পুনর্বাসন ছাড়া কোনও বস্তি উচ্ছেদ করা যাবে না, জামুড়িয়া নিঘায় পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির বর্ধমান জেলা কমিটির প্রথম সম্মেলনের প্রকাশ্য সমাবেশে এসে এই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র। |
নিঘার সভায় সূর্যকান্ত মিশ্র।—নিজস্ব চিত্র। |
এ দিন সূর্যবাবু বলেন, “আমরা যখন ক্ষমতায় ছিলাম, বস্তিবাসীদের এক টাকার বিনিময়ে ৯৯ বছরের জন্য জমি লিজ দেওয়ার পরিকল্পনা করেছিলাম। কিন্তু সরকারের রঙ পাল্টে যাওয়ার পরেই বস্তিবাসীদের উচ্ছেদের তোড়জোড় চলছে।” সরকারি ও বেসরকারি বিভিন্ন জায়গায় যারা দীর্ঘ দিন ধরে বসবাস করছেন, তাঁদের স্বীকৃতি দেওয়ার দাবিও করেন তিনি। তৃণমূল ও বিজেপির তীব্র সমালোচনা করলেও কংগ্রেসের তেমন সমালোচনা করেননি এই সিপিএম নেতা। সভায় ছিলেন জামুড়িয়ার পুরপ্রধান সিপিএমের ভাস্কর বন্দ্যোপাধ্যায়।
এ দিন মঞ্চ থেকে বস্তি সংগঠনের নেতারা নিজেদের ‘অরাজনৈতিক’ বলে দাবি করলেও মঞ্চে অবশ্য সিপিএম ছাড়া অন্য কোনও দলের নেতাদের দেখা যায়নি। |