলিউড অভিনেতা মর্গ্যান ফ্রিম্যানের ছবি। যিনি ‘ইনভিকটাস’ নামে এক ছবিতে ম্যান্ডেলারই ভূমিকায় অভিনয় করেছিলেন। ব্যবসায়ী জানালেন, শীঘ্রই ছবিটি পাল্টে দেওয়া হবে।

ওবিসি মর্যাদা
চার রাজ্যে ভরাডুবিই বুঝিয়ে দিয়েছে লোকসভা ভোটে বিপুল চ্যালেঞ্জের মুখে কংগ্রেস। তাই মানুষের আস্থা পেতে সনিয়া ও রাহুল গাঁধী যে চেষ্টার সামান্য ত্রুটিও রাখতে চাইছেন না, সেটাই বৃহস্পতিবার স্পষ্ট হল। হিন্দি বলয়ের ৯টি রাজ্যে জাঠ সম্প্রদায়কে অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণির (ওবিসি) আওতায় শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সংরক্ষণের সিদ্ধান্ত ঘোষণা করল কেন্দ্র। ক’দিন আগেও এই বিষয়ে মন্ত্রিসভায় সিদ্ধান্ত না নিয়ে জাতীয় অনগ্রসর কমিশনে সুপারিশ করার কথা ভাবছিল কেন্দ্র।

পেঁয়াজ নিয়ে
পেঁয়াজের পাইকারি দাম পড়ায় ক্ষুব্ধ কৃষকরা। নাসিকে এক কিলো পেঁয়াজ এখন ৭ টাকা। যদিও খুচরোর দাম এখনও বেশি। আর তাতেই ক্ষুব্ধ চাষিরা। তাঁদের বক্তব্য, ফড়েরাই পেঁয়াজের দাম ঠিক করছে। এ নিয়ে বৃহস্পতিবার মুম্বই-আগরা জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা।

টুকলি রুখতে
ইটাহারের ডক্টর মেঘনাদ সাহা কলেজে টোকাটুকি রুখতে শিক্ষক-শিক্ষিকাদের ক্লাস করানোর ব্যাপারে যত্নবান হওয়ার পরামর্শ দিলেন রাজ্য বিধানসভার শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান জীবন মুখোপাধ্যায়। সঙ্গে পড়ুয়াদেরও টোকাটুকি না করার পরামর্শ দেন তিনি।

হোম থেকে
হোম থেকে পালিয়ে গিয়েছিল ৪৪ জন কিশোর। পরে পুলিশের চেষ্টায় ধরা পড়ল ২৬ জন। মেরঠের সুরজকুণ্ডের ঘটনা। এ নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ দিয়েছেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.