ডাকঘর বন্ধ থাকায় বিপাকে পড়েছেন বাসিন্দারা। প্রায় সপ্তাহখানেক ধরে কাটোয়ার সিঙ্গি উপ-ডাকঘরটি বন্ধ বলে এলাকাবাসীর দাবি। যদিও কাটোয়া মুখ্য ডাকঘর সূত্রে জানা যায়, পোস্টমাস্টার অসুস্থ থাকায় দু’দিন বন্ধ রয়েছে সিঙ্গির ডাকঘরটি।
সিঙ্গির বাসিন্দাদের অভিযোগ, দিন সাতেক বন্ধ রয়েছে উপ-ডাকঘর। ফলে, খাম, পোস্টকার্ড, স্ট্যাম্প কেনা থেকে সরকারি সঞ্চয় প্রকল্পে টাকা জমা, কোনও কাজই হচ্ছে না। মুখ্য ডাকঘর থেকে চিঠিপত্র এসেও ফিরে যাচ্ছে। সিঙ্গি উপ-ডাকঘরের অধীনে রয়েছে আরও ছ’টি শাখা ডাকঘর। সেগুলি রয়েছে কুরচি, আমুল, শ্রীবাটি, মুল্টি, ওকড়সা ও গৌরডাঙা গ্রামে। উপ-ডাকঘরে কাজ না হওয়ায় শাখা ডাকঘরগুলিতেও পরিষেবা মিলছে না বলে অভিযোগ করেছেন সেখানকার বাসিন্দারা।
কাটোয়া মুখ্য ডাকঘরের তরফে অবশ্য দাবি করা হয়, সপ্তাহখানেক নয়, সিঙ্গির ডাকঘরটি বন্ধ রয়েছে শুধু বুধ ও বৃহস্পতিবার। মুখ্য ডাকঘর সূত্রে জানা গিয়েছে, সিঙ্গির পোস্টমাস্টার স্বপনকুমার মোদক হৃদরোগে আক্রান্ত হয়ে নবদ্বীপ প্রতাপনগর হাসপাতালে ভর্তি। ডাকঘরের চাবি রয়েছে তাঁরই কাছে। সে কারণেই অফিসটি খোলা যাচ্ছে না। ঢুকতে পারছেন না কর্মীও। মুখ্য ডাকঘরের একটি সূত্রের দাবি, ওই পোস্টমাস্টার গত ২০ নভেম্বর ও ৮ ডিসেম্বর চিকিৎসা করানোর জন্য ছুটির দরখাস্ত করেছিলেন। কিন্তু তা মঞ্জুর হয়নি। কাটোয়া মুখ্য ডাকঘরের আধিকারিক প্রণবেশ চট্টোপাধ্যায় বলেন, “শুক্রবার থেকে সিঙ্গির ডাকঘর খোলার জন্য এক জনকে পাঠানো হবে।” |