টুকরো খবর |
প্রচার ছাড়াই উৎসব, ক্ষুব্ধ প্রতিযোগীরা
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
শুরু হল দু’দিনের ছাত্র যুব উৎসব। বৃহস্পতিবার থেকে কুলটিতে শুরু হয়েছে ওই উৎসব। এ দিন সকালে নিয়ামতপুরে জলধিকুমারী স্কুলে উৎসবের সূচনা করেন কুলটি পুরসভার উপপ্রধান বাচ্চু রায়। উৎসব চলে সারা দিন। সাংস্কৃতিক প্রতিযোগিতায় যোগ দেন নানা বয়সের ছাত্র-যুবরা। তবে উৎসবের মধ্যেও কয়েক জন প্রতিযোগী বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, পুরসভা এলাকায় সর্বত্র ঠিকমতো প্রচার অভিযান না থাকায় অনেক আগ্রহী প্রতিযোগী নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিযোগিতায় নাম লেখাতে পারেনি। এ দিন উৎসব শুরুর বহু আগেই তাঁরা উৎসব প্রাঙ্গণে হাজির হয়ে নির্দিষ্ট নিয়ম মেনে নাম দিতে চেয়েছিলেন। অভিযোগ, উৎসব কমিটির অন্যতম সদস্য তথা কুলটি পুরসভার জনৈক কর্মী প্রতিযোগীদের নাম নিতে অস্বীকার করেন। এরপর ওই ইচ্ছুক প্রতিযোগীরা যুব দফতরের দায়িত্বপ্রাপ্ত একজন আধিকারিককে বিষয়টি জানান। তিনি প্রতিযোগিতায় ইচ্ছুকদের নাম যোগ করতে চাইলে তাঁকেও বাধা দেন পুরসভার ওই কর্মী। এই ঘটনায় ক্ষোভ ছড়ায়। এরপর পুরো বিষয়টি জানানো হয় উৎসব কমিটির সভাপতি তথা মহকুমাশাসক অমিতাভ দাসকে। মহকুমাশাসক সব শোনার পর আগ্রহী প্রতিযোগীদের নাম অর্ন্তভূক্ত করতে নির্দেশ দেন। এর পরে প্রতিযোগীদের নাম নিলে স্বাভাবিক হয় পরিস্থিতি।
|
বাড়িছাড়া করেছে ছেলে, কোর্টে অভিযোগ বৃদ্ধের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা ও দুর্গাপুর |
বাড়ির দানপত্র লিখে না দেওয়ায় মারধর করে বার করে দিয়েছে পুত্র ও পুত্রবধূ, এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বৃদ্ধ। ওই পুত্র ও পুত্রবধূকে আদালতে হাজির করানোর নির্দেশ দিলেন বিচারপতি। দুর্গাপুরের বাসিন্দা, ৬৭ বছরের বিমল চট্টোপাধ্যায় দুর্গাপুর স্টিল প্ল্যান্টের প্রাক্তন কর্মী। ২০০৬-এ অবসর নেন। বিমলবাবু জানান, দুর্গাপুরের সিটি সেন্টার লাগোয়া নন-কোম্পানি এলাকায় তিন কাঠা জমিতে দোতলা বাড়ি করেছিলেন। ১৯৯৮ সালে তাঁর স্ত্রী মারা যান। ছেলে ও পুত্রবধূর সঙ্গেই থাকছিলেন তিনি। বিমলবাবুর আইনজীবী পাপিয়া চট্টোপাধ্যায় অভিযোগ করেন, সম্প্রতি ছেলে ও পুত্রবধূ বিমলবাবুর কাছে দাবি করেন, বাড়িটি তাঁদের দানপত্র করে দিতে হবে। কিন্তু বৃদ্ধ তাতে রাজি না হওয়ায় তাঁর উপরে অত্যাচার শুরু হয়। লোকজন জুটিয়ে এক দিন পুত্র ও পুত্রবধূ তাঁকে মারধর করে বাড়ি ছাড়া করেন বলে অভিযোগ। পুলিশের কাছে গেলেও সহায়তা মেলেনি। বৃহস্পতিবার শুনানির পরে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, সিটি সেন্টার থানার আইসি-কে ৮ জানুয়ারি ওই বৃদ্ধের পুত্র ও পুত্রবধূকে আদালতে হাজির করাতে হবে। সিটি সেন্টার ফাঁড়ির আইসি দিব্যেন্দু মুখোপাধ্যায় জানিয়েছেন, বৃ্দ্ধের ছেলেকে ডেকে পাঠানো হয়েছিল। পুলিশের কাছে তিনি দাবি করেন, তাঁর বাবা নিজেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন।
|
বাড়িতে আগুন
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
|
আগুন নেভাচ্ছে দমকল।—নিজস্ব চিত্র। |
