|
|
|
|
আজ অসম বনধ
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি
১৯ ডিসেম্বর |
বাংলাদেশের সঙ্গে ‘জমি হস্তান্তর চুক্তি’র বিরোধিতা এবং প্রস্তাবিত স্থল-সীমান্ত চুক্তির অধীনে সংবিধানে ১১৯ নম্বর ধারায় সংশোধনীর প্রতিবাদে আজ অসম বিধানসভার অধিবেশন বয়কট করল বিজেপি। আগামীকাল, শুক্রবার অসম বন্ধেরও ডাক দিয়েছে তারা। অসম গণ পরিষদও চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শীতকালীন অধিবেশনের চতুর্থ দিন প্রশ্নোত্তর পর্বের পর ওয়াকআউট করে। বিজেপি-র ৫ বিধায়ক আজ অধিবেশনে অংশই নেননি। তাঁরা বিধানসভার সামনে প্ল্যাকার্ড নিয়ে চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানান।
আজ বিধানসভায় অগপ-র ফণীভূষণ চৌধুরি দাবি করেন, অসমের জমি বাংলাদেশকে দেওয়ার বিরুদ্ধে রাজ্য সরকারকে কেন্দ্রের কাছে প্রতিবাদ জানাতে হবে। মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ও কংগ্রেস মন্ত্রীরা জানান, তাঁরা বিলকে স্বাগত জানাচ্ছেন। কারণ, এই চুক্তির ফলে অসমেরই লাভ হবে। স্থায়ী বেড়া বসানোর কাজও শেষ করা যাবে।
স্থলসীমান্ত চুক্তির প্রতিবাদে আজ অসমের প্রতিটি জেলায় মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করার কর্মসূচি নেয় আসু ও অগপ। অগপ দিনটি ‘কালা দিবস’ হিসেবে পালন করে। অসম গণ পরিষদের তরফে হুমকি দেওয়া হয়েছে, রাজ্যবাসীর প্রতিবাদ অগ্রাহ্য করে অসমের জমি বাংলাদেশকে দিলে পরিণাম ভয়াবহ হবে। তার জন্য দায়ী থাকবে কংগ্রেস। অগপ-র সাধারণ সম্পাদক দুর্গাদাস বড়ো বলেন, “রাজ্যের সাংসদ হয়েও রাজ্যসভার শেষ দিনে মনমোহন সিংহ যে ভাবে স্থল-সীমান্ত চুক্তি বিলটি পেশ করে দিলেন, তাতে প্রমাণ হয়ে গেল তিনি রাজ্যবাসীর স্বার্থ দেখেন না।” বিজেপি-র সমালোচনা করে তিনি বলেন, “রাজ্য বিজেপি এই বিলের বিরোধিতা করলেও, কেন্দ্রের বিজেপি নেতৃত্ব দু’মুখো নীতি নিয়েছেন।” বিলের বিরোধিতা করে অগপ রাজ্যপালের কাছে স্মারকলিপি দিয়েছে। আগামীকাল তাদের যুব মোর্চা রাজ্যে প্রতিবাদ দিবস পালন করবে।
প্রদেশ বিজেপি-র তরফে, অগপর বক্তব্যের বিরোধিতা করে অরুণ জেটলির একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে তিনি বিলটির বিরোধিতা করতে চেয়ে রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারির কাছ থেকে অনুমতি চেয়েছেন। অসমের ভৌগোলিক অখণ্ডতার সঙ্গে কোনও ভাবেই আপোস করা হবে না, এ কথা জানিয়ে, রাজ্য বিজেপি আগামী কাল ১২ ঘণ্টার জন্য অসম বন্ধের ডাক দিয়েছে। |
|
|
|
|
|