আগুন লেগে পুড়ে গেল দুর্গাপুরের একটি বাড়ির বেশ কিছু জিনিসপত্র। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের সেন মার্কেট লাগোয়া একটি বাড়িতে। দমকলের একটি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন আয়ত্তে নিয়ে আসে। প্রাথমিক ভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এ দিন দুপুর ১টা নাগাদ তন্ময় কুণ্ডু নামে এক ব্যক্তির একতলার একটি ঘরে আগুন লাগে। তিনি একটি টেলি যোগাযোগ সংস্থার ঠিকাদারি কাজ করেন। ওই ঘরে রাখা বেশ কিছু টেলি যোগাযোগ সামগ্রী পুড়ে যায়।
|
আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ৩
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আগ্নেয়াস্ত্র-সহ তিন যুবককে বুধবার রাতে হুগলি স্টেশন লাগোয়া কানাগড় আমবাগান এলাকা থেকে গ্রেফতার করল পুলিশ। তাদের কাছ থেকে তিনটি লং রেঞ্জ পাইপগান এবং তিন রাউন্ড গুলি মিলেছে। পুলিশ জানায়, ধৃতদের নাম রবি পাসোয়ান, মুন্না দাস ও বিশ্বজিৎ মাঝি। হুগলি স্টেশন লাগোয়া এলাকাতেই তাদের বাড়ি। পুলিশের দাবি, জেরায় ধৃতেরা জানিয়েছে, বর্ধমানের খানা জংশন এলাকার এক জনের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এনে তারা বিক্রি করত। এ দিনও বিক্রির জন্য জড়ো হয়েছিল। বিষয়টি বর্ধমান জেলা পুলিশকেও জানানো হয়েছে।
|
বকেয়া ভাতা বিলি
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ভুক্ত মানুষজন ও ছাত্রছাত্রীদের জন্য বকেয়া ভাতা দেওয়া শুরু হল সালানপুর ব্লকে। বৃহস্পতিবার আসানসোলের মহকুমাশাসক অমিতাভ দাস জানান, এ দিন পর্যন্ত যাঁদের বরাদ্দ ভাতা বকেয়া রয়েছে তাঁদের পুরোটাই দিয়ে দেওয়া হবে। দফতরে ব্লক আধিকারিক না থাকায় বকেয়া ভাতা দিতে দেরি হয়েছে বলেও জানান তিনি।
|
আটক লরি
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
একটি চোরাই লরি আটক করল পুলিশ। বুধবার রাতে কাঁকসা থানার দার্জিলিং মোড় থেকে ওই লরি আটক করা হয়। গ্রেফতার করা হয়েছে তিন জনকেও। পুলিশ জানিয়েছে, ধৃত সমীর ইস্তেখার, রোহিত মিশ্র ও মহম্মদ জিব্রাইল উত্তরপ্রদেশের বাসিন্দা। সেখান থেকেই তারা লরিটিকে ছিনতাই করেছিল বলে পুলিশের অনুমান।
|
গাঁজা আটক
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
৬০ কেজি গাঁজা-সহ ৫ ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে চার জন দিল্লির বাসিন্দা ও এক জন জামুড়িয়ার বাসিন্দা। ধৃতদের বৃহস্পতিবার বিকেলে জামুড়িয়া থেকে ধরা হয়।
|
দুর্নীতির নালিশ, বিক্ষোভ |
তৃণমূলের কয়েকশো সদস্য সমর্থক কুলটির ব্লক ও ভূমি রাজস্ব দফতরে বিক্ষোভ দেখালেন বৃহস্পতিবার। তাঁদের অভিযোগ, দফতরের কর্মীদের একাংশ দুর্নীতির সঙ্গে জড়িয়ে গিয়েছেন। এর ফলে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। অভিযোগ, কর্মীদের একাংশ সময় মতো ও নিয়ম মতো কাজে আসেন না। গড়ে উঠেছে এক শ্রেণির দালাল চক্র। এ দিনের বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে ছিলেন স্থানীয় তৃণমূল নেতা বাবন মুখোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, দফতরের কর্মসংস্কৃতির হাল ফেরাতে তাঁরা এর আগে বহু বার আবেদন করেছেন। কিন্তু কোনও ফল হয়নি। তাই এ দিনের বিক্ষোভ কর্মসূচি। ওই ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক সুশান্ত কুণ্ডু সমস্ত অভিযোগগুলি পুর্নবিবেচনার আশ্বাস দিয়েছেন।
|
কোথায় কী |
কাটোয়া
মিলন উৎসব। জাজিগ্রাম। দুপুর ২ টা। উদ্যোগ: সেন্ট জোশেফ স্কুল।
দুর্গাপুর
যোগ শিবির। বিকাল ৪ টা। উদ্যোগ: প্রজাপিতা ব্রহ্মকুমারি ঈশ্বরীয় বিশ্ব বিদ্যালয়।
৩৪ তম বার্ষিক উৎসব। বিকাল ৩ টা। উদ্যোগ: দুর্গাপুর হরিসভা। |
|